![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
এই যে বললাম, আমি ভালো আছি।
আমি কিন্তু ভালো নেই। প্রচন্ড খরায় কাটছে সময়।
গ্রিষ্মের তাপে বাষ্পীভূত হৃদয় নামক বস্তুটি।
এখানে ফাগুন আসে না সেই অযুত সহস্রাব্দ থেকে।
মেঘ করে আধার নামে না,
বৃষ্টির ফোটা আকে না কপালে।
পূর্ণিমায় দুয়ার খুলে চেয়ে থাকি,
রুপালি আলোয় ধুয়ে যায় নিঃশব্দতা।
জোছনারা খেলা করে মায়ার উঠনে।
আঁধারের ওপারে জেগে থাকে জ্বলন্ত চোখ
পাহারায় নিয়োজিত নিঃশব্দ হিংস্রতায়,
বিভিষিকা নিয়ে ছুটে আসে আতঙ্কের ছায়া।
মেঘের আঁচলে বেয়ে নামে নিস্তব্ধ ভোর,
উত্তরের হাওয়ায় বাজে নুপুরের ছন্দ।
ভাঙা আয়নায় এখন শুধু নিজের আধেক ছায়া দেখি
ওখানে ফোটে না তোমার মুখ।
তোমার নিভৃতে পালিয়ে যাওয়ার বেলায় ,
সময় মাত্র হামাগুড়ি দিতে শিখেছিল , এখন সে হাঁটে।
তারপর, দৌড়ে পালিয়ে যাবে দিগন্তে।
আমি ভালো নেই, কারন আমার ভেতরের
তুমি টা যে আর তুমি নেই।
খুজছি, তুমি পেলে জানিও।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৬
সোহানী বলেছেন: বাহ্....
ছবি কবিতা অসাধারন। নিজেকে খুঁজে পাওয়ার অদম্য চেস্টা।