![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিল পাটে- আমি- তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায় পাড়ে লয়ে যাও আমায়.....
গত কয়েকদিন আগে পত্রপত্রিকার মাধ্যমে জানলাম যে মোবাইল ফোন সম্র্পকিত অপরাধ নিয়ন্ত্রণে আবারও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগের সিন্ধান্ত নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।বিটিআরসি এ সংক্রান্ত একটি বিধিমালাও চূড়ান্ত করে এনেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এটি অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে সব মোবাইল ফোন অপারেটরকে নিজ দায়িত্বে পুনঃনিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার সময় এবং অন্যান্য শর্ত জানাবে বিটিআরসি। এ কার্যক্রমের প্রথম ধাপে আগামী ১২ অক্টোবর থেকে নতুন সিম বিক্রিতে প্রি-অ্যাক্টিভিশন বন্ধ করা হয়েছে। তাতে সিম কিনেই তাৎক্ষণিক আর কেউ কথা বলতে পারবেন না। বরং সিম কেনার পর সঠিক তথ্যে ফরম পূরণ হয়েছে কি-না তা যাচাই-বাছাইয়ের পর সিমটি ব্যবহার উপযোগী (অ্যাক্টিভেট) হবে। এরই মধ্যে এ নির্দেশনা সব অপারেটরকে জানানো হয়েছে।
এ ব্যপারে আমি আমার কিছু অভিমত সবার কাছে তুলে ধরতে চাই। আমাদের দেশের বর্তমানের সিম বিক্রেতারা সামাজের এমন একটা শ্রেণীতে পড়ে, যারা সিম বিক্রির কমিশন পাবার জন্য অনেক প্রতারনার আশ্রয় নিতে পারে এবং এই সুয়োগটা কাজে লাগায় সন্ত্রাসী ও প্রতারক গোষ্ঠী। মনে করুন, জাতীয় পরিচয়পত্র কোথাও ফটোকপি করতে গেলেন, দোকানদার আপনার অজান্তে পরিচয়পত্রের একটা অনুলিপি রেখে, তা বিক্রি করে দিলো সিম বিক্রেতা বা প্রতারকদের কাছে। আবার আপনি চাকুরীর আবেদনপত্রে আপনার ছবি সংযুক্ত করে দিলেন সিম বিক্রেতা বা প্রতারকরা এসব সংগ্রহ করে ভূয়া পরিচয়ে সিম নিবন্ধন করে। বিটিআরসি ইতিপূর্বে ২০০৭ সালে ব্যাপক প্রচারনার মাধ্যমে সিম পুনঃনিবন্ধন করে এবং অনিবন্ধীত সিম স্থায়ী ভাবে বন্ধ করে দেয়। কিন্ত বর্তমানে এ সম্র্পকিত অপরাধ না কমায় আবার পুরানা ঔষুধের সন্ধান করছে যার সম্র্পকে সন্ত্রাসী ও প্রতারক গোষ্ঠী অভিজ্ঞ।
আমার প্রস্তাবনা হচ্ছে, এবার দেশের মোবাইল ডিভাইস নিবন্ধনের ব্যবস্থা করুন। প্রতিটি মোবাইলের একটি ইমি (IMEI = International Mobile Equipment Identity) নম্বর থাকে যা প্রতিটি মোবাইলকে মৌলিক ভাবে চিহ্নিত করতে পারে। উন্নত বিশ্বে মোবাইল সম্র্পকিত অপরাধ সনাক্ত করার জন্য এই ইমি নাম্বার ব্যবহার করে। শুধুমাত্র নিম্মমানের কিছু চায়না ফোন ছাড়া সব মোবাইলে ইমি থাকে। ভারত ২০০৯ সালে ইমি ছাড়া মোবাইল নিষিদ্ধ করে, ফলে কয়েক লক্ষ মোবাইল সেট বাতিল হয়ে যায়। দেশের জাতীয় নিরাপত্তার জন্য ভারত এ সিন্ধান্তটি কার্যকর করে। বিটিআরসি জাতীয় পরিচয়পত্র সহকারে মোবাইল ডিভাইসের নিবন্ধনের মাধ্যমে নিম্মে উল্লেখিত সুবিধাদি পেতে পারে।
