![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.
প্রৌঢ় ছাতা মাথায়
পথ গুনছি আমি
সামনেই পাব কি তপোবন?
ধরি,হঠাৎ যদি বৃষ্টি আসে
আচল মাথায় প্রিয়ংবদা
ছুটে আসবে,
হাত ধরে বলবে,চল ভিজে ভিজে
অপ্রিয়তা খুঁজি।
অবাক হয়ে যদি আমি বলি
অপ্রিয়তা কেন প্রেয়সী?
চল মুগ্ধতা খোঁজা যাক।
প্রিয়ংবদা কপাল কুঁচকে-
মুগ্ধতা চোখের বালি
অপ্রিয়তা বেঁচে রবে ছন্দে,
অকালের মেঘ ঘনিয়ে আসছে
একটু পরেই সন্ধ্যে।
তপোবন বলবে শুষ্ক কন্ঠে-
আমি নিবীড় সরব হবো
বজ্রতার বর্ষনে
কঠোরতা ক্লান্ত হবে।
প্রিয়ংবদার হাতটি ধরে বলব
মোদের বিদীর্ণ প্রাঙ্গনের ঘাসফুলেরা জেগে ওঠবে,
রোদসীর স্নিগ্ধ মোহতায়
অভিষেক হবে নতুন মুগ্ধতার।
©somewhere in net ltd.