নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুষুপ্ত পাঠক

লেখক

সুষুপ্ত পাঠক › বিস্তারিত পোস্টঃ

তারপরও ব্লগিং করবেন?

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

এরশাদ সাহেব জীবনে অনেক পীরের মুরিদ হয়েছেন। অনেক হুজুরের দোয়া নিয়েছেন মাথা কাঁত করে। কপ্টার শফির দোয়া নেয়া তাই এরশাদ সাহেবের জন্য কোন নিউজ না। আলেম-ওলামাদের ১৩ দফার প্রতি তার সমর্থনও তার চরিত্রর সঙ্গে খাপে খাপ মিলে যায়। কাজেই এটা হওয়াই খুব স্বাভাবিক ছিল। এরকম চরিত্রের লোকরাই ১৩ দফার সবচেয়ে বড় সমর্থক হয়। কপ্টার শফি এরশাদের জন্য লম্বা দোয়া করেছেন। ভবিষ্যতে তিনি মদিনা সনদের স্বপ্ন দেখানোঅলাদের জন্যও লম্বা দোয়া করবেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ইসলামও রাজনীতির বাইরে কিছু না। ইসলামেও তাই শেষ কথা বলে কিছু নেই।



কপ্টার শফির দোয়া নিয়ে এরশাদ এবার ধারনা করি পার্লামেন্টে গিয়ে অপজিশনে বসবে। হাসিনা মদিনা সনদ করবে তাহলে কার সঙ্গে? মদিনার ইহুদী-খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের নবী মুহাম্মদের সঙ্গে চুক্তি হয়েছিল। হাসিনাও শফি বাবুনাগনরীদের সঙ্গে চুক্তি করবে ১৩ দফা অনুসরণ করার জন্য। এরকম মনে করার যথেষ্ট কারণ আছে। এরশাদের শফির দোয়া নিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা আর হেফাজতের হঠাৎ ইস্তেকাফের অংক মিলে না যে। বাকী থাকে বিএনপি জামাত। বিএনপি আপাতত সেফহোমে। ছেলের রায়ে খুশি হয়ে নির্বাচনে যেতেও পারে খালেদা। সেক্ষেত্রে গেইম প্লান কিছুটা চেঞ্জ হতে পারে। বিএনপি প্রধান বিরোধীদল, এরশাদ আবার মহাজোটে। বোতলের লেবেল শুধু পাল্টে যাবে ভেতরের মাল একই থাকবে। আর জামাত সম্ভবত বুড়ো রাজাকার আল বদরগুলোর মায়া কাটাতে এখন প্রস্তুত। আপাতত নিষিদ্ধ-টিসিদ্ধর হাত থেকে বাঁচতে পারলে তারা আর কিছু চায় না। আমেরিকা এসে সেই অভয় দিয়ে গেছে কিনা শীঘ্রই জানা যাবে। তবে সবচেয়ে ভাল অবস্থানে থাকবে হেফাজত। দেশ চালাতে হলে ১৩ দফাকে সবার মাথায় রাখতেই হবে। ১৩ দফার সবগুলো বাস্তবায়ন করতে না পরলেও দফাগুলো কিছু কিছু বাস্তবায়ন করে মোল্লাদের খুশি রাখতে হবে। বাংলাদেশে মোল্লারা এক ফ্যাক্ট। অদূর ভবিষ্যতে মোল্লারা রাষ্ট্র ও প্রসাশনে, সেনাবাহিনীতে সর্বচ্চ প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। তখন “সর্বচ্চ শরীয়া পরিষদ” টাইপের কিছু খাড়া করতে পারলে তারপর বাংলাদেশের গায়ের উপর বড় করে সেঁটে দেন “গণপ্রজাতন্ত্র” “ধর্মনিরপেক্ষতা” “সমাজতন্ত্র”- মোল্লাদের তাতে কিচ্ছু যায় আসে না।



আওয়ামী লীগ এখন সবচাইতে ধর্মপ্রাণ দল। ইসলামের খেদমতে তারা যে অতীতে সবচেয়ে বেশি কাজ করেছে সেই ফিরিস্তি এখন দিতে শুরু করেছে। সবচেয়ে বেশি মসজিদ মাদ্রাসা তারা করেছে। আলেম ওলামাদের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়েছে। (আফসুস তবু হুজুররা তাদের চিনলো না!)



