|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
কি অদ্ভুত ভাবে মেঘ গুল আমায় গিলে খাচ্ছে 
আর আমি নির্বিকার ভাবে আমার 
নিজের তলিয়ে যাওয়া দেখছি। 
শুনেছি মৃত্যুর যাত্রী তার সকল
 সুখ স্মৃতি এক সাথে খোলা বইয়ের মতো 
পাতার পরে পাতা উলটে দেখে যায় 
কিন্তু কই আমি তো তোমায় দেখছি না।
তবে কি তুমি আমার সুখের স্মৃতি নও 
তবে কি সেই সব দিন-রাত্রি কেবলি 
মিথ্যে মায়ার অসম্পূর্ণ কাব্য গাথা 
কেবলি প্রহসনের অট্টহাসি। 
বেঁচে থাকার সর্বোচ্চ চেস্টাটুকু 
আজ বড্ড অর্থহীন লাগে 
বড্ড খেলো মনে হয় যা শুধুই নির্লজ্জতা 
কেনো বেঁচে থাকতে হবে, কি প্রয়োজন? 
তোমার অসততা অস্পষ্টতা যা কেবলি 
প্রতিহিংসা নির্মমতা কে আমন্ত্রণ জানায় 
তিব্র ঘৃনায় মুখ চোয়াল শক্ত করে চেপে ধরে 
অবহেলিত ওষ্ঠ জুগল।  
মৃত পশুর ন্যায় বিস্ফরিত চোখে 
তরল ঘৃনা গলিত লাভা হয়ে প্রবাহিত 
মাঝে মাঝে বৃষ্টির ফোটায় মিশে যেতে 
বড্ড ইচ্ছে হয় যেমন করে মিশে যায় 
চোখের শ্বেত রক্তজল 
তোমার সবাই বলো চোখ দিয়ে জল পরে 
আমি বলি উহু ওটা জল নয়
ওটা রক্ত শ্বেত রক্ত 
যার জন্ম বুকের গভিরে হৃদপিণ্ডের কাছাকাছি।
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ২০ শে এপ্রিল, ২০২২  সকাল ১০:২৬
২০ শে এপ্রিল, ২০২২  সকাল ১০:২৬
রানার ব্লগ বলেছেন: জ্বি ধন্যবাদ !!
২|  ১৯ শে এপ্রিল, ২০২২  রাত ১০:০৫
১৯ শে এপ্রিল, ২০২২  রাত ১০:০৫
সোনাগাজী বলেছেন: 
ভীতিকর
  ২০ শে এপ্রিল, ২০২২  সকাল ১০:২৭
২০ শে এপ্রিল, ২০২২  সকাল ১০:২৭
রানার ব্লগ বলেছেন: 
৩|  ১৯ শে এপ্রিল, ২০২২  রাত ১১:২৮
১৯ শে এপ্রিল, ২০২২  রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: আমি কেন কবিতা লিখতে পারি না?
  ২০ শে এপ্রিল, ২০২২  সকাল ১০:২৭
২০ শে এপ্রিল, ২০২২  সকাল ১০:২৭
রানার ব্লগ বলেছেন: আপনি যা পারে তা অন্যরা পারে না !!!
৪|  ২০ শে এপ্রিল, ২০২২  রাত ১২:০২
২০ শে এপ্রিল, ২০২২  রাত ১২:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা খুবাই ভালো হয়েছে।
  ২০ শে এপ্রিল, ২০২২  সকাল ১০:২৭
২০ শে এপ্রিল, ২০২২  সকাল ১০:২৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
৫|  ২৫ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:৩০
২৫ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিউমার্কেট সংঘর্ষে ছাত্রদের অপরাজনীতি নিয়ে আপনার মহামূল্যবান বক্তব্য আশা করছি।
৬|  ২৭ শে এপ্রিল, ২০২২  সকাল ১০:৩৭
২৭ শে এপ্রিল, ২০২২  সকাল ১০:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি অনেক জ্ঞানী মানুষ তাই আপনার উত্তরের অপেক্ষায় আছি।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২২  রাত ৯:৫৪
১৯ শে এপ্রিল, ২০২২  রাত ৯:৫৪
প্রতিদিন বাংলা বলেছেন: হতাশা উদ্দীপনা`র প্রথম ধাপ !