নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

পরিযায়ী সিক্ত প্রেম

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৪

আজকাল আমার লেখা কবিতা গুলো আমার মতোই উদ্দেশ্য হীন ভাবে সমন্তরাল গতি তে চলছে। নেই কোন উত্তেজনা নেই কোন অসম্ভব প্রেমের গুঞ্জন, কেবলি হতাসা। কিবোর্ড এ আংগুল ছোয়াই বিস্তার প্রেম্রের এক কালঘুম ছুটিয়ে দেয়া কবিতা লিখবো বলে, হয় না। ওটা সেই ব্যার্থ হকারের মতো রাস্তায় রাস্তায় দিশাহীন ঘুরে বেড়ায়। এমনি একটা কবিতা লিখলাম, যার শুরু হয়েছে প্রেম প্রকাশে শেষ সেই গিসাপিটা দেবদাসের কীর্তন।



আমার ভালোবাসা, আষাঢ়ের বরষার মতন অবিরাম ঝরে।
দু চোখ বোজা ঝিরিঝিরি শব্দের মতন অতৃপ্ত অবুঝ আমার প্রেম।

তুমি যদি থাক দূর, তবু তোমার গায়ের সুবাসে সুবাসিত থাকে এই শহর,
তুমি না এলে কলাপাতার পাতায় জমে ওঠা শিশিরে ধুয়ে যায় আমার চোখ।

ডুবে যাওয়া ঝিলের জলে আবেগে কাপতে থাকা অবুজ আমি,
সবুজ কলমিলতায় পাতি সিক্ত শয্যা,
মেঘদুতেরা মুড়িয়ে নেয় , জলের চাদরে,
প্রস্তুতি নেয় শেষ যাত্রার।

তখন তোমার মুখখানি,
হঠাৎ আষাঢ়ের জলে ভিজে ওঠা ধানক্ষেতে
ফড়িংয়ের ডানায় দুলে ওঠা রৌদ্রের মতো ভেসে আসে।

তুমি দূরে আছ,
তবু এই ঝর, এই জল, এই বৃষ্টি,
আমার বুকের ভেতরকার চিরক্লান্ত শিরায়
তোমার নামের অক্ষর নবান্নের বীজতলায় বুনে দেয়।

কোনো এক অজানা পরিযায়ী পাখির মতো
আমি বারবার ফিরে আসি তোমার ছায়াতলে
যেখানে শীতল শিশির জমে থাকে অনন্তকাল,
যেখানে প্রেম একদিকে অগ্নিশিখা,
অন্যদিকে নিস্তব্ধতার জলে ভেজা জ্যোৎস্না।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:০৬

লোকমানুষ বলেছেন: সুন্দর!
আষাঢ়ের স্নিগ্ধতা, প্রিয়জনের সুবাস আর চিরন্তন অপেক্ষার এই চিত্রকল্প মন ছুঁয়ে গেল।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৮

রানার ব্লগ বলেছেন: পাঠকের মন ছুতে পারলেই কবিতা স্বার্থক। ধন্যবাদ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৭

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর কবিতা পড়ে ভালো লাগলো

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৯

রানার ব্লগ বলেছেন: আপনার ভালো লাগায় আমি আরাম বোধ করছি। ধন্যবাদ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৫

অপ্‌সরা বলেছেন: দূরে আছ তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিড় এই পরিচয় ......


:)

আহা প্রেমময় কাব্য! :)

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩০

রানার ব্লগ বলেছেন: বিশ্ব জোড়া প্রেম। আহা! প্রেম!

ধন্যবাদ

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
তবে কবিতার পাঠক কমতে কমতে তলানীতে এসে ঠেকেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩১

রানার ব্লগ বলেছেন: সবাই কবিতা খোজে না, বোঝে না। মানু ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছে।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৩

বিজন রয় বলেছেন: আগের চেয়ে এখন আপনার কবিতাগুলো ভালো হয়, ভালো লাগে।

লিখুন, লিখতে থাকুন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩১

রানার ব্লগ বলেছেন: আগের অনেক কবিতা আছে যা আমাকে আনন্দ দেয়। ধন্যবাদ।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৪

বিজন রয় বলেছেন: পরিযায়ী সিক্ত প্রেম............. শিরোণামটি ভালো লাগেনি।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩২

রানার ব্লগ বলেছেন: আমারো তেমন জুতসই লাগে নাই। আপনি চেষ্টা করে দেখুন। আমি বরাবর লিখে তার শিরোনাম হাতরাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.