নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তাহাদের কাছে

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৫



অতঃপর, আবার ফিরে এলাম , সেই চেনা পথ ধরে।
যেখানে তোমার নুপুর নিক্কন, হৃদয় মন্দিরে
পাগলা ঘণ্টি বাজিয়েছিলো ।
যেথায় মেঘ আবিরের মাখামাখিতে রাঙিয়ে ছিলো
নীল আকাশের ক্যানভাস ।

যাহাদের ছুয়ে প্রতিজ্ঞার বানী ছুড়েছিল, উর্ধপানে ।
তাহাদের কাছে জিজ্ঞাসার লাগি , ফিরে এলাম সন্তর্পণে ।
রমনার খোলা প্রান্তর বয়ে যাওয়া বাতসের শপথ নিয়ে
ছেলে খেলার বেলায় ফিরে এলাম ।
ফিরে এলাম আমাদের উত্তাপে বিবর্ন হওয় ঘাস ফুলের কাছে ,
কুঞ্চিত চাঁদর, এলোমেলো বিছানা, আধেক টানা খিড়কির কাছে ।

আমি উত্তরের কাছে প্রশ্ন খুঁজেছি,
প্রশ্নের কাছে উত্তর , নির্বাক সকলে, কারো নেই জানা
চেনা হয়ে সবাই কেমন অজানা, অচেনা ।

তাহারপর,
ফিরে গেলাম ক্লান্তির কাছে, পরাজিত সৈন্যের রুপে ।
শহর ভর্তি শব্দ দুষনের মাঝে নিঃশব্দতার জলাশয়য়ে
দক্ষ ডুবুরীর মতো ডুবে গেলাম শীতল নিঃশব্দতায় ।

মন্তব্য ২৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১১

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!

১১ ই মার্চ, ২০২৪ রাত ১২:৫৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

২| ১০ ই মার্চ, ২০২৪ রাত ১০:৩৮

মিরোরডডল বলেছেন:




রানার লেখা ইউজ্যালি এর চেয়ে অনেক ভালো হয়।
আজ মোটামুটি হয়েছে।

আবারও সেরকম লেখা নিয়ে আসবে।
অনেকদিন হলো হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প লেখে না।


১১ ই মার্চ, ২০২৪ রাত ১২:৫৬

রানার ব্লগ বলেছেন: গল্প লিখছি। অল্প দিনের মধ্যেই দেব। ধন্যবাদ।

৩| ১০ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: নারা ভাই বই মেলায় আপনার যে বইটি বের হইসে ঐটা কেমনে পাব?

১১ ই মার্চ, ২০২৪ রাত ১২:৫৭

রানার ব্লগ বলেছেন: Click This Link

৪| ১১ ই মার্চ, ২০২৪ সকাল ১১:১৮

এম ডি মুসা বলেছেন: ভালো ছিল, লেখা।

১১ ই মার্চ, ২০২৪ সকাল ১১:২৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই মার্চ, ২০২৪ সকাল ১১:১৯

এম ডি মুসা বলেছেন: শব্দ গাঁথুনি চমৎকার। তবে ছন্দ আমার বেশ ভালোই লাগে।

১১ ই মার্চ, ২০২৪ সকাল ১১:২৭

রানার ব্লগ বলেছেন: ছন্দ সবার ভালো লাগে । ধন্যবাদ। আমি আবার জীবন বাবুর ভক্ত ।

৬| ১১ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৭| ১১ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৯

মায়াস্পর্শ বলেছেন: তৃতীয় স্তবক, অনেক সুন্দর লেগেছে। B-)

১২ ই মার্চ, ২০২৪ ভোর ৫:০৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৮| ১১ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২০

মিথমেকার বলেছেন: কবিতা সুন্দর সাবলীল হয়েছে।

"শহর ভর্তি শব্দ দূষণের মাঝে নিঃশব্দতার জলাশয়ে"
এই পঙ্‌ক্তিটি একটু বেশিই সুন্দর লাগল!

১২ ই মার্চ, ২০২৪ ভোর ৫:০৭

রানার ব্লগ বলেছেন: প্রচন্ড শব্দের মাঝেও নিঃশব্দ থাকা যায়, চেষ্টা করে দেখতে পারেন৷

ধন্যবাদ

৯| ১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৫ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১০| ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





মানুষ টাকা কামানোর কত ফন্দিফিকের বের করে ফেলেছে।
এক সময় পুরনো ঢাকায় লোহার ফুল কাঠের ফুল ও দয়াগঞ্জের ব্রিজের উপরে রিক্সা ধাক্কা দিয়ে মানুষ এক টাকা করে ইনকাম করতো সেটা ১৯ ৯০ সালের পরে বোথায় বন্ধ হয়ে গেছে।

১১| ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার একটি কবিতা। প্রতিটি স্তবকের শেষের দুটো করে লাইন বেশি ভালো লেগেছে। + +

০৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!

১২| ০৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:২১

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: গল্প লিখছি। অল্প দিনের মধ্যেই দেব। ধন্যবাদ।

নিয়ারলি এক মাস, এখনও লেখা শেষ হয়নি?



০৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:২৪

রানার ব্লগ বলেছেন: আলসেমি !!! :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.