নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

অসুখের বাজার

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩১

আমার শহরে অসুখ বিক্রি হয়,
নানান রঙের, নানান ঢংয়ের অসুখ।
শুধু শরীরের নয়,
মনের, আত্মার, সমাজের।

এই শহরে সব ধরা করা হাসি,
ভেজাল মেশানো প্রেম,
ভালোবাসা নিলামে ওঠে,
টাকার বাটখারায় মানুষ মেপে।

অসুখের বাজারে,
হতাশা বিকোয় চড়া দামে
মিথ্যেগুলো বড্ড লোভনীয় ,
আর ভিড় জমে সেখানে,
যেখানে বিবেক সস্তায় নষ্ট হয়।

এই শহরে মানুষ বাঁচে না,
কেবল,
এক অসুখ থেকে আরেক অসুখে পা বাড়ায়।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

শেরজা তপন বলেছেন: হতাশা 'বিকোয়'
আর 'মিথ্যেগুলো' হবে কি?

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ। ঠিক করে দেয়া হয়েছে।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৫

রাইসুল সাগর বলেছেন: বাহ দারুন কবিতা। ভালো লাগা নিবেন কবি।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০২

রানার ব্লগ বলেছেন: কবিতা পড়ুন। কবি ও কবিতার পাশে থাকুন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.