নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া টা বড্ড সহজ

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ২:২৩


তোমার শহরে হারিয়ে যাওয়া বড্ড সহজ।
হাজারো কানা গলি আর চিপা রাস্তার ফাঁকে ফাঁকে
অজস্র মুখের ভিড়ে নিজেকে নিজেই খুজে পাওয়া
যেখানে কঠিনতরো কাজের সামিল, সেখানে
হারিয়ে যাবার মতো তুচ্ছ একটা ঘটনা ঘটানো
কেবলি ছেলের হাতের মোয়ার মতন।

একদিন জেনো এই মোয়ার মতন কাজটাই
ঠিকঠাক করে ফেলবো নিজেকে চমকে দেবার জন্য।
নজরুলের মতন করে হয়তো বলা হবে না,
বুঝবে সেদিন বুজবে, যেদিন আমি হারিয়ে যাবো অস্তপারে
সেদিন আমায় খুজবে। কিংবা রবীর মতন সুর তুলবো না,
কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা।

যেখানে হারিয়ে যাওয়া টা বড্ড সহজ, সেইখানে
এইসব আদিখ্যেতা না দেখানোই ভালো।
অকারন লোক হাসানোর মতন কিছু হবে।
তার থেকে এই ঢের ভালো চুপ করে পালিয়ে যাওয়া।
নিরবে নিভৃতিতে নিশ্চুপ নিরালায়।
একাকি, একান্ত নিজের মত করে চক্ষু সিমার আড়াল হওয়া।

এই ভালো, দশজন কে জানিয়ে বুঝিয়ে, হৈ হল্লা হড্ডগোলের
মঞ্চ সাজিয়ে, বিদায় সম্ভাষণের বানী শুনে এবং শুনিয়ে
আয়োজন করে হারিয়ে যাবার ঢং সং রংগো করে আর যাই হোক
হারানো যায় না। কেউ হারাতে পারে না।

হারাতে হয় নীরবে। ডাইনোসরের মতো সকল অস্তিত্ব মুহুর্তে
অস্তিত্বহীন করে, চোখের পলকে আলোর গতিতে নিশ্চিহ্ন হয়ে যাওয়া।
তবেই না হারাবার সুখ।

হারাই তবে?! তোমাকে নয় নিজেকে তোমার কাছ থেকে।

মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বানান এত ভুল :(

সুন্দর হয়েছে

১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

রানার ব্লগ বলেছেন: ঘুম ভেঙ্গে মধ্য রাতের কাব্য চর্চায় ভুল না থাকাটাই অস্বাভাবিক ।

২| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

বাকপ্রবাস বলেছেন: গম

১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

রানার ব্লগ বলেছেন: আচ্ছা !!!

৩| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!

৪| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৮

মিরোরডডল বলেছেন:




হারাই তবে?! তোমাকে নয় নিজেকে তোমার কাছ থেকে।

মন খারাপ করে দেয় এমন একটা লেখা, সেকারনেই ভালো লেগেছে।

অনেকদিন পর রানার লেখা পেলাম।


১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

রানার ব্লগ বলেছেন: একটা গল্প লেখার চেষ্টায় আছি তাই কবতাই মন দিতে পারছি না। গতকাল মধ্যরাতে কি মনে করে কবি সাহেব জেগে উঠে এই জিনিস রেখে চলে গেছে। যেভাবেই হোক ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো ।

৫| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

রানার ব্লগ বলেছেন: সহজ ভাষায় প্রশংসা করার জন্য আন্তরিক ধন্যবাদ !

৬| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪

বিজন রয় বলেছেন: কবিতা ভাল লেগেছে।
বিষয়, চিত্র, উপস্থাপনা ভাল লেগেছে।

১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! আপনার প্রশংসা পাওয়াটা বেশ আনন্দদায়ক ।

৭| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭

মনিরা সুলতানা বলেছেন: যেখানে হারিয়ে যাওয়া টা বড্ড সহজ, সেইখানে
এইসব আদিখ্যেতা না দেখানোই ভালো।
অকারন লোক হাসানোর মতন কিছু হবে।
তার থেকে এই ঢের ভালো চুপ করে পালিয়ে যাওয়া।
নিরবে নিভৃতিতে নিশ্চুপ নিরালায়।
একাকি, একান্ত নিজের মত করে চক্ষু সিমার আড়াল হওয়া।


বেশ ভাবনা !!! লেখায় ভালোলাগা।

১৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

রানার ব্লগ বলেছেন: পনার লেখা টা অনব্দ্য হয়েছে। আপনার কবিতাগুলো পড়লে একধরনের আরাম বোধ হয় ।

৮| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার, মনে মনে।
-----------------------------------------------------------
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর


১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৮

রানার ব্লগ বলেছেন: পথ হারাব বলেই এবার পথে নেমেছি
সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি ।
-হেমন্ত (কন্ঠ)

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:১৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাবটা ভীষণ সুন্দর। বানানের দিকে একটু যত্নবান হলে পড়ে বেশ আরাম পাওয়া যাবে।

অসামান্য ভাল থাকবেন।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! আপনি ও ভাল থাকুন রাজশ্রী !

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৭

জুন বলেছেন: হারিয়ে যাওয়াটা ভালো না। আমি ছোট বেলায় মেলা থেকে ফেরার সময় আব্বা মনে করে এক ভদ্রলোকের হাত ধরে সীতাকুণ্ড পাহাড়ের দিকে অনেক দূর চলে গিয়েছিলাম। সাথে আরও লোক ছিল, সেই পথ আর লোকটার গলা শুনে আমি তাড়াতাড়ি হাত ছেড়ে মুখের দিকে তাকিয়ে দেখি এক অপরিচিত। মুহুর্তে ঘুরেই অনেক দূর আমাদের বাসায় আসতে আসতে ঘন অন্ধকারে হারিয়ে যাওয়ার ভয়ে আমার শরীর হিম হয়ে গিয়েছিল। তাই বলছি রানার ব্লগ হারিয়ে যাওয়া ভালো না।
+

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫১

রানার ব্লগ বলেছেন: কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মান ! মনে মনে ! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.