![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আজ সারাদিন অজান্তেই তোমায় খুঁজেছি,
চায়ের কাপের ধোঁয়ায়, জানালার আলোয়,
পাহাড়ের ছায়ায়, সমুদ্রের ফেনায়,
ভেজা ঘাসের গন্ধে,
যেখানে ছুঁয়েছি, মনে হয়েছে তুমি আছো,
চুপচাপ, ঠিক পাশে।
তুমি মানে শুধু তুমি না,
তুমি মানে একটা সময়,
একটা নিঃশব্দ অনুভূতি,
যেখানে ক্লান্তি এসে বিশ্রাম খূজে নেয়।
আজ সারাদিন তুমি ছিলে
বৃষ্টির ঘ্রাণে, ঘাসফুলের হাসিতে,
সুনীলের কবিতার অসমাপ্ত লাইনে
অনুভবহীন ছোঁয়া হয়ে,
নীরব ভালোবাসায়।
আজ সারাদিন আমি তোমায় ডেকেছি,
নীরব আর্তির মতো।
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৪
রানার ব্লগ বলেছেন: বলা যাবে না
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:০৭
আরোগ্য বলেছেন: বাস্তব জীবনে স্রষ্টা ব্যতিত অন্য কোন "তুমি" সময়মত পাশে পাওয়া যায় না। এই "তুমি" কেবল ভাবনার জগতেই সীমাবদ্ধ।
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৫
রানার ব্লগ বলেছেন: আচ্ছা
৩| ০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:১২
জিনাত নাজিয়া বলেছেন: নিখুঁত প্রেমের কবিতা, কিন্তু যার জন্য এতো বিরহ সেকি ব্যাপার টা বুঝবে? সুন্দর কবিতা।
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৬
রানার ব্লগ বলেছেন: বুঝলে বুঝবে, না বুঝলে নাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:০৫
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: জাস্ট কবিতা নাকি আসলেই প্রেমে পড়েছেন?