![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিল পাটে- আমি- তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায় পাড়ে লয়ে যাও আমায়.....
জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত ও উন্নততর সেবা প্রদানের উদ্দেশ্যে করদাতাদের বর্তমান ১০ (দশ) ডিজিটের TIN পরিবর্তন করে e-TIN পদ্ধতির মাধ্যমে অনলাইনে নতুন ১২ (বার) ডিজিটের TIN প্রদানের ব্যবস্থা বিগত ০১/০৭/২০১৩ তারিখ হতে চালু করেছে। নতুন এ পদ্ধতি প্রবর্তনের ফলে ১ জানুয়ারী ২০১৪ থেকে পুরোনো ১০ (দশ) ডিজিট TIN আর কার্যকর থাকবে না। উক্ত ব্যবস্থার মাধ্যমে সম্মানিত করদাতাগণ তার সুবিধাজনক স্থান ও সময়ে http://www.incometax.gov.bd ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে Re-registration করে ১০ (দশ) ডিজিট TIN এর স্থলে ১২ (বার) ডিজিট এর TIN গ্রহণ করতে পারেন। তাছাড়া Re-registration প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষে জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি করদাতাদের ২০১৩-২০১৪ করবছরের রিটার্ন দাখিলের সময় ১২ (বার) ডিজিটের টিআইএন গ্রহণ করে থাকলে তা উল্লেখ করতে অথবা রিটার্নের সাথে Re-registration সংক্রান্ত ফরম দাখিলের জন্য অনুরোধ করছে। Re-registration সংক্রান্ত ফরম সংশ্লিষ্ট সার্কেল, জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট http://www.nbr-bd.org অথবা ' e-TIN Registration পদ্ধতি' এর ওয়েবসাইট http://www.incometax.gov.bd হতে ডাউনলোড করা যাবে। করদাতাগণ নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট সার্কেল স্ব-উদ্যোগে করদাতার Re-registration প্রক্রিয়া সম্পন্ন করে ১২ (বার) ডিজিট এর নতুন TIN প্রদানপূর্বক করদাতাকে অবহিত করবে।
উল্লেখ্য সম্মানিত করদাতাদের সুবিধার্থে অন্যান্য বছরের ন্যয় এবারও "আয়কর মেলা ২০১৩" আগামী ১৬-২২ সেপ্টেম্বর ২০১৩ তারিখ অফিসার্স ক্লাব, বেইলী রোড, ঢাকা সহ দেশের সকল বিভাগীয় ও জেলা শহরে অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের সুবিধার্থে 'e-TIN Registration পদ্ধতি' তে স্বচ্ছ ও নির্ভুল প্রক্রিয়ার মাধ্যমে TIN Registration/Re-registration সম্পর্কিত সেবা প্রদানেরও ব্যবস্থা করেছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০১
সুজন দেহলভী বলেছেন: ঘুরে আসুন http://www.incometax.gov.bd
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
সুজন দেহলভী বলেছেন: ধন্যবাদ। আমার পাতায় আসার জন্য।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮
চারশবিশ বলেছেন: রেজিস্ট্রেশন করলাম খুবই সোজা
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
সুজন দেহলভী বলেছেন: আসলেই। মজার ব্যপার হলো যখন জাতীয় পরিচয়পত্রের তথ্য স্বয়ং চলে আসে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
দারাশিকো বলেছেন: প্রথমবারের মত টিন রেজিস্ট্রেশন করতে হলে কি করতে হবে? অনলাইনে করা সম্ভব?