নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আজকাল তুমি বড্ড শাসন করো আমায়

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫০



আজকাল তুমি বড্ড শাসন করো আমায়
পান থেকে চুন খসে পরার সময়টুকু দাও না ।
এইতো সেদিন পাশের বাড়ির নতুন ভাবী কে
সম্ভাষণ জানাতে নিয়ম করে হাসি দেয়ায়
তোমার কথার ফল্গুধারার তিব্র বান
আমার কর্নযুগল এফোঁড় ওফোঁড় করে দিয়ে গেলো ।

নিয়ম করে বিকেলের রোঁদে বাড়ান্দায় চা পানের পর্ব খানা তো
কবেই তুলে দিয়েছো চারিত্রিক ত্রুটির দায়ে।
হালকা মিষ্টি রোঁদের মিহি তাপ পোহাতে পোহাতে
চায়ের কাপে চুমুক দিয়ে তোমার বাঁকা হাসির
অর্থ অনেক দিন আর খোঁজা হয় না ।

জোছনা দেখার জন্য চঞ্চলিত এই হৃদয় আমার
বাড়ির ছাদ খুজে নেয়
সেখানেও তোমার দৃষ্টি বানের প্রতিবন্দকতায়
বেচারী জোছনা আশ্রয় নেয় পাশের বাড়ির জানালায় ।

চাঁদ কিংবা অস্তমিত সুর্যের মিষ্টি আলো এখন আর
আমাকে খুজে নেয় না ।
তোমার তীক্ষ্ণ দৃষ্টি যেন আমার নিত্য সঙ্গী ।


মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৯

জুল ভার্ন বলেছেন: কবিতা লেখা যেমন সহজ নয়, তেমনি কবিতা সহজ বোধগম্যও নয়! কবিতা লিখতে এবং বুঝতে সেই রকমই মনও চাই... আমি আপন্র কবিতা সহজে বুঝতে পারি। খুব সুন্দর লিখেছেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! আমি নিজেই কঠিন কিছু বুঝি না !!

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:



আমি তোমার নাম জানিনা
দেখলে চিনি ।
এখন আমি কোথায়
গিয়ে খুঁজবো তোমায়?
খুঁজতে খুঁজতে কোথায় যাবো?
সিরামিকের গাছগাছালি
ইটের ঝাউবনের ভেতর
কোথায় আমি খুঁজবো তোমায়?
কোথায় তোমার সৌম সকাল, শান্ত
দূপুর ?
কোথায় তোমার মুখর বিকেল,
একাকী রাত?
খুঁজবো কোথায়- ঝরা পাতায়
সাজানো ঘাস
সন্ধা বেলায়? কোথায় খুঁজবো?
এই যে আমি খুঁজছি তোমায়- কিন্তু
কেন??

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৮

রানার ব্লগ বলেছেন: খুজছো তুমি নানান জায়গায়
কেনো খুজে পাচ্ছ না ?
যেথায় তোমার পাবার কথা
সেথায় কেনো খুজছো না ?

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


কবিতার ছড়াছড়ি,পোস্ট/কমেন্ট মিলিয়ে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৪

রানার ব্লগ বলেছেন: হা হা হা !!!

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কোথায় আমি খুঁজবো তোমায়?
কোথায় তোমার সৌম সকাল, শান্ত
দূপুর ?

ভালোবাসা আর দ্রোহের কবি রুদ্রের কি দারুন পংক্তি !

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৫

রানার ব্লগ বলেছেন: রুদ্র ও তাসলিমা দুইজন আমার প্রীয় কবির তালিকায় আছেন !!!

