![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু এখন ছাগু অভয়ারণ্য ব্লগে পরিণত হয়েছে। হেফাজতের ১৩ দফা এবং সরকারের “নাস্তিক ব্লগার” ধরে শাস্তি দেবার পরিপেক্ষিতে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় তাতে বাংলা ব্লগ সাইটে একটা নড়াচড়া শুরু হয়ে যায়। ফ্রি ব্লগ সাইটগুলোও সদস্য করার ব্যাপারে ফিল্টারিং সিস্টেমে চলে আসে। সম্ভবত চারদিকে “নাস্তিক ব্লগার” তোড়ে ব্লগ কর্তৃপক্ষ আর চাচ্ছে না নতুন করে ঝামেলা বাড়াতে। বরং বিতর্ক এড়াতে ছাগু, ছাগুবান্ধব, তালেবানী, পাকি প্রিয়, হেফাজতীদের আস্কারা দিয়ে পেইজ ছেড়ে দিয়েছে। ফলে যে বাংলা প্রগতিশীল ব্লগ সাইটগুলোতে আগে চিন্তাশীল লেখা ও বিতর্ক চলতো তার বদলে এখন “ইনশাল্লাহ” আর “আলহামদুরিল্লাহ” মার্কা মন্তব্য প্রতিমন্তব্য চলে। মুক্তচিন্তা মুখ থুবরে পড়েছে।
সামুতে এখন মোটামুটি যে ধরনের লেখালেখি চলে সেটা একবার দেখা যাক। এখানে তিনচারটা প্যাটার্নে লেখালেখি চলে। এক দল আছে হুমায়ূন ভক্ত, এদের হুমায়ূন বিহনে দীর্ঘশ্বাস এখনো শেষ হয়নি। এরা এক স্বপ্ন আর ঘোরের জগতে বাস করে। হুমায়ূন নিজেও সেরকম জগতেই বাস করতেন। মুক্তিযুদ্ধের সময় হুমায়ূন বাঙালির আন্দোলন সংগ্রামকে হেয় ফালতু কার্যকলাপ বলে মনে করতো। একটা রোমান্টিক মোহাচ্ছান্ন হয়ে থেকেছেন তিনি সারা জীবন। শেষ বয়েসে মুক্তিযুদ্ধের সময় যুবক বয়স থাকা স্বত্তেও যুদ্ধে অংশগ্রহণ করেননি বলে হুমাযূন নিদারুণ মনোকষ্টে ভুগতেন। কিন্তু তিনি তার নিজের শিষ্যদেরও সেই একই মোহাচ্ছন্ন কল্পনার জগতের ঠিকানা ঠিকই দিয়ে গেছেন। জাতি যখন কঠিন সময়ে, যখন স্বদেশ শকুনের কবলে তখনও তার শিষ্যরা হিমুর মত উদ্দেশ্যহীন এক যুবকের জন্য মাতম করে। হিমু হতে চায় তারা। দেশ ও রাজনীতি বিমুখ এই হুমায়ূন ভক্তরা ব্লগে তাই “হুমায়ূন স্যার আপনি কোথায়” জাতীয় দীর্ঘশ্বাসমূলক লঘু রচনা করে সময় নষ্ট করে। মানুষ যখন বাসে জীবন্ত আগুনে দগ্ধ হয় শিবিরের হাতে, স্বাধীনতা বিরোধীরা যখন ফের ৭১-এর মত আক্রমন করে বাংলাদেশকে, যখন যুদ্ধাপরাধীদের বিচার বানচালের প্রকাশ্য ষড়যন্ত্র চলে তখনও তারা ভাবালুতা থেকে বের হতে পারে না। যেমন হুমায়ূন সমকালের ডাক শুনতে পাননি। বাঙালির জীবনের সবচেয়ে কাঙ্খিত সময়ে হুমায়ূন স্বদেশের জন্য অস্ত্র ধরতে পারেননি। এই হুমায়ূন ভক্তরা কি হিমু দিবস বাদ দিয়ে জামাত-শিবিরে বিরুদ্ধে, ৭১-এর পরাজিত শক্তির বিরুদ্ধে রুখে উঠবে? অসাম্প্রদায়িক চেতনার ডাকে সাড়া দিবে? সামুর হুমায়ূন ভক্তদের প্রতি অনুরোধ রইল, হুমাযূনের সেই সংলাপের মত এখন বলার সময় এসেছে, “তুই রাজাকার” বলে ঘৃণা ছুড়ে দেয়ার। বাকীটা আপনাদের বিবেচণার উপর ছেড়ে দিলাম।
