নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

প্রধান বিচারপতির অপসারণ, সাংবিধানিক দ্বন্দ্ব।

১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০০

সংবিধানে ষোড়শ সংশোধনী বাতিল করে আদালত যে রায় দিয়েছে এবং পূর্ণাঙ্গ রায়ে যে বিশ্লেষণ করেছে তা সংবিধানের মূলনীতির বিরোধী, গণতন্ত্রের বিরোধী। বিচার বিভাগের কোন আইন প্রণয়ের ক্ষমতা নেই, তারা শুধু সংবিধানের মূলনীতি পরিপন্থী কোন আইন পাস হলে বাতিল করার ক্ষমতা রাখেন। বিচারপতি অপসারণে যে জুডিশিয়াল কমিটির কথা বলা হয়েছে তা অস্ত্রে মুখে ক্ষমতা দখলকারী সামরিক সরকারের একটি অধ্যাদেশ মাত্র যা পরে তিনি পঞ্চম সংশোধনীর মাধ্যমে আইনে পরিনত করেন। যদি তখনকার রাজনৈতিক বাস্তবতা দেখি তবে দেখা যায় জিয়া সরকার পাকিস্তান তোষণ নীতির ধারাবাহিকতার একটি জ্বলন্ত উদাহরণ এই পঞ্চম সংশোধনী যা সম্পূর্ণ সংবিধান বিরোধী বলে আদালত রায় দিয়েছে। কিন্তু সেই আদালত, সেই অবৈধ সামরিক সরকারের অধ্যাদেশ কিভাবে বহাল করে যা সম্পুর্ণ গণতন্ত্র বিরোধী। যদি এই প্রধান বিচারপতি কোন অন্যায় করেন তার বিচার তিনি নিজেই করবেন। এটা শুধু গণতন্ত্রের পরিপন্থীই নয় চরম হাস্যকরও বটে। আমার বিচার আমিই করব। যখন তিনি নিজেই নিজের বিচার করবেন তখন জনগণের ভূমিকা কি? আর যদি জনগণের কোনরূপ ভূমিকা না থাকে তবে তা গণতান্ত্রিক হয় কি করে? এর অর্থ প্রধান বিচারপতি যে বিশ্লেষণ দিয়েছেন তা স্ববিরোধী এবং নিজ স্বার্থে জনগণের স্বার্থে নয়। তবে তিনি এটা করতে পারতেন, সংবিধানের যে সব ধারা সংসদ সদস্যদের ক্ষমতা কুক্ষিগত করেছে সেগুলো বাতিল করে সংসদের হাতে তথা জনগণের হাতে ক্ষমতা অর্পণ করা বা আইনটি বহাল রাখা। আমাদের জেনে রাখা দরকার আজ আওয়ামী লীগ আছে কাল অন্য কেউ থাকবে কিন্তু প্রধান বিচারপতির এই কেউটে কখনো যাবে না। বিশ্বে এক মাত্র পাকিস্তান ছাড়া কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এই নিয়ম নেই। আমরা ৪৬ বছর পরে এসে সংবিধানের মূলনীতি ভেঙ্গে পাকিস্তানকে ফলো করতে পারি না। এটা বিবেকেরও চরম পরাজয়। খুব সম্ভবত আওয়ামী সরকারের সবচেয়ে বড় ভুল সিনহাকে প্রধান বিচারপতি করা যার মাশুল গণতন্ত্রকে দিতে হচ্ছে। "আমার বক্তব্যকে যদি কেউ রাজনৈতিক মনে করে তবে এমন বক্তব্য আমি দিতেই থাকব"। এটা তার পোস্ট ও আইনের সাথে যায় কি না তা আমার বেশ সন্দেহ আছে। এটা সরাসরি সরকারকে চ্যালেন্জ ছুড়ে দেয়া যা তিনি পারেন না। অতি সম্প্রতি সরকার তথা আইনমন্ত্রীর সাথে বেশ কিছু ইসুতে দ্বিমত ও দ্বন্দ্ব দেখা দিয়েছে প্রধান বিচারপতির বিশেষ করে বিচার বিভাগের ক্ষমতা বন্টন নিয়ে। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের ৮০% ক্ষমতা সরকারের হাতে যেমন নিয়োগ বদলী, অপসারণসহ অন্যান্য বিষয়ে, অন্যদিকে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি রাষ্ট্রপতির ক্ষমতা চান যা আমি দিতে পারি না। এই টানপরেন যে রায়ে ব্যাপকভাবে প্রভাবিত করেছে তা বুঝতে খুব বেশি জ্ঞান থাকার প্রয়োজন নেই। শুধু সাধারণ দৃষ্টি থাকলেই যতেষ্ট। আশা করছি সরকারের তিনটে বিভাগই জনগণ তথা জনপ্রতিনীধিদের হাতে ফিরে আসবে শিঘ্রই।

