নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উত্তম এক কালের উপেক্ষা........

অপেক্ষিত

আমি কেবল একজন ক্ষুদ্র পাঠক,তার মাঝে থেকে একটু লেখার চেষ্টা করি.......

অপেক্ষিত › বিস্তারিত পোস্টঃ

লেখাটি শব্দের নান্দনিকতায়,লুকোচুরি,অতি উন্নত-মানের সাহিত্যের ভান্ডারে সিক্ত পরিপূর্ণ একটি শিল্পকর্ম,...!! -----------------------------------------------------------

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৪

হুমায়ুনের কল্পনার মত আমার কোন ময়ূরাক্ষী নদী নেইকো।
আছে ছোট্ট একটা স্বচ্ছ
জলের পুকুর।
এপারে হিজল তলে বাঁশের ছিলায় ঘাট বাধানো।ওপারে বুঁনো ফুলের উগ্র মাতালে গন্ধ।
আছে কচি ঘাস আর তাতে আগা ভর্তি কুচরে হলুদ সাদা ঘাসফুল।
আমার কল্পনার পৃথিবীর এটাই সব থেকে সুন্দর
জায়গা।

দিনের বেলা সোনা পালকের
হাঁস সাতার কাটে আর রাতে চাঁদ থেকে
নেমে এসে জ্যোৎস্না,,-স্নাত হয় আমার পুকুরে। আজ চাঁদনী রাতে জোৎস্না গলে গলে পড়ছে মোমের মত।
চেয়েছিলাম তোমার সাথে জোৎস্না মেখে হিজল তলে বাঁশের সাঁকোয় বসে ছোট্ট পুকুরের স্বচ্ছ জলে সারা রাত পা ডুবিয়ে পরিশুদ্ধ হবো।
কষ্ট মিশিয়ে দেবো অন্ধকারে।
হাসিঁ কুড়াবো তারাঁদের কাছ হতে।
জোনাঁকিদের সাজানো বাসরে সুখ পায়রার খোপে বাসা বাধবো দুজন মিলে,..!!

তুমি আমার আঁকুতি বুঝেও ডুব দিয়ে রইলে পানি-কামড়ির রূপে.....!!
ডাকবোনা আর কখনোই.........
আসবোনা আর তোমার কাছাকাছি,ভেবোনা মিছে কখনো আমি আছি,ছিলেম কখনো.......!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.