নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
বলছি কি ?
কি বলবো তোমায় ?
আছি বেঁচে
হোক না কোমায় ।
বেশ আছি ঘুমের ঘোরে
হিংসা ঘৃনার সাথে লড়ে ।
ভাবছি কি ?
কি ভাববো বলো ?
ভাবতে ভাবতে জনম গেলো
তবু ভাবনার হয় না পুরা
ভাবনা আমার পাহাড় জোরা ।
দেখছি কি ?
কি দেখবো বলো ?
হয় না দেখা যা দেখার ছিলো
চোখের দেখাই যদি দেখা বলে
দেখছি বসে দিন কেমন চলে ।
শুনছি কি ?
কি আর শুনি ?
চতুর্দিকে হাজার গুনী
সবার কাছে আমি শুনি ।
বলছি শোন
এইবার থামো
দেখাও শোনাও ভাবাও কতো
সেই তুলনায় কি জানছো ততো?
১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩১
রানার ব্লগ বলেছেন: বুড়া হয়ে গেলাম ভাবনা দেবীর সাথেই কাটিয়ে দিলাম জীবন খানা ।
২| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৪
জুল ভার্ন বলেছেন: আমরা জানতে চাইনা, শিখতে চাইনা। আমরা জানাতে চাই, শিখাতে চাই- এটা হলো আমাদের নিচুস্তরের মানসিকতা।
১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩১
রানার ব্লগ বলেছেন: মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া । মানুষ নেয়ার থেকে দিতে পছন্দ করে ।
৩| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: শিরনাম না শিরোনাম হবে?
১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।
৪| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো হয়েছে।
১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।
৫| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আসলে জানা দরকার। আর জানতে হলে পড়তে হবে শুনতে হবে বেশি।
১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬
রানার ব্লগ বলেছেন: জানার ও পড়ার বিকল্প নাই। ধন্যবাদ।
৬| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪২
চারাগাছ বলেছেন:
আমাদের দেখা, ভাবা, বলা, শোনা সব কিছুই কোথাও বন্দী হয়ে আছে।
তাই যেটা দেখার কথা সেটা দেখছি না। এবং না দেখেই বলছি।
কবিতা ভালো লেগেছে।
১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৭
রানার ব্লগ বলেছেন: আমরা দিনে দিনে আঁতেল হয়ে যাচ্ছি।
৭| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে তবে বানাম বুল
১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৭
রানার ব্লগ বলেছেন: বানাম ঠিক করে নেব। ধন্যবাদ।
৮| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: নির্মম বাস্তবতা , খুব ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন
১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।
৯| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
সোনাগাজী বলেছেন:
আপনার 'র' ও 'ড়' সমস্যা আছে, মনে হয়।
১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৪
রানার ব্লগ বলেছেন: ঠিক করে দিয়েছি। ধন্যবাদ।
১০| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭
নেওয়াজ আলি বলেছেন: কি আর বলবো বলো, তোমার রূপের আগুনে পুড়ে ছাই।
১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৫
রানার ব্লগ বলেছেন: যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। পাইলেও পাইতে পারো মানিকো রতন।
১১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: আবার এলাম। দেখলাম। চলে গেলাম।
১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।
১২| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো কবিতাটা। স্টাইলটার মধ্যে নতুনত্ব আছে।
১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
ভাবতে ভাবতে জনম গেলো।