নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
কারো কারো জন্য বুকের ভেতর কেমন জানি করে
মধ্য দুপুরের তপ্ত হাওয়া বুকের জমিন পুড়িয়ে দেয়
মনের আকাশে উঁকি দেয়া চাঁদ ঢেকে যায়
বিরহী মেঘের ছায়ায়, শ্বেত পদ্মের চমকিত আলোর মতোন
জ্যোৎস্না ঢেকে যায় নিকষ কালো অমাবস্যার আঁধারে।
কারো কারো জন্য শুষ্ক ঠোঁটের কোনায় উঁকি দেয় মৃদু হাসি
চোখের নোনা জলে ঢেউ খেলে যায় সুনামির পুর্ব সংকেতে
অধর ভেজে নিরব বেদনার ঝর্না ধারায়।
কারো কারো জন্য রাত্রী কখনোই দিনের দেখা পায় না
ভোর হয় না নতুন কোন শুরু প্রতিশ্রুতির আলোক রশ্মি হয়ে
কেবলি আঁধার হয়ে রয় প্রতিশ্রুতিময় ক্ষন গুলি।
১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৯
রানার ব্লগ বলেছেন: দেখা যাচ্ছে তো।
২| ১৩ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: প্রতিশ্রুতিময় ক্ষণ গুলো আলোকিত হোক।
১৩ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১১
রানার ব্লগ বলেছেন: হোক!!
৩| ১৩ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা পড়তে ভালো লাগলো।
১৩ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৪| ১৩ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো হয়েছে।
১৩ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৫| ১৩ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
অঙ্গনা বলেছেন: ওয়াও অনেক সুন্দর লাগলো। মানে তেমন করে না বুঝা মেটাফোর আসে নাই বলে। ইজিলি মজা করে পড়লাম।
থ্যাংক্স।
১৩ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১২
রানার ব্লগ বলেছেন: যে কবিতা বুঝতে মাথার চুল ছিড়ে ফেলতে হয় ওমন কবিতা না পড়াই ভালো। ইহা হানী কারক। চুল এবং সৌন্দর্য উভয়ের।
৬| ১৩ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
মিরোরডডল বলেছেন:
রানা, খুব ভালো লেগেছে ।
লেখাটা স্পর্শ করতে পেরেছে ।
১৩ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৭| ১৩ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা।
১৩ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।
৮| ১৩ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২৫
নেওয়াজ আলি বলেছেন: কারো কারো জন্য রাতটা শেষ করতে ইচ্ছেই করে। ঘুমহীন চোখে ভাসে জোনাকির ছায়া।
১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২১
রানার ব্লগ বলেছেন: বাহ বেশ।
৯| ১৪ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০১
মোহামমদ কামরুজজামান বলেছেন: কারো কারো জন্য না চাইতেই অনেক কিছু, যদি সে হয় বিশেষ কেউ।
আর তাইতো গায়ক গেয়েছেন, " জানি আমার প্রতি তোমার আছে শতেক অভিযোগ , তবুও আমি তোমার বিরমাচিহ্ন - আমি যোগাযোগ(বিশেষ কেউ)।
১৪ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১০
রানার ব্লগ বলেছেন: বাহ বেশ বলেছেন !!! ধন্যবাদ !
১০| ১৪ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ এখন ঠিক আছে।
প্রথমে কিছুই দেখা যায়নি। নাকি ঠিকই ছিলো, আমার নেট লাইনে সমস্যা?
১৪ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১১
রানার ব্লগ বলেছেন: হয়তো নেটও্যার্ক এর সমস্যা !!!
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: পোষ্ট খালি। ডিলিট করে দেন।