নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

দুরন্ত ছোট।

৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৯


এস আহমেদ লিটন

তুই আমার দুরন্ত ছোট, ডানপিটে, অসম সাহসী,
সবার ছোট, বড় আদরের ছিল কত হাসি খুশি।
কোলে পিঠে করি, আদর সোহাগ ভরি,
বুঝিনি কখন পেরিয়ে গেল বছর কুড়ি।
সারা দিনমান ভরি, এ বাড়ি ও বাড়ি ছুটাছুটি,
কত হাসি আনন্দে গড়াগড়ি খেয়ে লুটোপুটি।
এমনি করে কেটে গেল শৈশব কৈশোর,
জীবনের গল্প গানে মধুর স্মৃতি ধূসর।
তখনো উঠেনি রবি, লালিমায় ভরা উষা,
তখনো বহিছে শুভ্র বাতাস, বুক ভরা আশা।
সেই উষা যে সূর্য্য ডোবার ভাষা, কে জানিত কবে,
কে জানিত ভাই আমার স্মৃতির পাতায় রবে।
তার দুরন্তপনায় ভরা ছিল সারা বাড়ি,
এ ঘর ও ঘর সবখানে তার স্মৃতি ভারি।
যেমন ছিল, তেমনই রয়েছে তার ঘর খানা,
এলোমেলো কাপড় ভরা আলনা, শুন্য বিছানা।
স্মৃতি কাতর হৃদয়ে বার বার ভেসে উঠে তার ছবি,
সবকিছুই আছে তবু কি যেন নেই শুন্য সবি।

তুই রাখতিস সারা বাড়ি হৈ হুল্লোড় প্রাণ চঞ্চল,
হাসি গানে আনন্দে ভরা নব যৌবনা উচ্ছ্বল।
সেই ভাই আমার গহীন আঁধারে শুয়ে একাকী,
কি জানি কত কষ্টে কাঁদিয়া উঠেছে থাকি থাকি।
হে খোদা, দিন দুনিয়ার মালিক, দয়ার সাগর তুমি,
হে আমার প্রতিপালক, তুমিই অন্তর্যামী।
গোরেতে একটু শান্তি দিও, দিও নূরের আলো,
ভাই যেন আমার ঘুমই ভুলে তিমির নিশী কালো।
তখনো কড়ি, ফোটেনিকো জীবনের ফুল,
হয়ত চলার পথে ছিল কত শত ভুল,
হায়! খোদা দয়াময়, কড়জোড়ে তুলি হাত,
আমার ভাইকে নিও আমারও প্রিয় নবীর সাথ।

যে ছিল আগমনী গান, উচ্ছ্বাস প্রাণ,
সূর্যোদয়ে শুভ্র সকালের শুভ্র ঘ্রাণ।
আগামীর পথ চলা, তারুণ্যের উৎসবে উদ্ভাসিত আলো,
যে ছিনিয়া আনিবে রাঙা প্রভাত, ভেদিয়া তিমির কালো।
সে যে তরুণ, সে যে আমারই আদরের ভাই,
কুয়াশার মত ক্ষণিক রোদেই মিশে গেছে হায়!
চারিদিকে তারুণ্যের উৎসবে মাতোয়ারা, ফুল আর কলির খেলা,
নব যৌবনে নব গানে, চলেছে দিগ্বিজয়ের মেলা।
কত পাহাড় গিরি সংকুল পাড়ি, তরুণ চলেছে সব কিছু ছাড়ি,
কত শত ডরকে চূর্ণ করি সে যে চলেছে আকাশ ফাড়ি।
তারুণ্যের জয়োৎসবে উদ্দীপ্ত জয়োগান তাঁহারই সাজে,
চোখের জলে নাহিয়া আমি খোজে ফিরি হাজার তরুণের মাঝে।
হায়! খোদা আর পারছি না, আজি ভাইহারা, বাঁধনহারা,
চঞ্চলা বাড়ি আজি তিমির আঁধার, নিরব শান্তধারা।
একটু শান্তি দাও গো খোদা, একটু শক্তি দাও সে বাপ-মায়ের মনে,
কুড়িটি বছর ধরে যারা হাঁটি হাঁটি পা পা চোখে চোখে রেখেছিল প্রাণে।
হে রহীম, হে রহমান, হে মোর প্রিয় খোদা,
কত শত পাপ করেছি ডাকিনি তোমায় সদা,
তবু আজ তুলিয়াছি হাত, শত পাপ ভার জানা অজানা,
জান্নাতুল ফেরদাউস দিও গো আমার ভাইয়ের কবরখানা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.