![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারে দেখা হয় নাই কোনদিন
বড়জোড় শেষরাতের স্বপ্নে পাওয়া লাবন্যের,
তটিনী হয়ে ওঠা নির্ঝরের
কিংবা আফ্রোদিতির কল্যাণ ও কামের মিশ্র প্রতিমার
অনুভব টুকু পাওয়া গেছে - অনবদ্য সনেট, বনলতা সেন।
প্রতিবার বিশ্বকর্মা পূজার রাতে তাকে ছুঁতে চেয়েছি,
পারিনি কখনো, ভেবেছি আমি তো ঈশ্বর নই,
প্রেমিকের জীবনটাও তাই কেউ কোনোদিন যাপন করেনি ।
২৩ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩১
স্বাক্ষর শতাব্দ বলেছেন: থ্যাঙ্কু মামা, াগেরটাও ভালো লেগেছিলো আপনার, আমি ধন্য
২| ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩০
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
হুম....এগুলো খালি কাব্য আর মিথেই আছে, বাস্তবে দেখি নি, বড়জোর অনুভব করা যায়!
অসাধারণ!
৩| ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৩
রিয়াজ শাহেদ বলেছেন: এটা একদম সাম্প্রতিক কবিতা বলে মনে হচ্ছে।
২৪ শে জুলাই, ২০০৮ রাত ১:৫১
স্বাক্ষর শতাব্দ বলেছেন: সময়কে বুঝতে যেওনা বন্ধু
৪| ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১:৫২
রিয়াজ শাহেদ বলেছেন: উফ এইডা আবার কী কইলা?! যাইগা ঘুমাইগা।
৫| ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১:৫৩
নাতিস বলেছেন: শেষের দু'ই লাইন খুবই ভালো লাগছে।
৬| ২৪ শে জুলাই, ২০০৮ রাত ২:২৩
সবাক বলেছেন:
হুমম
ঘুম ঘুম চোখেও পড়তে কোন সমস্যা হয়নি
কারণ আমি একটি কবিতা পড়েছি।
২৪ শে জুলাই, ২০০৮ রাত ২:৩৫
স্বাক্ষর শতাব্দ বলেছেন: যাক কবিতা বললেন এটাকে, আমি শ্লাঘা অনুভব করছি
৭| ২৪ শে জুলাই, ২০০৮ রাত ২:৪৮
ফারহান দাউদ বলেছেন: +
৮| ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৬
স্বপ্নিক বলেছেন:
"ভেবেছি আমি তো ঈশ্বর নই"
অজুহাত!!!
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:১৬
স্বাক্ষর শতাব্দ বলেছেন: আর কি করতে পারি? সবার ধৈর্য ও তো এক নয়
৯| ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: +
১০| ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৩১
যীশূ বলেছেন: ভাল্লাগলো
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৮
ইমরান মামা বলেছেন: ভাল্লাগলো