১. চুরি বা ছিনতাইকৃত মোবাইল খুজেঁ বের করতে অথবা মোবাইল অপারেটরের মাধ্যমে তা অকেজ করে ফেলতে। ফলে মোবাইল চুরি বা ছিনতাই শূ্ন্যের কোঠায় নেমে আসবে। সেই সাথে বেঁচে যাবে অসংখ্য সাধারন নাগরিকের জীবন।
২. সন্ত্রাসী ও প্রতারকদের ইমির মধ্যমে অনুসরন বা খুজেঁ পাওয়া অপেক্ষাকৃত সহজ। কারন সিম সহজলভ্য ও সহজে বহনযাগ্য হওয়ায় এদের কাছে একধিক সিম থাকে এবং সাধারনত তাদের একই সেটে সিম পাল্টে ব্যবহার করে।
৩. মোবাইল সিমের মূল্য কম হওয়ায় আনেক সাধারন গ্রাহক সিম নিবন্ধনে অবহেলা করেন। কিন্ত চুরি বা ছিনতাই হলে মোবাইল ফেরত পাবার আশায় গ্রাহক সেট নিবন্ধনে সেচ্ছায় আগ্রহী হবেন।
৪. অপরাধ তদন্তে অসাধারন গতি এনে দেবে এই ইমি নাম্বার।
৫. মোবাইলে মিসকল, উক্তত, হুমকি, চাঁদাবাজি, মুক্তিপন আদায় ইত্যাদি রাতারাতি কমে যাবে।
৬. দেশে সিমের চাইতে সেটের সংখ্যা কম, তাই সেট নিবন্ধন ও ব্যবস্থাপনা সহজতর।
৭. সিম বিক্রেতার তুলনায় সেট বিক্রেতাদের মাধ্যমে ভূয়া নিবন্ধনের সম্ভাবনা কম।
৮. আমদানীকৃত সেটগুলোর প্রতিটির ইমি নাম্বার চলে যাবে বিটিআরসির কাছে। সেই তালিকা অনুযায়ী নিবন্ধন হবে। ফলে কর ফাঁকি দেয়া সেটগুলো নিবন্ধনের সুযোগ হারাবে। বিটিআরসি সহজেই খুঁজে বের করতে পারবে অবৈধ ভাবে আমদানীকৃত সেটগুলো। ফলে রাজস্ব বৃদ্ধি পাবে।
আশা করি সবাই এই ব্যপারে সচেতন হলে বিটিআরসি মোবাইল সেট নিবন্ধনে আগ্রহী হবে। আপনার মতামত একান্ত কাম্য।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩০
সুজন দেহলভী বলেছেন: ধন্যবাদ। আপনার সময় দেবার জন্য।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৯
বাকরুদ্ধ আমি বলেছেন: ভালো তথ্য । একটা প্লাস ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৮
সুজন দেহলভী বলেছেন: ধন্যবাদ।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৩
সাকী বলেছেন: মোবাইল চুরি ঠেকানোর একমাত্র পথ। ধন্যবাদ এ বিষয়ে সচেতন করার জন্য।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৬
সুজন দেহলভী বলেছেন: ধন্যবাদ আপনার সময় দেবার জন্য।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
সিরাজুলইসলাম বলেছেন: নেটওয়ার্ক অপারেটর এরা সর্তক হলেই একাজের উদ্দেশ্য কেবল সফল হবে
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৮
নোবডি বলেছেন: আইডিয়া ভালো। আসল জায়গায় হাত দিয়েছেন।
Details Plan নিয়ে আপনার উচিত যথাযথ জায়গায় যোগাযোগ করা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩২
সুজন দেহলভী বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেবার জন্য।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৪
মোঃ তানভির বলেছেন: +++