সামুকে আজকের বড় বড় ব্লগারের আঁতুর ঘর বলা যেতে পারে। এখানে মুক্তিযুদ্ধের চেতনার চর্চা হতো। ছাগুদের গুষ্টির পিন্ডি চটকানো হতো। মুক্তচিন্তার অবাধ আদান প্রদান করা হতো। অথচ আজ সামু ছাগু নিয়ন্ত্রণে। সেই মুক্তচিন্তার ব্লগাররা এখন সামুতে কোথায়? সেদিন দেখি এক শিবিরের ব্লগার সামুকে ধিক্কার দিচ্ছে কাদিয়ানীদের বিষয়ে লেখালেখি করা হয়েছে বলে। এখানে প্রেফাইল পিকচারে মুক্তিযুদ্ধর সিম্বল, ফটো, প্রতীক ব্যবহার করে শিবিরের পোলাপান শহীদ মিনার, বাঙালির সংস্কৃতি, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য করে চলেছে দ্বিধাহীন। ইসলাম ধর্মের পোষ্টের আড়ালে এমনভাবে পোষ্ট লেখা হয় যা মানলে আমাদের মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করতে হয়। সারাদিন ধর্ম নিয়ে পোষ্ট দিক আমার আপত্তি নাই। আল্লা ও তার নবীর গুণগান করতে করতে ব্লগের স্পেস খেয়ে ফেলুক আমার যায় আসে না। কিন্তু এসবের আড়ালে যখন সাম্প্রদায়িক উস্কানি, শহীদ মিনারকে মূর্তি পূজা বলা হয় সেটা সহ্য করে নেয়া মানে আস্তে আস্তে বাংলাদেশকে একটা বিশেষ মতবাদের দিকে নিয়ে যাওয়ায় সহায়তা করা। সবচেয়ে দুঃখ লাগে তখন যখন দেখি ব্লগ কর্তৃপক্ষ এইসব রাবিশ লেখাগুলোকে নির্বাচিত পাতায় নিয়ে যায়। পুরো ব্লগ সাইটের উপরই অবিশ্বাস জন্মে যায় তখন। সামু তো সোনার বাংলা বা বাঁশের কেল্লা না। সামু কি জামাতের কাছে বিক্রি হয়ে গেছে? নির্বাচিত পাতায় শিবিরের বর্তমান ধ্বংস যজ্ঞের কোন লেখা গেছে এখন পর্যন্ত? বাংলা অন্য ব্লগ সাইটগুলোতে যান দেখুন কিভাবে রাজাকার আর তাদের পরবর্তী জেনারেশনদের ধুয়ে দেয়া হচ্ছে। কিভাবে মুখোশ খুলে দেয়া হচ্ছে বাসে আগুন দেয়ার হোতা শিবির কর্মীর পরিচয়। পুরো দেশ যখন জ্বলছে সামু তখন ঘুমাচ্ছে! সামু কি ফের মুক্তিযুদ্ধের চেতনায় জাগবে? বাংলা ব্লগ সাইটের অন্যতম প্রগতিশীল ভূমিকা নিবে? নাকি নির্বাচিত পাতায় ছাগুরা সমানে ল্যাদাতে থাকবে?
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫
সুষুপ্ত পাঠক বলেছেন: এখানে যা লেখা হয়েছে সব বর্তমান প্রেক্ষাপটে। এখন যারা ব্লগে ধর্ম নিয়ে লেখে তাদের বেশির ভাগই জামাতী রাজনীতি নয়ত জঙ্গি রাজনীতির সমর্থক। মুক্তচিন্তা মানে হলো কিছু চিন্তা করতে না বাধা। আপনারা তো নিজেরাই চিন্তা করতে ভয় পান, আর কেউ যদি ভাবে আর সেটা ব্লগে লেখা তাহলেই শুরু হয় গালাগালি। এই লেখাটা লিখেছি সম্প্রতি সামুতে একজন সমানে শহীদ মিনার, পেহলা বৈশালকে অনৈসলামিক বলে ফতোয়া দিয়ে যাচ্ছে। এবার বলুন আপনিও কি এগুলোকে অনৈসলামিক মনে করেন? আগে উত্তর দেন পরে আলোচনা চলতে পারে।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
পথহারা সৈকত বলেছেন: আচ্ছা ধর্ম যারা পালন করে তারা কি মুক্তচিন্তা করতে পারে না? নাকি যারা গালাগালি করে অভ্যস্ত তারা মুক্ত চিন্তার মানুষ। “ইনশাল্লাহ” আর “আলহামদুরিল্লাহ” এই আপনি লিখলেন এই ব্যঙ্গ করার নাম যদি মুক্ত চিন্তা হয় তাহলে এমন মুক্ত চিন্তার মুখে আমি থুথু দিতেও ঘৃনাবোধ করি।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
উযায়র বলেছেন: মুক্তিযুদ্ধের সময় হুমায়ূন বাঙালির আন্দোলন সংগ্রামকে হেয় ফালতু কার্যকলাপ বলে মনে করতো।
- রেফারেন্স দেন , না দিতে পারলে আপনে মিথ্যুক ।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬
সুষুপ্ত পাঠক বলেছেন: আমি তো বানায় বানায় লিখছি!
