![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকান্ড এক পাকড় গাছ আমার বাড়ির পিছে,
রোদ্রে দাহ শ্রান্ত মানুষ জিরোয় বসে নিচে।
একটু ঠাণ্ডা জল আর এক মুঠো মুড়ি,
আহ! কিযে তৃষ্ণা মেটায়, শান্তিতে বুক ভরি।
এই গাছেতে নানান জাতের নানান পাখির বাস,
অভয় আশ্রম যেন মুক্ত পাখির মুক্ত শ্বাস।
চিঁল শকুন মগ ডালে আর মাঝখানে হুঁতুম পেঁচা,
নিশি-রাতে হাতুম-হুতুম, ভয়ে মরি বাঁচা।
ময়না, শ্যামা, বুলবুলি, আর বসন্তের কোকিল,
ফুরুৎ ফুরুৎ দোয়েল নেচে মনোমুগ্ধ করে অনাবিল।
জানতে যদি কেহ চায়, বাড়ির কোথা জিজ্ঞাসা সুরে,
ঐ-যে দেখ ভাই, বিরাট গাছ দশ গ্রাম দূরে।
সব গাছ ছেড়ে চেয়ে আছে আকাশ পানে,
চুপটি করে দাড়িয়ে, নব পল্লবে ফাগুনের ঘ্রাণে।
ঐখানেতে আমার বাড়ি, সুখের নীড়,
ব্যাকুল করে পাখির কলতান, সন্ধ্যে আভীর।
পাঁটি পেতে বসে এই গাছের নিচে সেই ছোট্ট বেলা,
ক'জনা মিলে খেলতাম মোরা চোর-পলিশ খেলা।
চাচা-ভাতিজায় দাবায় ছিল বেশ ভার,
তার জন্য কত খেয়েছি বকা-মার।
এই তো সেই গাছ, সেই পাখি, সেই আমাদের গ্রাম,
এই তো এই ধুলা আমার অঙ্গে মাখা, দোলে অভিরাম।
স্মৃতির পাতায় পাতায় জড়ানো অমলিন ডায়রীখানা,
জীবনের সাথে মিশে আছে ধুসর পৃথিবীর মায়া ডানা।
১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২
শুভ্র বিকেল বলেছেন: পাকড় গাছ আমি অনেক দেখেছি কিন্তু সে গুলো অতিশয় ছোট্ট। আমাদের বাড়ির গাছটা সম্পুর্ণ আলাদা। বড় বড় বটগাছ যেন বাচ্চা মনে হবে।
যা হোক সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
মুড়ি ও ঠান্ডা পানি কি গাছ দেয়? তা'হলে তো এই গাছে চারা দরকার।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০
শুভ্র বিকেল বলেছেন: আমি তো এতদিন জানতাম গাছেই দেয়! কোথায় পাওয়া যায় ভাই?
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১
রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল
১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০১
শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২১
রাফা বলেছেন: পাকড় গাছ দেখিনি কখনও।ভেবে নিলাম বিশাল বটবৃক্ষের মত হবে।যেহেতু এক সাথে এত পাখির বসবাস।এইরকম ১টা গাছের নিচে প্রতিদিন কিছুটা সময় কাটাতে পারলে ভালোই হতো।
কবিতায় সময়রে বর্নণা আর সৃতিচারন ভালো লেগেছে।
ধন্যবাদ,শুভ্র বিকেল।