নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপার হয়ে বসে আছি.........

সুজন দেহলভী

আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিল পাটে- আমি- তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায় পাড়ে লয়ে যাও আমায়.....

সুজন দেহলভী › বিস্তারিত পোস্টঃ

সম্রাট শাহ জাহান এবং মমতাজ সম্পর্কিত কিছু বিভ্রান্তি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫০

সম্প্রতি পূর্বে তাজমহল সম্পর্কিত একটি পোষ্ট ফেসবুকে দেখেছিলাম, যেখানে সম্রাট শাহ জাহান, মমতাজ এবং তাজমহল সম্পর্কিত কিছু বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যা হয়তো আনেকে জানেনও না। আমি তার তথ্যের উপস্থাপনাগত ত্রুটির সংশোধনের চেষ্টায় ইন্টারনেটের সহয়তায় কিছু সহায়ক তথ্যের সন্ধান পেলাম:

[ফেসবুকে প্রচারিত সেই বিভ্রান্তি ছড়ানো লেখাটি]


১. Mamtaz was Shahjahan's 4th wife out of his 7 wives.

>> রাজপুত্র শাহ জাহান ১৬০৭ সালে মমতাজ ওরফে আঞ্জুমান্দ বানু বেগমের প্রেমে পড়েন এবং ১৬১২ সালে দীর্ঘ পাচঁ বছর পারিবারিক মতদন্ধের অবসানের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সক্ষম হন। ইতিমধ্যে মোঘল সাম্রাজ্য বিস্তার ও অস্থিত্ত অটুট রাখার লক্ষ্যে পারিবারিক সিদ্ধান্তের কারনে আকবারাবাদি মহল এবং কান্দাহারি মহল সাথে বিয়ে হয় এবং ইতিহাসে উনারা রাজসিক স্ত্রী (Royal wife) হিসেবে পরিচিত। এধরনের রাজনৈতিক বিয়ের উদাহরণ তার পূর্বে এবং পরে যথেষ্ট বিদ্যমান। উইকিপিডিয়াতে উল্লেখিত সেই তথ্যানুসারে মমতাজ উনার তৃতীয় স্ত্রী, যা পোষ্টটিতে ৪র্থ হিসাবে উল্লেখ করা হয়েছে।

২. Shahjahan killed mumtaz's husband to marry her
>> ইতিহাসের পাতায় রাজপুত্র খুর্রমের সাথে আঞ্জুমান্দ বানু বেগমের বিয়ের কথা উল্লেখ আছে। রাজপুত্র খুর্রম হচ্ছে সম্রাট শাহ জাহান পূর্বনাম এবং উইকিপিডিয়াতে মমতাজের স্বামী হিসাবে একমাত্র সম্রাট শাহ জাহানের নাম উল্লেখ করা হয়েছে। অনেকেই রাজপুত্র খুর্রম এবং সম্রাট শাহ জাহান নামের পার্থক্যে ভুল করে দুই ব্যক্তি ভাবেন।

৩. Mumataz die during her 14th delivery
>> শাজাহান এবং মমতাজ দম্পত্তির ১৩ টি সন্তানের মাঝে ৭ জনই জন্মের কিছু দিনের মাঝে মারা যান। অপর ছয় সন্তান হলো শাহ্ সূজা, জাহানার বেগম, দারাশিকো, আরঙ্গজেব, রওশন আরা বেগম এবং মুরাদ বক্স। এছাড়া সম্রাট শাহজাহানের প্রথম দুই পক্ষের দুটি সন্তান ছিল। মমতাজের পরে যে সাতটি রাজসিক স্ত্রী (Royal wife) ছিলেন তাদের ঘরে কোন সন্তানের অস্তিত্ব পাওয়া যায়নি।

৪. After her death Shahjahan married Mumtaz's Sister
>> মমতাজের মৃত্যুর পর সম্রাট শাহ জাহান কোন ধরনেরই বিয়ে করেননি, সেখানে মমতাজের বোনকে বিয়ের তথ্য সম্পূর্ণ বানোয়াট।

তৎকালীন দাললিক তথ্যানুযায়ী শাজাহান এবং মমতাজ দম্পত্তির সম্পর্ক ছিলো অন্য স্ত্রীদের চাইতে সুষ্পষ্টরূপে পৃথকযোগ্য। মমতাজের মৃত্যুর পর তার শোকবহ মনের অবস্থা অনূভব করার জন্য আমি সকলকে (যারা মোঘল ইতিহাসে অাগ্রহী) অনুরোধ করবো ন্যাশনাল জিওগ্রাফীর তাজমহলের উপর নির্মিত প্রামান্যচিত্র "সিক্রেটস্ অব তাজমহল" দেখার জন্য।