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
শফিক আলম বলেছেন: আপনি হুমায়ুন ভক্তদের এক হাত নিয়েছেন, কিন্তু আপনি হুমায়ুন বিদ্বেষী কেন? হুমায়ুন আহমেদের পরিবারের পুরো খবর কি আপনি রাখেন? আপনি তার বা যে কারও লেখার বা কাজের বিরোধী হতে পারেন, কিন্তু বিদ্বেষী কেন হবেন? "তুই রাজাকার" বলাটা কিন্তু হুমায়ুন আহমেদই শিখিয়েছেন এবং একটা প্রতিকুল পরিবেশেই শিখিয়েছেন।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
সুষুপ্ত পাঠক বলেছেন: আপনি জাফর ইকবালের কথা বলছেন তো। তাকে নিয়ে কিছু বলার নেই। তিনি একাই রাজাকারদের নিয়ে লড়াই করেছেন। কিন্তু হুমায়ূন রাজাকারদের কাগজে লিখেছে। সেখান থেকে লিখে টাকা নিয়েছে। শহীদ জননী জাহানারা ইমাম এ জন্য হুমায়ূনের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন। হুমায়ূনই সেটা জানিয়েছে। আমি এখানে বলছি না হুমায়ূন রাজাকারদের বন্ধু। তার নাটকের শ্লোগানের কথা তো আমি নিজেই উল্লেখ করেছি। শুধু সমালোচনা করেছি তার ভাবালুতা যা তার ভক্তদেরও আক্রান্ত করেছে। আমি তার সমালোচনা তো করতেই পারি তাই না? বিদ্বেষের কি দেখলেন এখানে?
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
উযায়র বলেছেন: ইসলাম ধর্মের পোষ্টের আড়ালে এমনভাবে পোষ্ট লেখা হয় যা মানলে আমাদের মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করতে হয়।
তাই ? আচ্ছা : আমাদের মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমাদের সংস্কৃতিক এসবের নামে যখন এমনভাবে পোষ্ট লেখা হয় যা মানলে আমাদের ইসলাম ধর্ম অস্বীকার করতে হয়, কেমন হয় ? চেতনা বাস্তবায়িত হয়, তাই না ?
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
সুষুপ্ত পাঠক বলেছেন: এই তো এসে গেছে! যাই হোক, ইসলাম কোন অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। গণতন্ত্র বিশ্বাস করে না। ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে না। এগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে ইসলামের বিরোধ। এই জন্যই ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা রাখার কথা বলি। ফাকিস্তানের মত ধর্ম রাষ্ট্র হতে চাই না।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
জাহিদ ২০১০ বলেছেন: ফলক বলেছেন: আচ্ছা ধর্ম যারা পালন করে তারা কি মুক্তচিন্তা করতে পারে না? নাকি যারা গালাগালি করে অভ্যস্ত তারা মুক্ত চিন্তার মানুষ। “ইনশাল্লাহ” আর “আলহামদুরিল্লাহ” এই আপনি লিখলেন এই ব্যঙ্গ করার নাম যদি মুক্ত চিন্তা হয় তাহলে এমন মুক্ত চিন্তার মুখে আমি থুথু দিতেও ঘৃনাবোধ করি।
আপনার কাছে একটা প্রশ্ন ৭১ এ কি কোন মুসলমান কি মুক্তিযুদ্ধ করেনি নাকি সব নাস্তিক আছিলো? আপনি হইলেন চেতনা ব্যবসায়ী।
ore kot Chetona reeeeeee, Chetona to dehi nak dia mukh dia bair hoitace
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
মামুন রশিদ বলেছেন: আজ সামু ছাগু নিয়ন্ত্রণে!!
বাহ্! কি চমৎকার অবজার্বেশন । সামুতে দৈনিক পোস্ট আসে হাজারের মত । পুরো সপ্তাহে বা পুরো মাসে কত আসে চিন্তাই করা যায় না । কত রকমের পোস্ট- রাজনীতি, মুক্তিযুদ্ধ, ডায়েরি, রম্য-স্যাটেয়ার, কবিতা, গল্প, খেলা, ভ্রমন, ফিচার, ছবি ব্লগ, মুভি, ধর্ম প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় পোস্ট । হাজার হাজার ব্লগার এখানে প্রতিদিন আসেন । সামু যেন এক মিনি বাংলাদেশ । স্বাধীনতাবিরোধী কোন পোস্ট যদি মাসে ছয় মাসে একটা দুইটা আসে, বেশি সময় থাকার সুযোগ পায়না । মডুরা এসে ঐ পোস্ট ঠিকই ডাউন করে দেয় ।
আর আপনি এক বাক্যে সরলীকরণ করে দিলেন 'আজ সামু ছাগু নিয়ন্ত্রণে'
বলি ছাগু বিরোধীতা করতে এসেছেন নাকি সামুর বিরুদ্ধে কথা বলে অন্য কারো পারপাস সার্ভ করতে এসেছেন ।
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
মামুন রশিদ বলেছেন: আপনার পোস্টগুলো দেখলাম । বিশাল বড় রকমের ছাগু ফাইটার আপ্নে, প্রতিটা পোস্টে ছাগুদের মাইরা শুয়াইয়া ফালাইছেন ।
হীট পাবার আরো কত ধান্ধা যে দেখব!!
এই যে সামুতে থাইকা সামুর বিরুদ্ধে বিশাল একটা পোস্ট লিখলেন, যান তো অন্য ব্লগে । অন্য ব্লগে গিয়ে ঐ ব্লগের বিরুদ্ধে একটা পোস্ট দিয়ে দেখেন জীবনে কোনদিন আলোর মুখ দেখে কি না! বেশি স্বাধীনতা পাইয়া এখন হেডম দেখানো শুরু করছেন ।
সামু যদি ছাগু ব্লগ হয়, আপ্নে তো তাইলে সবচেয়ে বড় ছাগু । এই ব্লগে ব্লগিং করেন কেন ?? দ্যাশে আর কোন ব্লগ নাই !!!
