নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

রাখাল ছেলে

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

রাখাল ছেলে ভর দুপুরে গরু চড়ায়,
নগ্ন পায়ে তপ্ত রোদে চৈত্র খরায়।
সারাটা দিন যায় যে কাজে,
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে।
হাসি খানা তার মুখেই থাকে ধরা,
সে মুক্ত হাসি যেন সোনা ঝরা!
আপন মনে করে সে সবুজের গান,
আকাশে বাতাসে ভেসে যায় তার প্রান।

শামুক কুড়ায়, শামুক ভাঙ্গে করে খেলা,
লাঠি দিয়ে লাঠি ঠুকে, এই খেলাতে যায় বেলা।
কাঠির উপর কাঠি রেখে, দেয় বাড়ি লাঠি দিয়ে,
চোখের পলকে সেই কাঠি যায় বহু দূর উড়িয়ে নিয়ে।
আমের আঁটি একটু পুঁতে আরেকটি দিয়ে করে আঘাত,
ভোঁ ভোঁ শাঁ শাঁ করে উড়ে যায় দু আঁটি এক সাথ।
পা দিয়ে মেপে দেখে কে দিয়েছে কত দূর, কে হয়েছে জয়ী,
হার-জিত সমান সমান, ভূবন করেছে আনন্দময়ী।

মাথাল মাথায়, কাঁচি হাতে, সোনা ফসল কাটে,
সন্ধ্যে হলে মাথায় করে সে ফসল, ফেরে বাড়ির বাটে।
রাত্রি জেগে জেগে, কৃষাণীদের সাথে মলন মলে,
গুনগুনিয়ে গানে গানে, আমার সোনার ছেলে।
রোদ্রে পুড়ে পুড়ে বাহু দু খানি তার হয়েছে কালো,
সেই কালোই যে করেছে আমার এ ভূবন আলো।
কুর্নিশ করি তারে, বার বার করি নমস্কার,
আমার গাঁয়ের রাখাল ছেলে, প্রান আমার।




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

রক্তিম দিগন্ত বলেছেন: ভাল লাগলো কবিতাটা। :)

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

প্রামানিক বলেছেন: মাথাল মাথায়, কাঁচি হাতে, সোনা ফসল কাটে,
সন্ধ্যে হলে মাথায় করে সে ফসল, ফেরে বাড়ির বাটে।


চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই। শুভেচ্ছা শতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.