![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেবল একজন ক্ষুদ্র পাঠক,তার মাঝে থেকে একটু লেখার চেষ্টা করি.......
উল্টাপাল্টা মেকআপ মেখে মেয়েগুলা সাজে
তারপরেও ভাল্লাগেনা দেখতে লাগে বাজে।
এইসব করে কি লাভ পায় ওরা আসেই বা কোন কাজে?
এই কথাটি ভাবতেই যেন রাগ উঠে যায় লাজে।
আটা ময়দা মেখে হাটে কালো কুৎসিত মেয়ে
তাই দেখে পোলাপাইন থাকে ডাশের মতো চেয়ে।
হঠাৎ একদিন পোলাপাইনে প্রপোজ করে মেয়ের কাছে যাইয়া,
মেয়ে তখন বাচ্চাদের মতোই ন্যাকা সেজে ডাকে ওদের ভাইয়া।
ব্যর্থকণ্ঠে বলে ওরা মেয়েটা রাজি হলে করতাম সবাই ফূর্তি,
রাজি না হওয়ারও কারন আছে ওর লাভার লিষ্ট তো ভর্তি।
তারপর একজনে বলে লক্ষ্য করে দেখছো নাকি দোস
ধুর থেকে মনে হচ্ছিলো মালটা হবে অসাম নয়তো জোশ।
মেয়ে তো ভাই রোগা পাতলা পাছায় নাই যার গোশ
তবু শালীর ভাবটা দেখছো ধরছে সানি লিওনের পোচ।
আবার যে মেয়েরা মেকাপ মেখে দাড়ায় রাস্তার মোড়ায়
হেলেদুলে হাটতে ফিরতে হাতে উড়না ঘুরায়,
খোজ নিয়ে দেখবেন ওদের ফ্যামিলিতে নুন আনতে পান্তা ফুরায়।
মেকাপ মাখো ভালো কথা শুধু সাবধানে থেকো,
নিয়মিত সকাল বিকাল মেকাপের সাথে ফেয়ার & লাভলী মেখো।
তোমার বয়ফ্রেন্ডরা যদি দেখে তোমায় উইদ আউট মেক-আপ,
তাহলে কিন্তু সব ফাঁস হবে আর ঘটে যাবে অনাকাঙ্খিত ব্রেক-আপ....!
প্রিয় পাঠক লেখাটি কেমন লাগলো বলিয়াই কবি এখানেই নিরব....?
©somewhere in net ltd.