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
সুষুপ্ত পাঠক বলেছেন: আপনার এত ক্ষেপে যাবার কারণ বুঝা গেলো না। লিখলাম ছাগুদের বিরুদ্ধে লাগলে তাদের গায়ে লাগবে! সামুর বিরুদ্ধে কথা বলে পাপ করেছি। আপনি সামুর হয়ে ঝগড়া করতে আসছেন কেন? সামুর অনেক দিনের পুরোনো ব্লগার? ব্লগের ইতিহাস ঘাটেন। কত পুরোনো ঝানু বড় ব্লগার মুহূর্তে ব্যান হয়ে গেছে! দেশে আরো ব্লগ আছে। কিন্তু যতক্ষণ এখানে আমাকে ব্যান না মারছে ততক্ষণ ছাগু আর ছাগুবান্ধদের গায়ে এভাবে ফোস্কা পরাবোই।
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনারা যে নিজেকে কী ভাবেন তা হয়তো আপনারাও জানেন না। ভাই মুক্ত চিন্তা বলতে কী বুঝায় তা কী বুঝাইয়া দিবেন?
ধন্যবাদ। ভাল থাকবেন।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
সুষুপ্ত পাঠক বলেছেন: মুক্তচিন্তা হচ্ছে এই লেখাটা। দেখেন না কেমন তেলেবেগুন সবার গায়ে লাগছে!
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
মামুন রশিদ বলেছেন: সামুকে নিয়ে কথা বললে কেন গায়ে লাগে ??
কারণ এই সামুতে আমি ব্লগিং করি । আর বছর জুড়ে ছাগু পিটাই আমরাই । তাই কেউ যখন এক বাক্যে বলবে 'সামু ছাগু নিয়ন্ত্রণে', তখন আমার গায়ে লাগাটাই স্বাভাবিক ।
আর কারা সামু নিয়ে এই ধরণের কথা বলে তাও আমরা এখানে থেকে থেকে জেনেছি । দুই ধরণের ব্লগার এই ধরণের সরলীকরণ করে,
১) যারা সস্তা হীট কুড়াতে চায়
২) ভার্চুয়ালি যারা সামুবিরোধী পান্ডাদের পারপাস সার্ভ করে ।
আপনি কি কারণে এই অতি সরলীকরণ করলেন, তা আপনিই ভালো জানেন ।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
সুষুপ্ত পাঠক বলেছেন: ৩৯. ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮ ০
সুষুপ্ত পাঠক বলেছেন: এই তো একদম শিবিরের মত কথা। ধিক এই জীবন তোর! নিজের জাতি আর তার সংস্কৃতিকে চিনলি না, আরব সংস্কৃতিকে ইসলামী সংস্কৃতি বলে নিজেকে ঠকালি অন্যকে ঠকালি। সংস্কৃতি একদিনে তৈরি হয়? মুহাম্মদ এক দিন ওহি পেলেন আর তার ইসলামী সংস্কৃতি তৈরি হয়ে গেলো? এটা বুঝিস না বলেই শিবিরের ব্রেন ওয়াশের শিকার হয়েছিস। ইসলামী সংস্কৃতির নামে আসলে আরবের সংস্কৃতির উপনিবেশন চলে। ইসলামী সংস্কৃতি বলতে দুনিয়াতে কিছু নাই। ধিক শিবির!
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪ ০
লেখক বলেছেন: ব্রেন ওয়াশ !!! আমারতো মনে হচ্ছে হুমায়ুন আযাদ, মুন্তাসির মামুন, শাহরিয়ার কবির ওয়ফে মুরগি কবির এবং এদের সাংগ-পাংগ দের গু দিয়া তোর ব্রেইন ওয়াশ করা হইসে
আর তুই ইসলাম নিয়া কি ভাবস তাতে ইসলামের কিছু যায় আসে না, যেমন তোর মত বাপ না চেনা পাকিস্তানির বাচ্চা কাউকে শিবির মনে করলেই কিছু যায়-আসে না!!!
যে হযরত মুহাম্মাদ সাঃ কে চিনলনা, ঐ মানুষ আর রাস্তার কুত্তা আমার কাছে প্রায় সমান গুরুত্ত্ব পূর্ন।
তুই মালাউন আসস তুই তোর কাম চালায়া যা, আর তোর ঘিলুতে যে গু ঢুকসে তা পরিষ্কার হবার নয় !!!!!!
মালাউনের মালাউন সংস্কৃতি আর মুসলমানের ইসলামিক জীবন, যতই তুই তেল আর পানি মেলানোর চেষ্ট কর, তুই সব সময়ই বুঝবি যে তুই খুব কম সময়ের জন্য সাময়িক সফল হবি, এক জন মুসলিম ইসলামকে বুঝবার সাথে সাথেই মালাউন কার্য কলাপ ত্যাগ করে। দেখ না তুই খোজ নিয়া একুশেতে কত জন মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার ফুল দিতে যায়, আর কত জন তোর মত হাগু মস্তিষ্ক যায়, আর কত জন শিশু যায়, যারা পরিনত বয়সে আর যায় না??????????
