নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ওগো আমার কাজল কেশী

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৮




আমার তখন উনিশ-কুড়ি,
তুমি পঁচিশ মোটে,
তোমার কাজল কেশে ঘোড়ে,
চোখে পলাশ ফোটে।

ওগো, আমার সন্ধ্যাতারার আলো,
কী দিয়ে বাসি তোমায়,
বলতে পারো ভালো?!
কোন ইশারায় ডাকি তোমায় কাছে?
চুপিচুপি চোখের ভাষায়,
যেন লোকে না দেখে পাছে।

ওগো, মিষ্টি রোদের ছায়া,
ডুবছি আমি, ভাসছি আমি,
মাখছি গায়ে ডাগর চোখের মায়া।
হাসছ যখন নিচ্ছে কিনে
বুকের বিঘা জমিন।
সাদা-কালো জীবনটাকে
দিচ্ছি করে রঙিন।

তোমার প্রেমে মত্ত আমি,
স্বত্ব করে দান,
আউল-বাউল পথিক সাজি,
গলায় প্রেমের গান।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর প্রেম কাব্য

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:২৪

রানার ব্লগ বলেছেন: মনের মধ্যে প্রেম ভাব জাগানোর চেষ্টা করছি ।

২| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই ভালো। তাহলে আমরা নতুন কবিতা পাবো

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:৪০

রানার ব্লগ বলেছেন: আরে আপনাদের সামনে আমি তো তুচ্ছ । তারপরেও চেষ্টা করতে দোষ নাই ।

৩| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রেম কাব্য ++

০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৬

রানার ব্লগ বলেছেন: হু , যদিও আমি প্রেম পরি নাই !!

এই সময়ে প্রেম টা ঠিক আসে না
প্রেম জোয়ারে মন তেমন ভাসে না ।

৪| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৮:২০

মনিরা সুলতানা বলেছেন: বেশতো !

০২ রা জুলাই, ২০২৪ দুপুর ১:১৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৫| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৮:৫৯

এম ডি মুসা বলেছেন: সুন্দর হয়ছে ভাই । বর্ষার দিনে কবিতাকি বিনে
কেউকি থাকিতে চায়,
চারদিকে সুর ঝরে ঝুর ঝুর
কোথায় এমন হায়।
কলমি লতার ভেজা শরীরের
চুপচাপ ঝরে জল,
কোথায় আমার দুর্বা ঘাসের
নতুন মিছিল বল<

০২ রা জুলাই, ২০২৪ দুপুর ১:১৯

রানার ব্লগ বলেছেন: আহা !! ধন্যবাদ !!

৬| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
পছন্দ হয়েছে।


ওগো আমার সন্ধ্যাতারার আলো,
কি দিয়ে বাসি তোমায় ভালো?!

০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.