![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
শহরের আলো নিভে গেলে
আমি হেঁটে যাই নির্জনতায়
যেখানে রাত ঝুঁকে পড়ে
পরিশ্রান্ত, ক্লান্ত দেহের মতো।
দূরে নক্ষত্রেরা জ্বলে ওঠে যেন
নিযুত অচেনা ভাসমান প্রদীপ,
জলধার নেই, তবু শোনা যায়
জলের দীর্ঘশ্বাস।
বন্ধুরা ডেকে যায়,
আমি বলি না,
আমি কোথাও যাবো না,
নিঃশব্দতার জালে বন্দী আমি,
অদৃশ্য সুতর মতো।
আমার বুকের ভেতর ঘুর্নায়মান পৃথিবী,
আমি দাঁড়িয়ে আছি,
কেবল একজন মানুষ,
যার চোখে ভেসে ওঠে
হঠাৎ হারিয়ে যাওয়া
কোন নারীর ব্যবচ্ছেদ শরীর।
রাত বাড়ে।
আমার চারপাশে জমে ওঠে অন্ধকার,
আমি বুঝি,
এখানেই লুকিয়ে আছে
সকল প্রশ্নের নিরুত্তরের উত্তর
২২ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪৮
রানার ব্লগ বলেছেন: পাওয়া গেলে গল্পের বই পাওয়া যাবে। কবিতার না। ধন্যবাদ। শরীর খুব খারাপ। বাচি আগে।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২৮
শায়মা বলেছেন: হুম বুঝতে পারছি এবারে কবিতার বই পাওয়া যাবে!!!