একি কথা গুলাই পহেলা বৈশাখের ক্ষেত্রেও প্রযোজ্য । গোয়ার তামি করলেতো আর হবে না!!! ধর্মিক মুসলমানের কাছে তোদের মালাউন সংস্কৃতি কতখানি জন প্রিয় তার হিসাব করে দেখ।
তোর কাছে দেশ প্রেম মানে বেদীতে ফুল দেয়া আর উৎসৃঙ্খল নাচানাচি , আমার কাছে দেশ প্রেম মানে সৎ ভাবে জীবন যাপন।
এবার বুঝা গেছে? আমি কোন ক্যাটাগরিতে পরি? আপনি ছাগু ফাইটার, আপনার এখানে এটা কি? আমি অন্য যেখানে লিখি সেখানে কেউ এসব লিখে পার পাবে না।
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
মামুন রশিদ বলেছেন: হ্যাঁ কিছু ব্লগার আছে, কিন্তু তাদের সংখ্যা কত । এখানে যে পরিমানে ব্লগিং কন্টেন্ট (পোস্ট+কমেন্ট) আসে সে তুলনায় এটা নগন্য । আর এর বিরুদ্ধে এখানে ফাইটও চলে নিরন্তর । সামুতে প্রকাশ্য স্বাধীনতার চেতনায় বিশ্বাসী ব্লগারই সিংহভাগ ।
কিন্তু আপনি এমনই হরিদাশ পাল, যে কিনা এই বিরাট সংখ্যক মু্ক্তিযুদ্ধপন্থী ব্লগারদের এক বাক্যে উড়িয়ে দিয়েছেন ।
সামুর অনেক সমস্যা আছে । এটা নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা-সমালোচনা করি । কিন্তু আপনি যেভাবে পুরো সামুকে ছাগু ট্যাগ দিলেন, সেই হিসাবে আপনিই হলেন সবচেয়ে বড় ছাগু- যতক্ষন পর্যন্ত এই এখানে ব্লগিং করবেন ।
সামুর নির্বাচিত পাতা নিয়ে অনেক কমপ্লেইন আছে । কিন্তু সেখানে একটা পোস্ট দেখান যেখানে স্বাধীনতার চেতনার পরিপন্থী কোন পোস্ট আছে!
এইজন্য বললাম, নিজেরে এতই হরিদাশ পাল মনে করলে অন্য কোথাও গিয়ে ব্লগিং করেন । যে পাতে খাবেন সেই পাতে হাগু করা হরিদাশ পালদেরই কাজ ।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সুষুপ্ত পাঠক বলেছেন: আপনি আন্ধা নাকি? সামুর আপনি মড়ল তাইলে! আপনি ভাবছেন আমি ব্লগে নতুন? ছাগু ফাইটার! শফির কোলে শুয়ে যারা দুদু খায় তারাও এক সময় ছাগু ফাইটার ছিল! শুনেন, আমি ছাগু, কপ্টার শফির মুরিদ, ইসলামিস্ট সবকটারে এক পাল্লাতেই মাপি। কাজেই আপনি যে ছাগু ফাইটার সেই ফাইটার আমার চেনা আছে।
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
HHH বলেছেন: যদি ইসলামের সাথে অন্য যেকোন চেতনা যদি সাংঘর্ষিক হয় তাহলে তা ডাস্টবিনে ছুড়ে ফেলতে বাংলাদেশের অধিকাংশ মানুষ ২য় বার চিন্তাও করবে না। সামু সারা বাংলার মানুষের প্রতিনিধি এটা মনে হয় সামু নিজেও মনে করে না। তাই অন্য কোন ফালতু গোত্রীয় লোকেরা যতই এই মাটি থেকে ইসলামকে উৎখাত করতে চাক, তা ভারত আসলেও সম্ভব না।
"আলহামদুলিল্লাহ" শব্দটাও ঠিকভাবে জানেন না বলে বুঝা যাচ্ছে আপনি মুসলিম না, মনে হচ্ছে হিন্দু। কারণ বাংলাদেশে হিন্দু ছাড়া অন্য কেউ আমাদের এতো হিংসা করে না। একটা কথা ভালভাবে বুঝে নিন, মাথায় ঢুকিয়ে নিন, এই দেশে মুসলিমরাই ছিল, আছে এবং থাকবে। যারা সংখ্যায় কম তারা আমাদের সাথে সারাজীবন ভালভাবে ছিল। আপনাদের নিয়ে আমাদের তেমন কোন সমস্যা নাই, কিন্তু এরকম খুচাখুচি আর উল্টাপাল্টা আরবী লিখে আমাদের বিরক্ত করবেন আর আমরা জবাব দিলেই ছাগু হয়ে যাবো , এরকম ভাববেন না।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
সুষুপ্ত পাঠক বলেছেন: এই তো এসে গেছে! রামু, সাথিয়া এরপর কোথায় ছাগু? কি সুন্দর মুসলাম বাংলার সংজ্ঞা দিলেন! এই চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল? পরিবারে রাজাকার কয়জন?