যেহেতু প্রধান বিচারপতির অপসারণ ক্ষমতা প্রথম সংবিধানে সংসদকে দেয়া হয়েছিল সেহেতু এটি সংবিধান বিরোধী নয়। সংবিধান বিরোধী না হলে তার বিচার করার ক্ষমতা বিচার বিভাগের নেই একই সাথে প্রথম সংবিধানের কোন একটি আইন কিম্বা ধারা নিয়েও বিচার করার এক্তিয়ার বিচার বিভাগের নেই, নেই অবৈধ বলার ক্ষমতা। এখন আপনি যদি বলেন, এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক তাহলে আপনাকে বলতে হবে প্রথম সংবিধানই সংবিধানের সাথে সাংঘর্ষিক যা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নই।
যেহেতু পঞ্চম সংশোধনী আদালত কর্তৃক বাতিল হয়েছে, সেহেতু জুডিশিয়াল কাউন্সিলে অটোমেটিক্যালি ফিরে যাওয়া সম্ভব নয়। আদালত স্পষ্ট করে বলেছে, সামরিক সরকার কর্তৃক গৃহীত সব আইন অবৈধ। সেই অবৈধ আইন দিয়ে গঠিত জুডিশিয়াল কাউন্সিল চলতে পারে না। আবার আদালত আইন বিভাগকে নির্দেশ দিতে পারে না তোমরা নতুন আইন তৈরি কর। আদালতের কাজ বর্তমান আইনে বিচার করা, কোন নতুন আইন তৈরি করা বা করার নির্দশনা দেয়া নয়। আদালত মামলার রায়ে একটি অবজারভেশন দিয়ে থাকেন, সেই অবজারভেশন হতে হবে মামলা রিলেটেড কিন্তু এই আদালত অযাচিত ইতিহাস টেনে বিতর্ক সৃষ্টি করতে পারে না যেখানে মামলার সাথে কোন প্রকার সম্পর্ক নেই। একই সাথে জনগণ দ্বারা নির্বাচিত সম্মানিত পার্লামেন্ট মেম্বারদের ইমমেচিউর্ড বলারও ক্ষমতা নেই। তাদের উচিত পার্লামেন্ট মেম্বারদের সম্মানের সাথে কথা বলা কেননা এই এমপিগণ সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত। গণতন্ত্রকে সম্মান করতে হলে অবশ্যই গণপ্রতিনীধিদের আগে সম্মান করতে হবে। গণপ্রতিনীধিদের অসম্মান করে গণতন্ত্র, গণতন্ত্র বলে মুখে ফেনা তোলা সত্যি ন্যাক্কারজনক। হ্যা এটা মানছি, স্বাধীনতার পর থেকে বেশ কিছু পার্লামেন্ট বিতর্কিত হয়েছে তার মানে এই নয় যে সব পার্লামেন্ট এবং পার্লামেন্টারিয়ান ইমমেচিউর্ড। আমাদের মনে রাখতে হবে, আমরা তৃতীয় বিশ্বের একটি উন্নায়নশীল দেশ ঠিক একই ক্যাটাগরির আর পাঁচটি দেশের মত যেখানে যেখানে শিক্ষা, বস্ত্র, পুষ্টিহীনতার সাথে সাথে রয়েছে বড় ধরনের দুর্ণীতি। তাই আমরা যেমন স্বপ্নের মত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটি হতে পারব না, তেমনই চায়লেই ক্ষুদা, দারিদ্র্য, দুর্নীতি একদিনে বন্ধ করতে পারব না। আমাদের যেতে হবে গুটি গুটি পায়ে, আস্তে আস্তে।
এই রায় নিয়ে সরকার ও বিরোধী দলের যে টানাটানি চলছে, রাজনীতি চলছে তাও বন্ধ হওয়া উচিত। এটি একটি আদালতের বিষয়, রাজনৈতিক বিষয় নয়। আদালতের একটি রায় নিয়ে এমন টানা হেচড়া আমাদের রাজনীতিতে শিশুসুলভ আচরণ ছাড়া কিছুই নয়। সরকারের উচিত, আইনগত বিষয় আইনের মাধ্যমে সমাধান করা, টেবিলের নিচ দিয়ে নয়। টেবিলের নিচ দিয়ে কোন সমস্যার সমাধান করতে গেলে সমস্যা শুধু বাড়বে বই কমবে না। জনমনেও সন্দেহের সৃষ্টি হবে। সরকার যেভাবে নড়চড়ে বসছে তাতে মনে হচ্ছে, যে কোন উপায়ে সমাধান চায়। কিন্তু যেনতেন বা যেকোন উপায়ে সামাধানের ফল যে খুব ভাল হবে না তা সরকারের বোঝা উচিত।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪

আবদুল মমিন বলেছেন: বিচার মানি তাল গাছ আমার ।

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫১

শুভ্র বিকেল বলেছেন: আমার মনে হয় যুক্তি দিয়ে ভেঙ্গে দিলে ভাল হয়। ধন্যবাদ।

২| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: দেশের কোনকিছুই সুন্দর ভাবে সহজে সমাধান হয়না।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

