নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
তুমি আমার ফুলকো লুঁচি
ফুলছো দিনে দিনে
লেবু জলে স্বাদ পাইনা
তাই স্বাদ মেটাচ্ছি ভটকা কিংবা জিনে ।
ওগো আমার বেগুন পোড়া
তেলে ভাজা মচমচ
গাজার পাতায় দম পাই না
তাই চাষ করেছি পপি কিংবা কসমস ।
তুমি আমার আলুর দম
মসলাদার ঝাল ঝাল
তোমার নেশায় ডুবে থাকি
রঙ্গিন বেসামাল ।
চায়ের জলে চাঁদ ভিজিয়ে
দিচ্ছি কামড় জোঁসনায় ।
হচ্ছি ভাঁজা, খাস্তা খাঁজা
তোমার রুপের রোসনায় ।
মিষ্টি গলার খিস্তি শুনে
লাগছে ভালো বেশ তা ।
হ্যা গো তুমি সেই তেলতেলে
খাস্তা লুঁচির নাস্তা ।
০৮ ই মে, ২০২৩ সকাল ১১:৫৪
রানার ব্লগ বলেছেন: উপায় নাই গোলাম হোসেন
২| ০৮ ই মে, ২০২৩ দুপুর ১২:০৯
আলমগীর সরকার লিটন বলেছেন: চম চম
সম সম
টম টম
কম কম
বম বম
দম দম
সবই এখন
মচমচ
কসমস!
০৮ ই মে, ২০২৩ দুপুর ১২:৩৯
রানার ব্লগ বলেছেন: ????
৩| ০৮ ই মে, ২০২৩ দুপুর ১২:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।
০৮ ই মে, ২০২৩ দুপুর ১:২৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !
৪| ০৮ ই মে, ২০২৩ দুপুর ১২:৫৯
কিরকুট বলেছেন: আজ কি ভাবীসাব নাস্তা না খাইয়ে বাজারে পাঠিয়ে দিয়েছে ?
০৮ ই মে, ২০২৩ দুপুর ১:২৮
রানার ব্লগ বলেছেন: ঘরের কথা পড়ে জানলো ক্যামনে ?
৫| ০৮ ই মে, ২০২৩ দুপুর ১:৪৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জিহ্বায় পানি চলে এলো
০৮ ই মে, ২০২৩ দুপুর ২:২১
রানার ব্লগ বলেছেন: খেয়ে ফেলুন ।
৬| ০৮ ই মে, ২০২৩ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে
০৮ ই মে, ২০২৩ বিকাল ৩:৪০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !
৭| ০৮ ই মে, ২০২৩ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৮ ই মে, ২০২৩ বিকাল ৩:৪০
রানার ব্লগ বলেছেন: ???
৮| ০৮ ই মে, ২০২৩ বিকাল ৩:৫১
শেরজা তপন বলেছেন: অবশেষে সে তেলতেলে খাস্তা লুচুর নাস্তা
প্রথমে বললেন যে, সে ফুলে হয়েছে বস্তা!!
কোত্থেকে কই গেল কবিতার গাড়ি- ভদকা, জ্বিন গাঁজা হেরোইন বেশ বেশ
০৮ ই মে, ২০২৩ বিকাল ৪:৩৬
রানার ব্লগ বলেছেন: হা হা হা !!
৯| ০৮ ই মে, ২০২৩ বিকাল ৪:৪২
মিরোরডডল বলেছেন:
লেখাটা ছবির খাবারটার মতোই অনেক মজাদার হয়েছে।
০৮ ই মে, ২০২৩ বিকাল ৪:৪৬
রানার ব্লগ বলেছেন: তাইলে বানিয়ে খাওয়ান । লুচি আলুর দম !!!
১০| ০৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভটকা কিংবা জিনের দাম এখন মেলা। গাজার মনে হয় দাম বাড়েনি। মাঝে মাঝেই শুনতে পাই বান্দরবানের গহীণে পপী চাষহচ্ছে।
০৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮
রানার ব্লগ বলেছেন: বান্দরবন থেকে কিছু নিয়া আসেন পপি কাচা মরিচ পিয়াজ দিয়া ভর্তা বানিয়ে খাই।
১১| ০৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:২০
কিরকুট বলেছেন: ঘরের নিরাপত্তা বৃদ্ধি করেন নতুবা দেখবেন ঘরের লোক চুরি হয়ে গেছে।
০৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৭
রানার ব্লগ বলেছেন: নিঃস্ব আমি দেবার কিছু নাই।
১২| ০৯ ই মে, ২০২৩ সকাল ১০:৫৭
শাওন আহমাদ বলেছেন: এমন সব মুখরোচক খাবারের সাথে ছাইপাঁশ মিলে-মিশে একাকার!
এদিকে ফুলকো লুচির ছবি দেখে আমার বেহাল দশা!
০৯ ই মে, ২০২৩ সকাল ১১:৪৩
রানার ব্লগ বলেছেন: ছাইপাঁশ ? এক পেগ ভডকার সাথে তেলে ভাজা অসাধারন । ধন্যবাদ !
১৩| ১০ ই মে, ২০২৩ ভোর ৬:০৮
সোহানী বলেছেন: হাহাহাহাহা....... তাই বলে লুচি একারনেই ভদকা ধরা ছাড়া উপায় নাই............
১০ ই মে, ২০২৩ সকাল ১০:৪৬
রানার ব্লগ বলেছেন: লুচি আমার প্রীয় জলখাবার !
১৪| ১১ ই মে, ২০২৩ সকাল ১১:৩৯
সোনালি কাবিন বলেছেন: হা হা হা । মজার ।
১৩ ই মে, ২০২৩ দুপুর ২:৫৯
রানার ব্লগ বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২৩ সকাল ১১:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
এসব খেয়ে পোস্ট লিখতে বসেছেন নাকি?