পরিশেষে সকলকে অনুরোধ করবো সঠিক ইতিহাস পড়তে এবং যেকোন মিথ্যাচারকে দমন করতে, কারণ মিথ্যাচারকে প্রশ্রয় দেয়া মিথ্যাচারের নামান্তর।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০১

ফেরদাউস আল আমিন বলেছেন: ভাববার বিষয় :| !! হয়্যার ওয়ায "লাভ"।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

সুজন দেহলভী বলেছেন: আপনি বোধ হয় অামার লেখাটা না পড়ে শুধু ছবিটা পড়েছেন, যেখানে মিথ্যা লেখা হয়েছে।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

জুন বলেছেন: সম্রাট শাহজাহান মমতাজ মহলের স্বামীকে হত্যা করেনি। সে অবিবাহিতা ছিল। স্বামী শের আফগানকে হত্যা করে অসামান্য সুন্দরী নুরজাহানকে বিয়ে করেছিল শাহজাহানের পিতা সম্রাট জাহাঙ্গীর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

সুজন দেহলভী বলেছেন: ২. Shahjahan killed mumtaz's husband to marry her
<< ইতিহাসের পাতায় রাজপুত্র খুর্রমের সাথে আঞ্জুমান্দ বানু বেগমের বিয়ের কথা উল্লেখ আছে। রাজপুত্র খুর্রম হচ্ছে সম্রাট শাহ জাহান পূর্বনাম এবং উইকিপিডিয়াতে মমতাজের স্বামী হিসাবে একমাত্র সম্রাট শাহ জাহানের নাম উল্লেখ করা হয়েছে। অনেকেই রাজপুত্র খুর্রম এবং সম্রাট শাহ জাহান নামের পার্থক্যে ভুল করে দুই ব্যক্তি ভাবেন।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫

আনু মোল্লাহ বলেছেন: সুন্দর পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
উপরে অনেকের মন্তব্য পড়ে মনে হল, তাঁরা পোস্ট না পড়েই কমেন্ট করেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

সুজন দেহলভী বলেছেন: অানু ভাই, আমি কিছু মন্তব্য পড়ে নিজেই বিভ্রান্ত হয়ে নিজের লেখাটা আবার পড়ে দেখলাম কি লিখেছি। আসলেই "তাঁরা পোস্ট না পড়েই কমেন্ট করেন"

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন:
পরিশেষে সকলকে অনুরোধ করবো সঠিক ইতিহাস পড়তে এবং যেকোন মিথ্যাচারকে দমন করতে, কারণ মিথ্যাচারকে প্রশ্রয় দেয়া মিথ্যাচারের নামান্তর।---

আপনার লেখাটি ভাল লেগেছে। ধন্যবাদ ভাই!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

সুজন দেহলভী বলেছেন: ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দেবার জন্য।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কারা এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে তা পরিস্কার। বুঝতে কোন অসুবিধে হয়না।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

জুন বলেছেন: She was born as Arjumand Banu Begum in Agra, to a family of Persian nobility. She was the daughter of Abdul Hasan Asaf Khan. Arjumand Banu Begum was married at the age of 19, on 10 May 1613, to Prince Khurram, later known to be Emperor Shah Jahan, who conferred upon her the title "Mumtaz Mahal".
এটা উইকিপিডিয়া থেকে মমতাজ মহলে কে নিয়ে লেখা । আপনার সুত্রটা বলবেন কি ? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অন্র্স সহ মাস্টার্স পাশ করেছি । কোথাও পাইনি আরজুমান্দের আরেকটি বিয়ে বা স্বামী হত্যার কথা । হয়তো আমাল জানার ব্যপারে ঘাটতি থাকতে পারে ভাই :) সব জানবো এটা তো না । ভালো থাকবেন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

সুজন দেহলভী বলেছেন: "ইতিহাসের পাতায় রাজপুত্র খুর্রমের সাথে আঞ্জুমান্দ বানু বেগমের বিয়ের কথা উল্লেখ আছে। রাজপুত্র খুর্রম হচ্ছে সম্রাট শাহ জাহান পূর্বনাম এবং উইকিপিডিয়াতে মমতাজের স্বামী হিসাবে একমাত্র সম্রাট শাহ জাহানের নাম উল্লেখ করা হয়েছে। অনেকেই রাজপুত্র খুর্রম এবং সম্রাট শাহ জাহান নামের পার্থক্যে ভুল করে দুই ব্যক্তি ভাবেন।"

আপনি বোধহয় আমার লেখার এই অংশটা খেয়াল করেন নি ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

সুজন দেহলভী বলেছেন: উইকিপিডিয়া থেকে সম্রাট শাহ জাহান কে নিয়ে লেখা Jahangir considered his third son Prince Khurram (future Shah Jahan), his favourite. In 1622.

