![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যুগ যুগ ধরে
করেছ বন্দী দাসত্বের শৃংখলে,
চার দেয়ালের অন্ধকার পারাকাষ্ঠে
দিয়েছ কত শত নাম মঙ্গলে,
ললনা, নারী, শতরুপী, আরো কত কি
ফুল দিয়ে পূজীতে বানিয়েছ দেবী,
তোমরা শুধু লালসার পিয়াসী করেছ,
যত দেবী, স্বর্গবাসিনী, ভুল সবি!
কখনো ছলে কখনো বলে ধর্মের নামে
করেছ অন্ধরমোহলের রানী,
সুখ-তাপ হাসি-কান্না মিলে যায় হেথায়
শুনিয়া কিছু অমর বানী!
কখনো স্বর্গবাস, নরকের সরদারনী
আহা! কি সুন্দর সে জীবন খানী,
সব মিথ্যে, পুরুষের সার্থে
চলেছে সে সব মধুর বানী!
নারীকে নারী করে
জাগিয়েছ তোমার পৌরুষ,
বানিয়েছ ঘরের ব্যবহার্য্য
কখনো ভাব নি মানুষ!
ভোগের সামগ্রী, সুখের বাহন
নিশি তৃপ্তের ললনা,
নারীর নারীত্ব নয়
কত শত কামনা বাসনা!
নারী আজও তুমি বন্দী
পুরুষের ঐ বন্দিশালায়,
দিবা-নিশি আদর সোহাগে
করিয়াছ তুমি সুখালয়!
১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিন্টু ভাই!
২| ১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৫:৫৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার কবিতার বক্তব্য আমি সহমত পোষণ করছি সুমন। আপনি ঠিকই বলেছেন, নারীকে পুরুষ তার চাহিদা অনুযায়ী বিভিন্নরূপে রূপান্তর করে নেয় কেবল। আবার প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলে দেয়। নারীকে লালসার বস্তু বানিয়েছে পুরুষরাই। আবার তাদের ভোগ্যপণ্য বানিয়েছে এই পুরুষরাই। সোজা কথা নারীর যে বহুরুপ, তার সব কিছুর মূলেই পুরুষের কোন না কোন সুপ্ত ইচ্ছা লুকায়িত আছে। দিন শেষ তাই নারীরা এখনো তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে।
১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক ধন্যবাদ! ঘাসফুল ভাই শুধু অন্যের পোস্টে মন্তব্য করে যাচ্ছে আপনার লেখা কই!
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৩৭
মিন্টুর নগর সংবাদ বলেছেন: সুন্দর কবিতা