![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চুপ, নিস্তব্ধ গভীর রাতে,
তখনো কিছু মানুষ জেগে আছে,
এই শহরের অলিতে গলিতে,
ক্ষুদার তারনায়, খদ্দের খুঁজে চলেছে।
কখনো ফ্লাডলাইটের আলোয়, দোকানের কোণে,
সেজে গুঁজে দাড়িয়ে আছে অচিন মানুষের অপেক্ষায়।
সুটেড-বুটেড কত সমাজপতি, গুরু, মহাজন,
রাতের আঁধারে ভরিয়াছে মন অমৃত সুধায়!
আদর দিয়াছে সোহাগ দিয়াছে রাত ভরে,
দিনের আলোয়, পতিতা বিশ্যা কত নামে ডাকে তারে।
কত রাতে কত জনে করিয়েছে খুশি,
কত বিষাদ বিদ্ধস্ত মানুষের দিয়েছে ক্ষণিকের হাসি।
কোট টাই পরে, মুখোশের আড়ালে পতিতার নেশা,
দিনের আলোয় তাহারায় নিকৃষ্ট কীট বেশ্যা।
সে বেশ্যার কমল দুটি হাতে, ক্ষণিকের ভালবাসার চাদরে,
নিজেকে জড়িয়ে, ভুলিয়াছ সব দুখ, তাহার পরম আদরে।
নিজের বিষাদ ভুলিয়া নিয়াছ সুখ, দেখে নি তাহার দুখ,
সবটুকু দিয়াছে বিলিয়া, হয়নি কো নিজের ভূক।
সমাজের কীট, বেশ্যা, পতিতা দিয়াছ তাহার নাম,
মুখোশ পরিয়া তুমি কুড়িয়াছ শত সুনাম।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬
শুভ্র বিকেল বলেছেন: ছদ্মবেশি মানুষগুলি কেন যে মুখোশ পরে বলা মুশকিল তবে পতিতাবৃত্তির অনেক কারন আছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯
মাধব বলেছেন: কেন এই মুখোশ ? কেন এই পতিতাবৃত্তি ?