বিএনপির-জামাত-হেফাজতময় বাংলাদেশে আওয়ামী লীগকে “আওয়ামী মুসলিম লীগেই” ফের ফিরতে হবে। পাবলিক ইসলাম চায় তারা কি করবে? পাবলিক যা খাবে তাদের তাই খাওয়াতে হবে। তাহলে কি দাঁড়ালো? “আমরা সবাই ভাই ভাই, নাস্তিক ব্লগারের ফাঁসি চাই!” (শ্লোগানের জন্য ব্লগার রানার কাছে কৃতজ্ঞতা)।



শাহবাগ এখন ৭৩ ফিকরায় বিভক্ত। সবাই যুদ্ধাপরাধীদের বিচার চায় তবে নিজেদের মত করে। আছে পরস্পর ছাগু ট্যাগ মারার আত্মঘাতি খেলা। এন্টি শাহবাগী এই সুযোগে এখন ঝাঁকে ভিড়ে গিয়ে কপ্টার শফির ১৩ দফার একটি (নাস্তিক ব্লগারের ফাঁসি চাই) জোড়েসোড়ে উচ্চারিত করছে। সব কিছু মিলিয়ে কোথাকার জল কোথায় গড়াচ্ছে?



“ছাগু” এক রাজনৈতিক প্রতিপক্ষ স্রেফ! আর কিছু না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। কাজেই ছাগুদের ব্যাপারেও শেষ কথা বলে কিছু নেই। যারা ছাগুদের “আঁতুরঘর” চিহ্নিত করেছিল সেই “নাস্তিক ব্লগার” এখন রাজনীতির হাওয়া বদলে সবার কমন শত্রু। তারা ছাগু জন্মের “আঁতুরঘর” নিয়ে কাজ করেছে, তারা বার বার বলেছে ছাগু উৎপাদন কারখানায় নজর না দিলে ছাগু উৎপাদন অব্যাহত থাকবেই। এটাই কাল হয়েছে। কারণ ছাগুদের সঙ্গে বিরোধ রাজনৈতিক কিন্তু “ ছাগু আঁতুরঘরে” ঢিল পড়লে তাদেরও অনুভূতিতে আঘাত লাগে। আর এখন এই হাওয়া বদলের দিনে তো সব ভাই ভাই, কাজেই “নাস্তিক ব্লগারের” ফাঁসি চাইতে দ্বিধা নেই। তাই নির্বাচন পরবর্তী “নাস্তিক ব্লগাররা” ব্লগিং করবেন কি করবেন না আগে থেকে ভেবে রাখুন...।



নিজের কথা বলতে পারি, আমি আশাহত হইনি। এসব মাথায় রেখেই লিখেছি। মধুচন্দ্রিমা করতে তো আর ব্লগে আসিনি। কোন দলের হয়ে দালালীও করতে আসিনি। অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ মানস তৈরিতে যদি একটুখানি অবদান রাখতে পারি তো শত “ট্যাগ” গায়ে জড়াতেও রাজি আছি।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২০

সুস্মিতা শ্যামা বলেছেন: Kotha gulo ashonkajonok rokomer shotyo.

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

সুষুপ্ত পাঠক বলেছেন: পরিস্থিতি আসলে সেই দিকেই যাচ্ছে।

২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০৮

আরাফাত হিমু বলেছেন: ২৩ বছর দীর্ঘ সময় বন্ধু।
আমি হিংস্র বন্য কুকুর চিনি!
দেশপ্রেম আর ৭১-এর চেতনা ব্যবসার
সুদখোর ভন্ডদের বিকৃত মানসিতায় অসুস্হ
এক খন্ড বাংলাদেশ!
ক্ষমতা নামক মাংস পিন্ডের লোভে
রক্তাক্ত রাজপথ; খেকশেয়ালের হাঁকডাক
আর চাটুকারের দালালী...
কান্দিস নারে পাগলা মন...
আমি হিংস্র বন্য কুকুর চিনি!

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২০

সুষুপ্ত পাঠক বলেছেন: জবাব নেই!

৩| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:১৪

সবুজ সংকেত বলেছেন: বেয়াদবের মত কথা বলেন কেন? শালীনতা কি ব্লগে নিষিদ্ধ নাকি?
কপ্টার কি জিনিস? যার ডাকে লাখ কোটি মানুষ ছুটে আসে তাদেরকে নিয়ে কীভাবে কথা বলতে হয় তা ও বুঝি জানেন না?

