নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

সমার্পন

১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩২




তোমাতে আমাতে অনেক আছে দেনা
এইবার না হয় মিটিয়ে দিলাম
যতটুকু আছে জানা
আর যা আছে অজানা অচেনা
তা না হয় থাক গভীরে
লুকাক কোন আঁধারের ঘোর খাদে
জোনাকি হয়ে ফুটুক সেথা
যেমন তুমি প্রস্ফুটিত জোসনা রাতের প্রাতে।

মেয়ে আজ হতে তোমায় দিলাম ভুবন মাঝির নাও
ভাসবে তুমি ভাসাবে আমায়
যতোদুর যেদিক তুমি চাও
মেঘলা রাতের লুকুচুরি চাঁদের সাথে খেলা
আপন মনে ছেড়া পালে ভাসিয়ো তুমি ভেলা
কইবো না আর বাধবো না আর আমার ভাংগা নীড়ে
দেখবো না আর চাইবো না আর
ভেলা খানিক ভেড়াও তীড়ে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

শায়মা বলেছেন: গুড গুড! অনেক সুন্দর প্রেম কাব্য! :)

১৬ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৬

রানার ব্লগ বলেছেন: :D

২| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো লাগলো।

১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৩| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সবাই চাঁদ নিয়ে লিখছেন কাহিনি কি রানা ভাই? রোমান্টিক কবিতা পর পর দুইটি।

১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৯

রানার ব্লগ বলেছেন: কোন কাহিনী নাই।

৪| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩২

সোনাগাজী বলেছেন:


সমর্পণ

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩০

রানার ব্লগ বলেছেন: জ্বী। বাহ সুন্দর একটা নাম দিলেন।

৫| ১৭ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫১

জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা!

১৭ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! মাঝে মধ্যে সমালোচনা করবেন নতুবা নিজেকে রবীন্দ্রনাথ মনে হয় !!! B-)

৬| ২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৫৯

সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: দারুণ লিখেছেন
আপনার জন্য শুভকামনা।
পুনশ্চ : আপনার একটা মন্তব্যের প্রতিউত্তর বাকি ছিলো।
https://www.somewhereinblog.net/blog/Shakawat13/30343169
আশাকরি ঘুরে আসবেন। ভালোবাসা অহর্নিশ।

২৪ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৭| ২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:১১

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

২৪ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.