নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

প্রস্থানের ভেতর দাঁড়িয়ে

১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১১




আমার ভেতরে নদীটা শুকিয়ে গেছে,
তবুও কাদামাটির গন্ধে আমি পাই ।
বাতাসে উড়ে যাওয়া পাতার শব্দ শুনে
মনে হয় আমিও একদিন উড়ে যাবো,
তবে অচেনা কোন পথে নয়।

আমার হাতে ঘড়ি নেই,
সময় নিজেই আমার চারপাশে ঘুরে বেড়ায়
জ্বলজ্বলে সুর্যের মতো,
যেখানে আমি আর তুমি
মুখোমুখি দাঁড়িয়ে থাকি,
কোনো রকম প্রশ্ন ছাড়াই।

আমি জানি,
শেষ রাতের আগে আকাশ লাজে লাল হয়,
যেমন বাসর বেলায় প্রথম মুখ দর্শন।
আমি সেই রঙে হাত ডুবোই,
কোনো কিছু আঁকার জন্য নয়,
ভোরের আকাশ কে রাঙিয়ে দেয়ার জন্য।

আমার দরজা খোলাই থাকে,
কেউ আসুক বা না আসুক।
আগমনের চেয়ে প্রস্থানই
আমাকে বেশি শিখিয়েছে,
কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়
একটি মৃত ঘরের মাঝখানে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৯

বিজন রয় বলেছেন: অনেক ভালো একটি কবিতা পোস্ট করেছেন। প্রত্যেকটি প্যারায় দর্শন, জীবন এবং অনুভূতি।

১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য । আশাকরি এমন আরো পোস্ট করবো , যদি সুস্থ থাকি ।

২| ১৩ ই আগস্ট, ২০২৫ রাত ১:৫৩

লোকমানুষ বলেছেন: কবিতাটি ভালো লেগেছে এর ম্লান-মধুর রঙ, এর নীরবতা আর গভীরতার জন্য, যা শেষ হলেও শেষ হয় না।

১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫০

রানার ব্লগ বলেছেন: বাহ ! কবিতার থেকে মন্তব্য বেশি আকর্ষনীয় লাগছে । ধন্যবাদ !!!!

৩| ১৩ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫০

রানার ব্লগ বলেছেন: আপনাকে ধন্যবাদ !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.