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মামুন রশিদ বলেছেন: জ্বী আপনে অনেক পুরান মাল । বিশাল জ্ঞানী মাল । জ্ঞানের ভারে এক চোখা হয়ে গেছেন । সামুতে আপনের ছাগু ছাড়া আর কিছুই চোখে পড়ে না ।
আর আমি শুধুই একজন ব্লগার । মড়লও নই, ছাগু, কপ্টার শফির মুরিদ, ইসলামিস্ট বা এন্টি ইসলামিস্টও নই । শুধুই সাধারণ একজন ব্লগার ।
আর আপনে যে সামুর একজন বিশিষ্ঠ 'হরিদাশ পাল', এটা নিয়েও আমার কোন সন্দেহ নাই ।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
সুষুপ্ত পাঠক বলেছেন: ধুর মিয়া সামুতে তো আমি মাত্র আসলাম! আপনে তো এখানে ছাগু মেরে সাফসুতরা করে রাখেন! আজিব ব্যাপার, সেই আপনিই এন্টি ছাগু পোস্টে ঝগড়া বাধাইছেন! সেলাম!
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
খন্দকার আরাফাত বলেছেন: নির্বাচিত পাতার সমালোচন করে এ ধরণের পোস্ট দিত বৃষ্টি ভেজা ছাগুর মাল্টি নিক দুঃস্বপ্ন ০০৭ ও অপরাজিত একজন আপনিও কি বৃষ্টি ভেজার মাল্টি নিক নাকি ?
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
সুষুপ্ত পাঠক বলেছেন: অধম এই নামে সব জায়গায় লেখে। এটা মাল্টি নিক না। বিশ্বাস না হলে সার্চ দেন।
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
সুমন কর বলেছেন: মামুন ভাইয়ের সাথে সহমত।
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
মামুন রশিদ বলেছেন: আপনার পোস্ট পড়ে জানলাম আপনি নাস্তিক । আস্তিক-নাস্তিক নিয়ে আমার কোন আগ্রহ নাই, যে যার যুক্তি আর বিশ্বাস দিয়ে তার জীবন দর্শন ঠিক করে নেবে ।
নাস্তিকদের সম্পর্কে সাধারণ্যে (আমারও) ধারণা তারা প্রচুর পড়াশোনা করে । পড়াশোনা মানুষকে জ্ঞান অর্জনের দিকে ধাবিত করে । আর জ্ঞান মানুষকে বিনীত করে, অন্তর্চক্ষু খুলে দেয় । নাস্তিকরাও আবার দুই প্রকার । এক. যারা জানার মাঝেই নিজেকে ব্যপ্ত রাখে । দুই. যারা নাস্তিকের ভেক ধরে । এটাকে পেশা হিসাবে নেয় । ধর্মীয় পেশাজীবিদের মতোই তারা ধর্মকে আশ্রয় করে, ধর্মের বিরুদ্ধে চুলকিয়ে জীবন নির্বাহ করে । অথচ একজন আদর্শ নাস্তিকের ধর্ম থেকে শত হাত দুরে থাকা উচিত ।
আপনি একটা পুরো ব্লগকে, ব্লগের পুরো কমিউনিটিকে যেভাবে বালস্য হরিদাশ পালের মত একচোখা ছাগু ট্যাগ দিলেন, এতে আপনি নিঃসন্দেহে দ্বিতীয় শ্রেনীর নাস্তিক । ভেক পেশাজীবি নাস্তিক, কোন ধর্মের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষ ছড়ানোই যার অন্ন উপার্জনের একমাত্র পন্থা ।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
সুষুপ্ত পাঠক বলেছেন: কি মুশকিল ধর্মে বিদ্বেষ না জন্মালে একজন মানুষ কি করে নাস্তিক হবে? তেমনি একজন আস্তিক নিজ ধর্ম ব্যতিরেকে অন্যের ধর্মে বিদ্বেষ প্রসন করবে। না হলে সে ধর্মীক হবে না। ধরুন, আপনি মুসলিম, এখন আপনি বিশ্বাস করেন মূর্তি পূজা করা বিড়াট শিরক। এর চেয়ে বড় পাপ আর কিছু নাই কারণ আল্লা এটা কখনো মাফ করবেন না। এখন আপনার এই বিশ্বাস একটা হিন্দু কি প্যাগন যদি শুনে বা জানে সে কি কষ্ট পাবে না? যেটা তার ধর্মের প্রধান অনুসঙ্গ সেটাকে আপনি বলছেন মহাপাপ! বিদ্বেষ হলো কিনা? তার কাছে তো এটা বিদ্বেষ নাকি? আর আপনি কোত্থেকে সুশীল নাস্তিক পেয়েছেন যে নিজের কাছে সব গোপন রেখে ধর্মীকের পিছনে তেল দেয় জানি না। তারা ভন্ড। তারা সত্যিকারের নাস্তিক হলে ধর্মান্ধর বিরুদ্ধে দাঁড়াত।
নাস্তিকতা করে জীবিকা! হা হা কোন দেশের গল্প করলেন ভাই? এই দেশে প্রাণ নিয়া টানাটানি। মজা লইলেন নাকি?
১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪
আলোকন বলেছেন: “আলহামদুরিল্লাহ" কিরে গাধার বাচ্চা?
