নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

বাংলা আমার মায়ের বুলি
কথার ঝুলি
মায়ের কোলে শেখা,
এই ভাষাতে কথা বলি
প্রথম লিখন লেখা।

বাংলা আমার মায়ের ভাষা
শব্দে ঠাসা
প্রাণ খুলে কথা বলা,
বাংলা আমার কান্না হাসা
এই ভাষাতেই চলা।

লোক ও ভাটিয়ালী গান
বাংলার প্রাণ
গ্রাম বাংলায় চলে,
নানান গানে নানান প্রাণ
এই ভাষাতে দোলে।

"মা" আমার প্রথম কথা বলা,
হাঁটি হাঁটি চলা
শেখা মায়ের মুখে,
এই তো আমার প্রাণের বাংলা
চলি সর্ব সুখে।

বাংলায় আমি স্বপ্ন দেখি
লিখন লেখি
দেখি বাংলার রূপ,
গাঁয়ের ধুলা অঙ্গে মাখি
সন্ধ্যা বাতির ধূপ।

এই ভাষারই গন্ধ রসে
হেঁটে বসে
পাই যে কত সুখ,
তিমির আঁধারেও বসে
নাই যে আমার দুখ।

ছড়া কাব্যে ছড়াছড়ি
গল্প পড়ি
কল্প রঙে স্বপ্ন বুনি,
গদ্যে পদ্যে আমি চরণ চরি
হাজার রঙে মধুর ধ্বনি।

এই তো আমার বাংলা ভাষা
নিত্য হাসা
চলে সকাল দুপুর,
এই ভাষাতে পূর্ণ হল আশা
আমার গর্ব ভরপুর।

উৎসর্গঃ প্রিয় সহ ব্লগার, কবি ও সাহিত্যিক, আহমেদ রব্বানী।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

সুরূজ বাঙালি বলেছেন: আমার মাতৃভাষা বাংলা,আমি বাংলা ভালোবাসি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

শুভ্র বিকেল বলেছেন: হ্যা আমি বাংলা ভালবাসি। প্রিয় বাঙালি ভাই অনেক অনেক ধন্যবাদ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

কল্লোল পথিক বলেছেন: "মা" আমার প্রথম কথা বলা,
হাঁটি হাঁটি চলা
শেখা মায়ের মুখে,
এই তো আমার প্রাণের বাংলা
চলি সর্ব সুখে।
চমৎকার কবিতা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক ধন্যবাদ কবি। সত্যি আমি অনুপ্রানীত। শুভেচ্ছা নিরন্তর।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: এই তো আমার বাংলা ভাষা
নিত্য হাসা
চলে সকাল দুপুর,
এই ভাষাতে পূর্ণ হল আশা
আমার গর্ব ভরপুর।


অনেক সুন্দর কবিতা। ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২১

শুভ্র বিকেল বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, প্রামানিক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.