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২২

সুষুপ্ত পাঠক বলেছেন: তাকে তো লুইচ্চা শফি বলি নাই, বেয়াদপী হলো কোথায়? ইজ্জত করে বলছি কপ্টার! কয়জনের ভাগ্যে হয় সরকারী খরচে হেলিকপ্টারে চড়ার?

৪| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:১৬

সবুজ সংকেত বলেছেন: বেয়াদবের মত কথা বলেন কেন? শালীনতা কি ব্লগে নিষিদ্ধ নাকি?
কপ্টার কি জিনিস? যার ডাকে লাখ কোটি মানুষ ছুটে আসে তাদেরকে নিয়ে কীভাবে কথা বলতে হয় তা ও বুঝি জানেন না?

৫| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৮

দিশার বলেছেন: তেতুল হুজুর , এরশাদ রে কইসে অনেক তো নারী খাইলা, পরনারী , আপন নারী, বুড়ি নারী, চেরি নারী, এবার একটা পুয়া খায়া দেখো, আমরা চিটাগং এর হুজুর রা ভালা পাই পুয়া।

এরশাদ কাকু লজ্জায় বের হয়ে আসছেন। সূত্র বাশেরকেল্লা।

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

সুষুপ্ত পাঠক বলেছেন: যা বলার সব বলে দিয়েছেন ভাই!

৬| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০০

বোধহীন স্বপ্ন বলেছেন: @সবুজ সংকেত, পতিতার ডাকে হাজারো মানুষের ছুটে যায় । পর্ণ ওয়েবসাইটে কোটি কোটি ভিজিটরের হিড়িক পরে যায় । নেশা করার জন্য বারগুলাতে অসংখ্য লোক গড়াগড়ি খায় । তাই বলে কি এগুলো সব ভালো হয়ে গেল? লোকে কিন্তু এদের মোটেও সম্মান করে কথা বলে না, গালি দিয়েই বলে । এখন বিবেচনা আপনার ।

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

সুষুপ্ত পাঠক বলেছেন: সহমত জানালাম।

৭| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

জনাব মাহাবুব বলেছেন: সবুজ সংকেত বলেছেন: বেয়াদবের মত কথা বলেন কেন? শালীনতা কি ব্লগে নিষিদ্ধ নাকি?
কপ্টার কি জিনিস? যার ডাকে লাখ কোটি মানুষ ছুটে আসে তাদেরকে নিয়ে কীভাবে কথা বলতে হয় তা ও বুঝি জানেন না?

৮| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: ইত্তেফাকের হেডিং দেখলাম : শফি হুজুর বলেছেন, সমর্থণও দেব না দোয়াও করবনা । আপনি বলছেন শফি হুজুর দোয়া দিয়েছেন !

আপনার অনুসরণীয় রাজনৈতিক নেতাদের থেকে শফী হুজুরের অবস্হান অনেক বেশী পরিষ্কার । বাংলাদেশে শুধু ওনার ডাকেই এখনও লক্ষ লক্ষ লোকের সমাবেশ হওয়া সম্ভব । ওনার ডাকে এখনও হাজার হাজার মানুষ প্রাণ দিতে প্রস্তুত ।

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

সুষুপ্ত পাঠক বলেছেন: মতিঝিলে আপনি কানে ধরেছিলেন?

৯| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

সাইবার অভিযত্রী বলেছেন: আওয়ামী লীগ এখন সবচাইতে ধর্মপ্রাণ দল। ইসলামের খেদমতে তারা যে অতীতে সবচেয়ে বেশি কাজ করেছে সেই ফিরিস্তি এখন দিতে শুরু করেছে। সবচেয়ে বেশি মসজিদ মাদ্রাসা তারা করেছে। আলেম ওলামাদের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়েছে। (আফসুস তবু হুজুররা তাদের চিনলো না!)

এগুলোকে কি বলবেন ? আওয়ামীলীগের ধার্মিকতা ? না ধর্মনিরপেক্ষতা ? না ধর্ম ব্যবসা ? মাদ্রাশায় টাকা পেয়ে শফি হুজুর খুশী হয়ে, আওয়ামী সেকুলার মুসলিম লীগ কে সমর্থণ দিয়েছেন ?

বাংলাদেশের নাস্তিক বান্ধব দল কোনটি ? সংসদে রাজীব বন্দনা করেছে কারা ? কোন দলের সরকার প্রধান রাজীবকে সন্মান জানাতে গেছে ? ধর্ম-নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে কি একজন উগ্র ধর্ম বিদ্বেষীকে সন্মান জানানো প্রয়োজন ?