শুভ্র বিকেল বলেছেন: হুম তা অবশ্য ঠিক। সবকিছুরই একটা বিরোধিতা থাকে তবে সে বিরোধিতা যদি যৌক্তিক হয় তাতে দোষ কি। গঠনমূলক সমালোচনা করার অধিকার সবার আছে। অনেক অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।

৩| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৬

চেংকু প্যাঁক বলেছেন: ভাল লিখেছেন

তবে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদা আলাদা বিশ্লেষন ধর্মী লেখা হলে খুব ভাল হত।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬

শুভ্র বিকেল বলেছেন: মোটামুটি মূল পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। মূল পয়েন্টের বাইরে গিয়ে বিশদ আলোচনা এই রায়ের মত বিতর্কের জন্ম দিয়ে পারে।

৪| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

চেংকু প্যাঁক বলেছেন: প্রশ্ন-১: বিচার বিভাগের কোন আইন প্রণয়ের ক্ষমতা নেই, তারা শুধু সংবিধানের মূলনীতি পরিপন্থী কোন আইন পাস হলে বাতিল করার ক্ষমতা রাখেন। - এই কথা সংবিধানে কোথায় লেখা আছে, বা সংবিধানের কোন ধারার আলোকে আপনি এইটা বলেছেন?

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪০

শুভ্র বিকেল বলেছেন: সংবিধান সম্পর্কে নূন্যতম ধারনা বা কিছুটা সাধারণ থাকলেও নিজেই উত্তর পেয়ে যেতেন। আইন বিভাগের কাজ আইন তৈরি করা, বিচার বিভাগের কাজ উক্ত আইনে বিচার করা। বিচার বিভাগ যদি আইন প্রনয়ণ করে তবে আইন বিভাগের কাজ কি? এই সাধারণমানের প্রশ্নের জন্য রেফারেন্স দরকার নেই।

৫| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৪

চেংকু প্যাঁক বলেছেন: প্রশ্ন-২: বিচারপতি অপসারণে যে জুডিশিয়াল কমিটির কথা বলা হয়েছে তা অস্ত্রে মুখে ক্ষমতা দখলকারী সামরিক সরকারের একটি অধ্যাদেশ মাত্র যা পরে তিনি পঞ্চম সংশোধনীর মাধ্যমে আইনে পরিনত করেন। - রেফারেন্স দেন

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫

শুভ্র বিকেল বলেছেন: আপনার পঞ্চম সংশোধনী পড়া দরকার। পঞ্চম সংশোধনীতে যে প্রধান বিচারপতির অপসারণ ক্ষমতা জুডিশিয়াল কাউন্সিলের হাতে দেয় এটা সবারই জানা থাকার কথা। এখন প্রশ্ন আসতে পারে সেটা আগে অধ্যাদেশ ছিল কি না। এই বিষয়ে রেফারেন্স দিতে হলে ঘেটে দেখতে হবে। দেখি খুঁজে পাই কি না, পেলে জানাব।

৬| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭

জগতারন বলেছেন:
এই রায় নিয়ে সরকার ও বিরোধী দলের যে টানাটানি চলছে, রাজনীতি চলছে তাও বন্ধ হওয়া উচিত।
এটি একটি আদালতের বিষয়, রাজনৈতিক বিষয় নয়।
আদালতের একটি রায় নিয়ে এমন টানা হেচড়া আমাদের রাজনীতিতে শিশুসুলভ আচরণ ছাড়া কিছুই নয়।
সরকারের উচিত, আইনগত বিষয় আইনের মাধ্যমে সমাধান করা, টেবিলের নিচ দিয়ে নয়।


সহমত!!!

তবে কি প্রধান বিচার পতি ভবিষ্যৎ রাষ্ট্রপতি হওয়ার আশ্বাস পেইয়েছেন মনে হচ্ছে। অথবা তার একাউন্টে ডলার/ পাউন্ড জমা পড়েছে।
দেলু মৌলানাকে তার (প্রধান বিচার পতি) দ্বিমতের কারনে ফাঁসী থেকে বাঁচিয়েছে।
রায়'-এর আগে তিনি (প্রধান বিচার পতি) একাধিকবার লন্ডনে গিয়ে স্বাধীনতা বিরোধীদের সাথে সাক্ষাত ও তাদের সভাসমাবেসে হাজিরা দিয়েছেন জানা যায়।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

শুভ্র বিকেল বলেছেন: হ্যা কথাটা আমিও শুনেছি, কিন্তু প্রমান ছাড়া উল্লেখ করা কষ্টকর। প্রধান বিচারপতি আত্মস্বীকৃত পিস কমিটির মেম্বার। এজলাসে বসে তিনি বলেছেন, তিনি দিনের বেলা পিস কমিটির মেম্বার ছিলেন, রাতের মুক্তিযাদ্ধাদের সহায়তা দিতেন। যদি এখন আমি বলি এখন সুযোগ বুঝে তিনি রাতের অংশটুকু জোড়া দিয়েছেন। যদি বলি তিনি পাকবাহিনীর চর হিসেবে রাতের মুক্তিযাদ্ধাদের সাথে মিশতেন। মন থেকে আসলে তিনি কার সাহায্য করেছিলেন কে জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.