নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে পছন্দ করি। প্রচণ্ড কল্পনাপ্রবণ মানুষ। ঠায় দাঁড়িয়ে পুরো পৃথিবী নিয়ে ভেবে ফেলি। মায়া কম, ক্রোধ বেশি। তবে সেটা নিজের ভেতরে পুষে রাখার অসীম ক্ষমতা আছে আমার।

জনৈক অভদ্রলোক

দুই আর দুই যোগ করলে কত হয়? আমি: চার ব্যতীত অন্য কোন সংখ্যা হতে পারে না। হলে ভেবে দেখছি....।

জনৈক অভদ্রলোক › বিস্তারিত পোস্টঃ

বাস স্টোরি

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৪

এক হাতে বিড়ি আরেক হাত উঁচু করে বাস থামিয়ে রাস্তা পার হওয়ার মাঝে একটা লর্ডনেস কাজ করে। মনে হয় বাস নয়তো আমি- জো জিতেগা ওহি সিকান্দার।

আমি মাঝে মাঝে বাসে ইচ্ছে করে ঘুমিয়ে পড়ার ভান ধরি। শুধু কান খোলা রেখে শুনি- এই ভাইয়া কিছু হেল্প করো, এই সুন্দরী ভাইয়া হেল্প করো, এই যে রঙিন ছেলেটা তুমি ঘুমাচ্ছো কেন? তারপর ঠাস ঠাস দুই তালি। অদ্ভুতভাবেই হিজরা দেখলে আমার ঘুম চলে আসে।

নিসর্গ বাসটা বন্ধ হয়ে যাওয়ার পরে সেটাকে খুব মিস করছিলাম। কিন্তু মতিঝিল ৬ নাম্বার বাসে ওঠার পরে সেটার কথা আর মনে নেই। কুড়িল বিশ্বরোড থেকে যাত্রা শুরু করে এই যান বাড্ডা, গুলশান, নেপচুন, প্লুটো, ইউরেনাস, শনি, মহাখালি, মালিবাগ হয়ে তারপর গুলিস্তান যায়। এর মাঝে হেলপারের হাতে স্টিয়ারিং দিয়ে লিংকরোডের পাশে খোলা লেকে ড্রাইভার ত্যাগকর্ম সারেন। সেটা দেখে আমারও শখ জাগে, কিন্তু সাধ্যি হয় না।

প্রত্যেক লোকাল বাসেই একজন যাত্রী থাকবেন যিনি সারাটা পথ ফোনে বিশাল ব্যবসায়ী আলোচনা করবেন। তার গলার ভয়েসের তীব্রতা এত থাকবে যে তার ব্যবসা সম্পর্কে অন দ্যা স্পট আপনার সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। আপনি শুধু বলতে পারবেন না- ভাই ফোন রাখেন, ওপাশে যে আছেন সে এমনিতেই শুনতে পাচ্ছেন।

যাত্রাপথে আজকের আবিষ্কার ছিলো, 'ওস্তাদ সাইডে রাইদা, বাম্পারে আকাশ ভরা তারা; ইউনিভার্সিটি অব স্কলার্স; বোনাই স্যানিটারি; সাইয়্যাদুল আ'ইয়াদ, অনন্তকালব্যাপী মাহফিল।'

এবার আসি পোস্টের পাঞ্চ প্যারায়। গুলিস্তান মোড়ে রাস্তার পাশে হালিমের দোকান দেখে ইচ্ছে করলো একটু চেখে দেখি। কাছে গিয়ে তার পরিবেশ দেখে ভালোই লাগলো। পিচ্চিকে বললাম কত করে? উত্তর আসলো ২০, ৩০, ৫০। চেখে দেখবো যেহেতু তাই একটু কার্পণ্য করে বললাম ২০ টাকারই দাও। খাওয়া শেষে ঝাল মুখে বললাম পানি দাও। ছেলেটা একটা গামছা ঢাকা বালতির দিকে ইশারা দিয়ে বললো ওখান থেকে খান। কালচে পানির ভেতরে লাল মগ ডোবানো। এবার তো নাক সিটকানোর পালা। বললাম, এই বাংলা পানি ছাড়া আর নেই? উত্তর আসলো- ২০ টাকার হালিম খাইয়া বাংলা ইংলিশ খুঁজলে হইবো মামা?

বিশ্বাস করেন, আমি ওর দিকে ১০ সেকেন্ড স্থির তাকিয়ে ছিলাম। রাগ হচ্ছিলো তবে হাসি দিয়ে ফিরে এলাম। এত পাঁকনা পিচ্চি আমি জীবনেও দেখিনি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: মজার অভিজ্ঞতা।
একসময় আমি লোকাল বাসে চড়তাম। এখন পারি না। একটূও ভালো লাগে না।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৫

রানার ব্লগ বলেছেন: সেইটাই মজায় ভরা বাংলাদেশ আমরা হুদাই কস্টে আছি ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩২

ভুয়া মফিজ বলেছেন: হিজড়াদের অত্যাচার থেকে বাচার জন্য ঘুমানোর ভান ধরা ভালো স্ট্র্যাটেজি! আর ঢাকার রাস্তার বিভিন্ন পেশার পিচ্চিদের মুখের ধার সাংঘাতিক। এরা যে কোনও কিছু বলতে দ্বিতীয়বার চিন্তা করে না। এদের সাথে কথা যতো কম বলা যায়, ততোই ভালো। :)

একটা কথা বলি, আশাকরি পজিটিভলি নিবেন। আপনার আগের পোষ্টে দেখলাম, শেষের দুই মন্তব্যের উত্তর দেন নাই। এর মানে এইভাবে করা যায় যে, আপনার নতুন পোষ্ট দেয়ার সময় আছে, কিন্তু আপনার পোষ্টে আসা ব্লগারের প্রতিমন্তব্য করার সময় নাই। ব্যাপারটা যারা আপনার পোষ্টে এসে মন্তব্য করলো, তাদের জন্য কি সন্মানজনক? যদি সম্ভব হয়, আগের পোষ্টের সব মন্তব্যের জবাব দিয়ে তবেই নতুন পোষ্ট দিবেন।

আপনার ব্লগিং আনন্দময় হোক!

৪| ২৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৩১

জনৈক অভদ্রলোক বলেছেন: আপনার বিষয়টা মাথায় রেখে ফিরে এলাম। দোয়া রাখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.