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তসলিমা নাসরিনের কবিতা বেশ ভালো লাগে।
আপনি মিনার মনসুরের কবিতা পড়েছেন। আমার কৈশোর তোলপাড় করেছিল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২২

রানার ব্লগ বলেছেন: আচ্ছা পড়বো !!! কারো কৈশোর যেহেতু তোলপাড় করেছিলো আমার মধ্যম নিশ্চই এলোমেলো করে দিতে পারে ।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনন্তের দিনরাত্রি বইটা হাতে পেয়েছিলাম কৈশোরে। জানিনা আপনার মধ্যম তোলপাড় হবে কিনা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫

রানার ব্লগ বলেছেন: আচ্ছা কিনে পড়বো !! অনলাইনে বই পড়তে মজা পাই না । কিনে পড়ার মজাই আলাদা, নতুন মলাট, নতুন বইয়ের গন্ধ, রঙ, আমাকে বেশ আচ্ছন্ন করে রাখে।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
ভাষা সুন্দর।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: যে শাসন করবে, সে যদি ভালোবাসে তাহলে সমস্যা নাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৫

রানার ব্লগ বলেছেন: হুম !!! তবে বেশি মাত্রার শাসন হজমে গণ্ডগোল করে !! B-)

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৪

অক্পটে বলেছেন: সুন্দর কবিতা সহজবোধ্য।
"তোমার তীক্ষ্ণ দৃষ্টি যেন আমার নিত্য সঙ্গী" বাস্তবেই সত্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
অন্যরকম কবিতা-ভিন্নরকম কবিতা

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৬

রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে ডাল ভিন্ন ভাবে খেলে ভালই আগে !! ধন্যবাদ !!

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: বাহ! ভালো তো। সমস্ত কবিতার একমাত্র উৎস হচ্ছে এই 'তুমি' ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০১

রানার ব্লগ বলেছেন: পৃথিবীর অধিকাংশ কবিতার উৎস তুমি।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

মিরোরডডল বলেছেন:




শাসন করে সে
আদর করে যে



০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৩

রানার ব্লগ বলেছেন: আদরের চেয়ে শাসন বেশি হলে কি করবেন?!

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

সোনাগাজী বলেছেন:



আপনি কি বাহির পানে চোখ মেলেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৪

রানার ব্লগ বলেছেন: সামনে আশাকরি মেলবো!!

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

মিরোরডডল বলেছেন:



লেখক বলেছেন: রুদ্র ও তাসলিমা দুইজন আমার প্রীয় কবির তালিকায় আছেন !!!

আমিও ওদের কবিতা পছন্দ করি।

লেখক বলেছেন: ধন্যবাদ !!! আমি নিজেই কঠিন কিছু বুঝি না !!

আমাদের রানাটা সামান্য পাগলা আছে।
পাগল মানুষ আমি ভালো পাই। :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৫

রানার ব্লগ বলেছেন: সামান্য পাগল!!?? আমি তো জানি পাগলামি তে পুরাই ঠাসা আমি!! ধন্যবাদ পাগলেরে ভালো পাওয়ার লাগি।

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৪

শেরজা তপন বলেছেন: বহুদিন বাদে কবিতার পোস্টে এত সরগরম!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১৭

রানার ব্লগ বলেছেন: ওই যে বললাম বসন্ত এলেই সবাই আড়মোড়া ভেংগে উঠবে এটা তারি লক্ষন।

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কবিতা ভালো লাগে। আরও লেখার চেষ্টা করবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১৮

রানার ব্লগ বলেছেন: শরীর টা ভালো না দ্বির্ঘ মেয়াদি রোগে আক্রান্ত। এতো বেশি এন্টিবায়োটিক খেতে হয় যে মন মেজাজ সব থাকে ফর্টি নাইন হয়ে। তারপরও চেষ্টা করি।

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: একবার আমার পেট খারাপ হয়।
আমি ওরস্যালাইন এবং রাইস স্যালাইন একেবারেই খেতে পারি না।
তখন আমার ভাবী আমার জন্য রাইস স্যালাইন তৈরি করলেন। আমি বললাম, মরে গেলেও আমি রাইস স্যালাইন খাবো না। তখন ভাবী আমাকে ধমক দিলেন। আমি রাইস স্যালাইন টুকু খেয়ে নিলাম। এবং উপকার পেলাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫

রানার ব্লগ বলেছেন: ভাগ্যিস খেলেন!!

১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৭

মিরোরডডল বলেছেন:


লেখক বলেছেন: আদরের চেয়ে শাসন বেশি হলে কি করবেন?!

শর্ত প্রযোজ্য।
৯০% আদর করলে ১০% শাসন করতে পারবে :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১২

রানার ব্লগ বলেছেন: হা হা হা, বেশিরভাগ সময়ে উল্টা হয়ে যায়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.