আর তাদের আজ্ঞাবহ না হওয়াই তো শফি হুজুরের মুল দোষ, তাই না ? শফি হুজুরকে সাচ্চা মুসলমান হতে হলে কি করতে হবে ? রাজীব কে শহিদ আর আসিফকে গাজী ঘোষণা করে দোয়ার মাহফিল করতে হবে ?

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

সুষুপ্ত পাঠক বলেছেন: আরে ভাই এটা আওয়ামী লীগ বুঝে না যে এত করেও তারা আপনাদের মন কোনদিন পাবে না।

১০| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

দিশার বলেছেন: যত গুলা শিবির আর কৌমী মাদ্রাসার পোলপান এর পেজ দেখলাম, ৯৫% ১৮+ , ভাবি পেজ, চটি পেজ এর মেম্বার। আবার, ইসলামী আইন চাই , বা শহীদ আফ্রিদি ফ্যান .

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

সুষুপ্ত পাঠক বলেছেন: দেখবেন লুচ্চা, বদমাশ, পর্ণগ্রাফির সংগ্রাহক, ইতর লাফাঙ্গারা সবচেয়ে বেশি ১৩ দফার সমর্থক। এরাই ইসলামী শাসন চায়।

১১| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

সাইবার অভিযত্রী বলেছেন: লেখক বলেছেন: আরে ভাই এটা আওয়ামী লীগ বুঝে না যে এত করেও তারা আপনাদের মন কোনদিন পাবে না।

ধন্যবাদ লেখক, একটা সত্য উপলব্ধি ও তা প্রকাশের জন্য । কিন্তু এটা কি বলবেন কেন ? আওয়ামীলীগের ধর্মনিরপেক্ষতা নীতি ও নাস্তিক বান্ধব আচরণ-ই কি এর মূল কারণ না ? এটা কি নীতিগত দন্দ না ? কওমীরা কি পয়সা খেয়ে নীতি পরিবর্তন করছে ?

অনিয়ন্ত্রিত কওমী গোষ্ঠীকে পয়সা দিয়া নিয়ন্ত্রণ করতে তো সরকার বা বিদেশীদের আপত্তি নেই । পয়সা খরচ তো কম করছে তাও না । পাক -আফগানে বিলিয়ন ডলার এইড দিচ্ছে । এতে করে কি মাদ্রাসা গুলোর জেহাদী জোশ কমছে ?

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

সুষুপ্ত পাঠক বলেছেন: আওয়ামীলীগের ধর্মনিরপেক্ষতা নীতি ও নাস্তিক বান্ধব আচরণ আগে বলুন নাস্তিক বান্ধব বলতে কি বুঝাচ্ছেন। কোথায় কেমন করে নাস্তিক বান্ধব হলো? তারপর আলোচনা চলতে পারে।

১২| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: নাস্তিক বান্ধব মানে রাজীবকে প্রধানমন্ত্রীর সন্মান জানানো, সংসদে সন্মান দেওয়া ।

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

সুষুপ্ত পাঠক বলেছেন: শাববাগে রাজীব জড়িত ছিল, তিনি রাজাকারের ফাঁসির দাবীতে আন্দোলন করেছিলেন, ওই পর্যন্ত জেনে হাসিনা রাজীবকে সম্মান করিছিল, নইলে তিনি ও তার দল আপাদের মতই মুমিন! এতে রাজাকার বান্ধব বলা কি সঠিক হলো? এই দলটি কিন্তু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল।

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

কাফের বলেছেন: বাঙালী ধর্ম পালন করুক বা না করুক তাদের অতি প্রবল একখান ধর্মানুভূতি আছে আর এই ধর্মানুভূতি খানাই আজকের সব রাজনৈতিক দল গুলার খেলার মূল উপকরণ। এই ধর্মানুভুতি জন্যই ১৯৪৭শে পাকিস্থান বেছে নিল তারপর প্রায় ২৫ বছর পেয়ারা পাকিস্থানের লাথি গুতা খাইয়া ধর্মানুভূতি সাময়িক বিদায় হইছিলো বটে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে সেই যা ছিল তাই! এই প্রবল ধর্মানুভূতি যদি এভাবেই থাকে বাঙালীর শান্তি হইবো না আর কোনো দিন।

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: লেখা এবং মন্তব্য থেকে অনেক মজা পেলাম ভাই!

লেখক, লেখায় উল্লেখি পিয়ারা নায়ক-নায়িকারা, এবং মন্তব্যকারী সকলের জন্য শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.