বাংলাদেশে সুযোগ পাইলেই কে বা কারা ইসলামি শব্দগুলোকে ব্যঙ্গ করে তা মানুশ ভালো করেই জানে।
হয়ত তুই একটা নাস্তিক ভেকধারী ছুপা হিন্দু। নয়ত ছাগু রিভার্স।
লেখক বলেছেনঃ যাই হোক, ইসলাম কোন অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। গণতন্ত্র বিশ্বাস করে না। ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে না। এগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে ইসলামের বিরোধ।
তোর কথা ঠিক। ইসলাম শুধু ইসলামেই বিশ্বাস করে। " অসাম্প্রদায়িকতা"র মতো গালভরা শব্দের কোন স্থান ইসলামে নাই। অসম্প্রদায়িকতার জপ করে তোরা কি বাল ফালাইসোস? বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা পুড়লে তো তোদেরই লাভ। নিজেরাই গির্জা পুড়াস, তারপর ইসলামিস্টদের ভয় দেখিয়ে প্রতি বছর ধর্মীয় সংখ্যালঘুদের ভোট দখল করস। আর মুসলমানদের শাসনামলে ধর্মীয় সংখ্যালঘুরা কতবেশি আরামে ছিল, ইতিহাস পড়ে দেখিস।
যেই গনতন্ত্রে ৫ বছর পর পর শ'য়ে শ'য়ে মানুষের জীবন যায়, সেই গনতন্ত্র ইসলাম বিশ্বাস করেনা। কারন ইসলামে মানুষের জীবনের মূল্য আছে। যা গনতন্ত্র নাই। ইসলাম শান্তিতে বিশ্বাস করে।
যদি বাসার কাজের মেয়েটাকে সুযোগ পেয়ে জাপটে ধরা ব্যক্তি স্বাধীনতা হয়, তাহলে ইসলাম ব্যক্তি স্বাধীনতাতেও বিশ্বাস করে না।
তোর মতো দুই-চারটা ছাগলের কারনে স্বাধীনতার চেতনা আর ইসলামপ্রিয় জনগন আজ মুখোমুখি দাঁড়িয়ে আছে। তোরা দেশের শত্রু। তোরা ইসলামের শত্রু।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
সুষুপ্ত পাঠক বলেছেন: দেখ আমার সব কটা কথার সঙ্গে একমত হলি। আর তরা যে এখানে সমানে ল্যাদাস সেটা এখনকার এক সুশীল বিশ্বাসই করতে চায় না। সে নাকি তোদের ফাইট করে খেদায় দিছে! কিন্তু তু্ই যে ড্রেনে মুখ দিয়া ছিলি সে মনে হয় দেখে নাই! দাসীর সঙ্গে স্রেক্স করা তো ইসলামে জায়েজ! তুই তর বাসার কাজের মেয়েটারে নষ্ট করিস না। গরীব মানুষ দুইটা ভাতের জন্য আসে কাজ করতে, তুই তর ঈমানী দান্ডা থিকা তারে রেহাই দিছ!
১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০
মামুন রশিদ বলেছেন: যাই হোক, জ্ঞানপাপী হরিদাশ পালদের বুঝানো আমার কম্ম নয় । একটা জিনিষ শুধু মনে রাখবেন, ব্লগ যেমন ছাগুদের নয় তেমনি নয় নাস্তিকদের- ব্লগ সাধারণ ব্লগারদের । এই দুইদল ধর্মাশ্রয়ী সারমেয় গোত্রের প্রাণী সব জায়গায় অপাঙতেয় ।
ছাগুদের ব্রেনের সাইজ ছাগলের লেদির সমান । আপনার ব্রেনও ছাগলের লেদির চেয়ে বড় নয়, কারণ পুরো সামুকে আপনি ছাগু ব্লগ ট্যাগ দিয়ে ছাগুস্য কাজই করেছেন ।
হ্যাপি চুলকানি!!
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
সুষুপ্ত পাঠক বলেছেন: ওরে বাপরে সামুর জন্য কেঁদে ভাসাচ্ছে একজন! ভাই, সামু খুব ভাল, লন এইবার হইছে! অতি ভক্ত চোরের লক্ষণ
১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হুম...লেখার চেয়ে মন্তব্য বড়।
যাদের কান আছে শুনুক....
আর যাদের চক্ষু আছে দেখুক!
সকলের আলোচনাই পড়লাম।
যুক্তির ঝগড়া মন্দ নয়...
কিন্তু শুধুই ঝগড়া দেখলে বিব্রত হই
পর্যাপ্ত যুক্তি ছাড়া আক্রমণ করলে খালি ঝগড়া হবে...
যুক্তির হবে পরাজয়। ফলে সবই ব্যর্থ।
শুভেচ্ছা
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০
সুষুপ্ত পাঠক বলেছেন: আর যাই হোক ছাগু ল্যাদানো দেখা সুখকর নয় এটা ঠিক। আমার পোষ্টে ছাগু ল্যাদানো চলছে পুরা দমে।
২০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯
আলোকন বলেছেন: কলিকাতায় কি এখন গাঞ্জা বেশি সস্তা নাকি রে?
