নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপার হয়ে বসে আছি.........

সুজন দেহলভী

আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিল পাটে- আমি- তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায় পাড়ে লয়ে যাও আমায়.....

সুজন দেহলভী › বিস্তারিত পোস্টঃ

উবার হতে পারে আপনার আয়ের উৎস, যদি........

১৩ ই মে, ২০১৭ রাত ১২:৫৫



বাংলাদেশে নভেম্বর ২০১৬ থেকে অান্তর্জাতিক ব্র্যান্ড উবার (UBER) তাদের ট্যাক্সি সার্ভিস চালু করেছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এটি শুধুমাত্র যাত্রীদের বিশ্বমানের উন্নত সেবা দিচ্ছে তা নয়, প্রাইভেট কার মালিকদের বিকল্প অায়ের সুযোগও করে দিয়েছে। ফলে অনেকেই আগ্রহী হচ্ছেন নিজের গাড়িটি উবারের মাধ্যমে দিয়ে ব্যবসায় যুক্ত হতে। আমার এই লেখাটিতে উবার সহোউদ্যোক্তা হবার এই সুযোগটি কার জন্য প্রযোজ্য এবং কার জন্য নয় তা আলোচনা করবো।

যেকোন ব্যাবসার মুল লক্ষ্যই মুনাফা এবং তা নির্ভর করে তার আয় এবং ব্যয় এর উপর। তাই প্রথমেই আমরা উবারের মাধ্যমে আয় এবং ব্যয়ের সম্ভাব্য হিসাব বের করি।

সম্ভাব্য আয়ঃ আপনি আপনার গাড়িচালককে সাপ্তাহে একদিন হিসাবে মাসে চারদিন ছুটি দিলে মোট ২৬ দিন আপনার গাড়ি থেকে উবারের মাধ্যমে আয় করতে পারেন। একটি গাড়ি প্রতিদিন গড়ে ১০ টি করে ট্রিপ পায় এবং মনে করি গড়ে প্রতি ট্রিপে ৩০০ টাকা আয় করে।
তাহলে আপনার মাসিক আয় = ৩০০ x ১০ x ২৬ = ৭৮,০০০ টাকা
উবারের ২৫% কমিশন দেবার পর মোট আয় = ৫৮,৫০০ টাকা

সম্ভাব্য ব্যায় সমূহঃ

পরিচালনা ব্যায় : (৪৩,৬০০ টাকা)
১. চালকের বেতন: ১৫,০০০ টাকা
২. প্রতিদিন দুপুরের খাবার খরচ ১০০ টাকা করে, মাসে খরচ : ১০০ x ২৬ = ২,৬০০ টাকা
৩. প্রতিদিন জ্বলানী খরচ ১০০০ টাকা করে,মাসে খরচ: ১০০০ x ২৬ = ২৬,০০০ টাকা

রক্ষনাবেক্ষন ব্যায়: (১০,৫০০ টাকা)
৪. প্রতিবছরে গাড়ির সকল কাগজপত্র নবায়ন করার খরচ ২৪,০০০ হলে, মাসে খরচ: ২০০০ টাকা
৫. ইঞ্জিন অয়েল ও গিয়ার অয়েল বাবদ মাসে খরচ: ২,০০০ টাকা
৬. যেহেতু প্রতি দুই বছরে আপনার গাড়ি প্রায় ৬৫,০০০ কিমি চলবে, সেহেতু দুই বছর পর আপনার গাড়ির ইঞ্জিন ও গিয়ার পরির্বতন বাবদ খরচ নুন্যতম ৪০,০০০ হলে, মাসে খরচ: ২,০০০ টাকা
৭. যেকোন গ্যারেজ গাড়িতে কাজ করলে নুণ্যতম ৫,০০০ টাকা বিল করে। গাড়ির অন্যান্য যন্ত্রাংশ নষ্ট বা চুরি হলে নতুন সংযোজন, নিয়মিত সার্ভিসিং বাবদ মাসে ২,০০০ টাকা
৮. দিনে ১০ টি ট্রিপে ১০০ কিমি গেলে, বছরে (১০০ x ২৬ x ১২) বা ৩১,২০০ কিমি যাবে, ফলে বছরে অন্তত একবার চারটি চাকার মেয়াদ ফুড়াবে। চারটি চাকার দাম ২০,০০০ টাকা হলে মাসে খরচ: (২০০০০/১২ = ১৬৬৬.৬৭)বা ১,৫০০ টাকা
৯. এসির সাথে সংশ্লিষ্ট যন্ত্রাংশ (গ্যাস, রেডিয়েটর ইত্যাদি) বাবদ মাসে খরচ: ১,০০০ টাকা

