নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ও ফুল ওয়ালী

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৭



ও ফুল ওয়ালী, একটা ফুল দাও না
ওই লাল রঙের ফুলটা আমায় দাও
পয়সা নেই আমার কাছে
তুমি একটা নাও বিনিময়ে আমায় একটা দাও।

তোমায় আমি বেলি ফুলের মালা দেব
কামিনী ফুলের গন্ধ দেব
ঝুমকোলতার দুল পরিয়ে দেব
একটা লাল ফুল আমায় দাও।

আমার কাছে আকাশ আছে
দু চোখ ভড়া তারা আছে
মোন ভোলানো হাসি আছে
মুক্ত সতেজ হাওয়া আছে
ঘাসের ডগায় শিশির আছে
মেঘের বুক জলের ধারা? তাও আছে।

তোমার ঝাপির লাল ফুল খানা
আমায় দাও, আমি তোমায় আমায় দেব
তোমার পথের সাথি হবো।
তোমার হাতে কাচের চুড়ি হবো।
রিনিঝিনি গান শোনাবো
মেঘলা দিনে চুল উড়িয়ে হাওয়ার গায়ে পাখা মেলবো।
তোমার গানে গলা মেলাবো।
সাঝের বাতির আলো হবো।

ও ফুল ওয়ালী দেবে একটা লাল ফুল!?

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭

শাওন আহমাদ বলেছেন: বাহ্!

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। ফুলওয়ালী পটে যাবে নিশ্চিত।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৩

রানার ব্লগ বলেছেন: হা হা হা!!! ধন্যবাদ!

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫২

সোনাগাজী বলেছেন:



কতজন যে ফুল চায়!

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৬

রানার ব্লগ বলেছেন: সবাই কি পায়!!?? ধন্যবাদ।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতাটি চমৎকার হয়েছে। সহজ সরল সুন্দর কবিতায় + রইলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩

নেওয়াজ আলি বলেছেন: লেখার গভীরতাকে উপলব্ধি করার চেষ্টা করলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে টিএসসি আর রমনা পার্কে অনেক ছোট ছোট মেয়েকে ফুল বিক্রি করতে দেখেছি।
বিজয় স্মরনীতে রাস্তায় সিগনাল পড়লেই ছোট ছোট মেয়েরা দৌড়ে গাড়ির কাছে এসে অনুরোধ করে তার কাছ থেকে ফুল কিনতে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৩

রানার ব্লগ বলেছেন: হুম আমিও দেখেছি। কখনো কেনা হয় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.