নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

শুভ্র বিকেল

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

শুভ্র বিকেলে মিঠেল রোদে
নব প্রাণের উচ্ছল,
দক্ষিনা পবনে পাখির কলতানে
পরম সুখে বিহ্বল।
মাঠ ভরা সবুজের গায়
ঢেউ খেলে যায়,
মৃধু সমীরণে আকুল প্রানে,
এক শিহরণ জাগায়।
রাখাল ছেলের বাঁশের বাঁশি
পাগলপারা সুর,
বাতাসে ভেসে ভেসে যায়
দূর বহু দূর।
মিঠেল রোদে বিকেল বেলা
পল্লী ভাটিয়ালী গানে,
নতুন করে স্পন্দন জাগায়
গাঁয়ের কৃষকের প্রানে।
উচ্ছল প্রাণোন্মাদনায় ভরে যায়
ষোড়শিনী বালিকা বধুর,
আরো বেশি মধুময় করে তোলে
তার কাঁকনের সুর।




মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

আরণ্যক রাখাল বলেছেন: ষোড়শী শব্দটা পড়েছি, ষোড়শিনী তো পড়িনি, শুনিনি, বলিনি!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

শুভ্র বিকেল বলেছেন: স্ত্রী লিংঙ্গ ষোড়শিনী।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: মিঠেল রোদে বিকেল বেলা
পল্লী ভাটিয়ালী গানে,
নতুন করে স্পন্দন জাগায়
গাঁয়ের কৃষকের প্রানে।
উচ্ছল প্রাণোন্মাদনায় ভরে যায়
ষোড়শিনী বালিকা বধুর,
আরো বেশি মধুময় করে তোলে
তার কাঁকনের সুর।

লাইনগুলো ভালো লেগেছে :) :)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: ষোড়শী শব্দটিই স্ত্রী লিংগ। ষোড়শিনী বলে কোন শব্দ নাই। ধন্যবাদ আপনাকে

০৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৬

শুভ্র বিকেল বলেছেন: গুগলে চার্চ করে দেখলাম বেশ কয়েক লেখক শব্দটি ইউজ করেছেন। হাতের কাছে বংলা অভিধান না থাকায় দেখতে পারছি না। ইন্টারে পড়ার সময় অনেকবারই শব্দটি দেখেছি বলে মনে হয়। ইনী প্রত্যায় যুক্ত হয়ে যেসব শব্দ স্ত্রী লিঙ্গ হয় তার মধ্যে এটাও আছে বলে মনে হচ্ছে। যেমন মালী স্ত্রী লিঙ্গ আবার মালী + ইনী = মালিনী এটাও স্ত্রী লিঙ্গ। আসা রাখী ক্লিয়ার হবে।
অনেক অনেক ধন্যবাদ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: ষোড়শী শব্দটিই স্ত্রী লিঙ্গ। ষোড়শিনী বলে কোন শব্দ নাই। ধন্যবাদ আপনাকে

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

প্রামানিক বলেছেন: মালি, মালী বা মালিনী এবং ষোড়শী শব্দগুলো ডিকশনারী দেখে সিদ্ধান্ত নেন, তাহলেই আপনি বুঝতে পারবেন কোনটা স্ত্রী লিঙ্গ আর কোনটা ডবল স্ত্রী লিঙ্গ।

মালি= বাগানের কাজে নিযুক্ত ভৃত্য, উদ্যান পালক।
মালী= মাল্যরচনাকারী, মালাকর।
মালিনী= মাল্যভূষিতা, মালা পুষ্প ইত্যাদির জোগান দেয় এমন নারী।
ষোড়শী = ষোল বছর বয়সী নারী।

আপনিই এখন বলেন কোনটা স্ত্রী লিঙ্গকে স্ত্রী লিঙ্গ করলে কি হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.