মোট ব্যায় : পরিচালনা ব্যায় : (৪৩,৬০০ টাকা)+ রক্ষনাবেক্ষন ব্যায়: (১০,৫০০ টাকা) = ৫৪,১০০ টাকা
প্রকৃত লাভ : মোট আয় (৫৮,৫০০ টাকা) - মোট ব্যায় (৫৪,১০০ টাকা) = ৪,৪০০ টাকা [বি:দ্র: গাড়ির গ্যারেজ বাবদ কোন খরচ ধরা হয়নি]

এবার প্রশ্ন জাগতে পারে "এতো সীমিত লাভে মানুষ উবারে গাড়ি নিয়োগ করছে?", তার উত্তর ক্ষেত্রভেদে আলাদা। যেমন:

১. যদি বর্তমানে আপনার গাড়িটি সকাল -বিকাল আপনাকে অফিসে আনা-নেয়া ছাড়া আর ব্যবহৃত না হয় এবং গাড়ি চালক আছে:

- যেহেতু আপনার রক্ষনাবেক্ষন ব্যায় এবং গাড়ি চালকের ব্যায় ইতিমধ্যে বিদ্যমান, তাই আপনার প্রকৃত লাভ = মোট আয় (৫৮,৫০০ টাকা) - মোট ব্যায় (শুধুমাত্র জ্বালানী খরচ ২৬,০০০ টাকা) = ৩২,৫০০ টাকা [আপনার অফিসে আসা-যাওয়ার কারনে দৈনিক ট্রিপ সংখ্যা কম হতে পারে]

২. যদি আপনি নিজে গাড়ির চালক হন এবং গাড়িটি শুধু উবারে ব্যবহৃত হয় :

-যেহেতু আপনার গাড়ি চালক বাবদ ব্যায় নেই, তাই আপনার প্রকৃত লাভ = মোট আয় (৫৮,৫০০ টাকা) - মোট ব্যায় (রক্ষনাবেক্ষন ব্যায়: ১০,৫০০ টাকা + জ্বালানী খরচ ২৬,০০০ টাকা) = ২২,০০০ টাকা

৩. যদি বর্তমানে আপনার গাড়িটি সকাল -বিকাল আপনাকে অফিসে আনা-নেয়া ছাড়া আর ব্যবহৃত না হয় এবং স্ব-চালিত হয়:

- আপনার জন্য রক্ষনাবেক্ষন ব্যায় উবারে গাড়ি নিয়োগ না করলেও খরচ হবে, উবারে নিয়োগ করলে কিছুটা বেশী হবে এইটুকুই তফাৎ এবং গাড়িচালক নিয়োগ করতে হবে, তাই আপনার প্রকৃত লাভ = মোট আয় (৫৮,৫০০ টাকা) - মোট ব্যায় (পরিচালনা ব্যায় : ৪৩,৬০০ টাকা) = ১৪,৯০০ টাকা [আপনার অফিসে আসা-যাওয়ার কারনে দৈনিক ট্রিপ সংখ্যা কম হতে পারে]

৪. যদি আপনার গাড়িটি শুধু উবারে ব্যবহৃত হয় এবং গাড়ীচালক নিয়োগ দেন :

-যেহেতু আপনার ক্ষেত্রে সকল ব্যায় প্রযোজ্য, তাই আপনার প্রকৃত লাভ = মোট আয় (৫৮,৫০০ টাকা) - মোট ব্যায় (রক্ষনাবেক্ষন ব্যায়: ১০,৫০০ টাকা + পরিচালনা ব্যায় : ৪৩,৬০০ টাকা) = ৪,৪০০ টাকা

তাই যদি বর্তমানে আপনার গাড়িটি সকাল -বিকাল আপনাকে অফিসে আনা-নেয়া ছাড়া আর ব্যবহৃত হয় না এবং গাড়ি চালক থাকে তবেই আপনার জন্য উবারে গাড়ি নিয়োগ করা সবচেয়ে লাভজনক।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:৫৫

ফিরোজ সাহেব বলেছেন: ভাল ব্যবসা পরিকল্পনা

২| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:১৮

ধ্রুবক আলো বলেছেন: ভাই, আমি গরিব গাড়ি নাই, কিভাবে এই আয়ের উৎস কাজে লাগাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.