২১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭
বাংলার হাসান বলেছেন: ব্লগে হিট হবার সেই পুরাতন রীতি না ধরে নতুন কিছু করুন। এই ফর্মূলা অনেক অনেক পুরাতন হয়ে গেছে।
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ১৭টি
মন্তব্য করেছেন: ১০১টি
মন্তব্য পেয়েছেন: ১৫৭টি
ব্লগ লিখেছেন: ৮ মাস ১৫ ঘন্টা
ব্লগটি মোট ২১৮১ বার দেখা হয়েছে
আজকের লেখাটিই এই পর্যন্ত লেখা গুলোর মাঝে সর্বোচ্চ হিট হয়েছে।
বাহ ভালো তো ভাল না। হিট পাবার জন্য কত চেষ্টা তদবির।
মোর ব্লগার হইতে মুঞ্চায়।
২২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০
চলতি নিয়ম বলেছেন: সামু নিয়ে আপনার এত মাথা ঘামানোর দরকার কি? যারা থাকতে পারবে তারা থাকবে না পারলে চলে যাবে। সিম্পল হিসাব।
সামু কাদের নিয়ে সুখে থাকবে সেটা সামুর ব্যাপার। যেমন এই পোস্টে ৪/৫ পরীক্ষিত ছাগু আছে,কয়েকটা একাধিকবার ব্যান খাইছে আবার ফিরে আসছে।
সো, থাকতে হলে এভাবেই থাকতে হবে নইলে বাকিদের পথে। নিড মোর টাইম টু বি ম্যাচিউরড।
২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
দ্যা ইনফেমাস বলেছেন: শুরু হয়ে গেলো সেই বারোয়ারী পোস্টের মেলা । সামু নাস্তিক এবং সামু একইসাথে ছাগুও , ঠিক সোনার পাথরবাটি ।
২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
ভোরের সূর্য বলেছেন: ভাই কিছু মনে করবেন না,আপনার শিরোনামের সাথে লেখার খুব একটা মিল পেলাম না।আপনার পোস্টের অর্ধেক হুমায়ুন আহমেদ কে নিয়ে লেখা।আর বাকি অর্ধেক শিবির,জামায়াতী ইসলাম,রাজাকার,যুদ্ধাপরাধী বিষয়ক।
আপনার লেখা ঠিক আছে কিন্তু এখানে হুমায়ুন আহমেদ কে টেনে আনলেন কেন বুঝলাম না।একবার আপনি তাকে নীচে নামিয়ে আনলেন আবার তার "তুই রাজাকার''বাক্যটি উদ্ধৃতি দিলেন।পরস্পরবিরোধী কথা হয়ে গেল।ব্লগে হুমায়ুন ভক্ত কে কিভাবে লিখবে বা তাদের মনের ভাব কি হবে সেটা একদম সবার নিজ নিজ ব্যাক্তিগত ব্যাপার।এখানে স্বাধীনভাবে সবাই লিখতে পারে।এমনকি এমন কোন নিয়ম নাই যে রাজাকাররা লিখতে পারবেন না।আবার এমন কোন নিয়ম নাই যে ভারত প্রেমিরা লিখতে পারবেনা।আপনার যদি মনে হয় যে এখানে ছাগুরা বেশি প্রভাব বিস্তার করছে তাহলে আপনি যুক্তি দিয়ে,তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে লিখুন।আপনার পরিচিত,বন্ধু,আত্মীয়দের এখানে নিয়ে আসুন।তাদের উৎসাহ দিন।সামুর ব্লগারদের উৎসাহ দিন বেশি বেশি করে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে লেখার জন্য।
আমি মানি যে অনেকেই ধর্ম নিয়ে লিখেতে যেয়ে ধর্মের আড়ালে উস্কানি দেয় বা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে কথা বলে কিন্তু
ফলে যে বাংলা প্রগতিশীল ব্লগ সাইটগুলোতে আগে চিন্তাশীল লেখা ও বিতর্ক চলতো তার বদলে এখন “ইনশাল্লাহ” আর “আলহামদুরিল্লাহ” মার্কা মন্তব্য প্রতিমন্তব্য চলে।
আপনি উপরের বাক্যের মাধ্যমে ইনশাল্লাহ” আর “আলহামদুরিল্লাহ এই সেনসেটিভ শব্দ দুটোকে চরমভাবে হেয় করলেন।আপনি কিভাবে ঐ শব্দগুলোর সাথে মার্কা ব্যবহার করলেন???? আপনি উদাহরণ দিন ভাল কথা কিন্তু অবশ্যই সম্মান দিয়ে শব্দ ব্যবহার করা উচিৎ ছিল।আশা করবো ক্রেজি না হয়ে ঠান্ডা মাথায় এবং সতর্কতার সাথে লিখবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
ফলক বলেছেন: আচ্ছা ধর্ম যারা পালন করে তারা কি মুক্তচিন্তা করতে পারে না? নাকি যারা গালাগালি করে অভ্যস্ত তারা মুক্ত চিন্তার মানুষ। “ইনশাল্লাহ” আর “আলহামদুরিল্লাহ” এই আপনি লিখলেন এই ব্যঙ্গ করার নাম যদি মুক্ত চিন্তা হয় তাহলে এমন মুক্ত চিন্তার মুখে আমি থুথু দিতেও ঘৃনাবোধ করি।
আপনার কাছে একটা প্রশ্ন ৭১ এ কি কোন মুসলমান কি মুক্তিযুদ্ধ করেনি নাকি সব নাস্তিক আছিলো? আপনি হইলেন চেতনা ব্যবসায়ী।