নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

নবান্নের উৎসব

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

নবান্নে পিঠা পুলির ধুম পরেছে সারা গাঁয়,
মধুর সুবাস বয় নানান রঙে নানান পিঠায়।
নতুন ফসলের সমারাহে, কৃষক আনন্দে মাতোয়ারা,
আজ তারা বেজায় ব্যাস্ত ধান কাটা-মাড়া।
নতুন ফসল উঠছে, ঘরে ঘরে পিঠা পুলির ধুম,
কৃষক-কৃষাণীর হাসি রাঙে নতুন মৌসুম।
সারা বছর হাড় খাটুনিতে যেই পায় ফসল,
আনন্দ জোয়াড় বয় ভুলে দু:খ সকল।
হাসি ভরা কৃষকের মুখের মধুর গান,
আবেগে আকুল করে আমার এ প্রান।
নবান্নের নব উৎসবে, ভরে গেছে কৃষাণীর মন,
পিঠা পুলি পায়েসে, মধুর আমেজের আগমন।
সোনালী আশার সোনালী ফসল ভরে উঠে গোলা,
কৃষক-কৃষাণীর মনে আজি উৎসব আনন্দ দোলা।
আমার গাঁয়ের কৃষক, সকল গাঁয়ের সেরা,
আমার গাঁয়ের ফসল সারা গাঁয় আলোয় ভরা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

মাহবুবুল আজাদ বলেছেন: এসো গাই নবান্নের গান,
পিঠা পুলি আর সোনালী ধান।।

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

শুভ্র বিকেল বলেছেন: শুভেচ্ছা শতত। আমজাদ ভাই

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

সুলতানা রহমান বলেছেন: নতুন ধান ঘরে তোলার উৎসব -নবান্ন। ছোটবেলায় এক কথায় পড়েছিলাম।
ভালই লাগলো।

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

শুভ্র বিকেল বলেছেন: হ্যা ছোট বেলার কথায় মনে আসে। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.