https://en.wikipedia.org/wiki/Jahangir

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইতিহাস নিয়ে বিতর্ক থাকবেই। এটা রোধ করা যাবে না।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৬

কালীদাস বলেছেন: বাংলাদেশে যখন বিএনপি পাওয়ারে থাকে তখন পাতি নেতারা বঙ্গবন্ধুর নামে মিথ্যা কুৎসা গায়। যখন লীগ পাওয়ারে থাকে তখন জেনারেল জিয়ার নামে সমানে মজার মজার গল্প শোনানো হয় অতিউৎসাহী পাতি নেতাদের জবানে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এই দুজনের কারও অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। অথচ চলছে।

তো, এত কাছের ইতিহাসে, আমার বাংলাদেশেকে পৃথিবীর বুকে তুলে এনেছে এরকম গুরুত্বপূর্ণ দুজন মানুষের নামে কুৎসা সহ্য করতে পারছি নূন্যতম কৃতজ্ঞতা বোধ ছাড়া, সেইখানে প্রায় চারশ বছর আগের লুইচ্চা এমপেররের এক বাদশাহ কারে কয়বার বিয়া করছে আর কোন জায়গায় কোন বালটা ফালাইছে সেইটা দিয়া আমাদের আজকের বাংলাদেশিদের কি হইব? এই আবালে যে সাদা ক্যাসেলটা বানাইছে হের মরা বউয়ের শ্রাদ্ধ করতে, কার বাপের টাকায় বানাইছিল?

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২০

জোয়ান অব আর্ক বলেছেন: @শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন বলেই ভারতের নাম এখন বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে জ্বলজ্বল করছে, তার টিকেট বিক্রি করেও ভারতের জনগন অনেক কামাই করতে পারছে।

আপনি কি বলতে চান, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় সরকার বংগবন্ধুর যত ভাস্কর্য নির্মাণ করছে, তার মাজার বানিয়েছে, মাজারে যাবার জন্য যত রাস্তা বানিয়েছে - সব বেআইনি?

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

এম এ মুক্তাদির বলেছেন: IN HIS EARY LIFE SHAHJAHAN WAS REWARDED FOR DESIGNING A NUMBER OF BUILDINGS IN LAHORE FORT.
THAT MADE HIM TO THINK THAT HE WAS A GREAT ARCHITECT.
FOLLOWING THE TRADITION OF THE EMPERORS OF THAT PERIOD HE DECIDED / ASPIRED TO CONSTRUCT THE BEST TOMB OVER THE GRAVE OF HIS DEAR ONE'S.
FOR THAT PURPOSE HE WAS IN NEED OF THE DEAD BODY OF SUCH A PERSON.
MUMTAJ WAS DIS SO-CALLED DEAR WIFE. BUT HE COULD NOT KILL HER DIRECTLY.
AFTER HE HAD MANY CHILDREN (NINE OR SO) THE DOCTORS ADVISED HIM NOT TO TAKE ANY MORE, BECAUSE, THEY SAID "IT MIGHT CAUSE MUMTAJ'S DEATH".
THAT INSPIRED SHAHJAHAN TO TAKE MORE CHILDREN AND HE WAS SUCCESSFUL IN CAUSING HER DEATH DURING THE BIRTH OF HIS FOURTEENTH CHILD.
THIS TIME HE EVEN TOOK THE PREGNANT LADY TO A FORT IN SOUTH INDIA, WHERE HE KNEW, PROPER CARE WILL NOT BE AVAILABLE.
IT IS TRUE THAT SHAHJAHAN LOVED AND AT THE SAME TIME, CAUSED THE DEATH OF MUMTAJ, EVEN THOUGH THE SECOND ONE IS HARD TO BELIEVE.
THE INDIAN HISTORIANS KNOW EVERYTHING BECAUSE ALL THESE HAVE BEEN PROPERLY AND ADEQUATELY DOCUMENTED IN HISTORY.
THE GOVERNMENT HOWEVER, DOES NOT LIKE TO EXPOSE "THE TRUTH" FOR PROBABLE FINANCIAL LOSS.
THOSE WHO WANT TO LEARN MORE MAY GO THROUGH : "OPORUPA AGRA, LA JAWAB DEHLI" - A DOCUMENTARY BOOK BY NARAYAN SANYAL.

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

ইতিহাসের পাতিহাঁস বলেছেন: উইকিপেডিয়া কে চোখ বন্ধ করে রেফারেন্স হিসাবে নেওার উপায় নাই। নামে বেনামে সেখানে বিভিন্ন বিষয়ে যার যার এজেনডা অনুযায়ী লেখা যায়। উইকি-র সমস্যা নিয়ে একটি আর্টিকেল এখানেঃ Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.