![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**সংকোচ **
-বিষাদ বিদীর্ণ (স্বাক্ষর চন্দ)
এই অস্থিরতার মেলায়
ঘোরপাক খাচ্ছে তপ্ত মস্তিষ্ক,
অহেতুক অস্থায়ী চিন্তায়
তৃষিত হৃদয় এখন শুষ্ক।
অনিবেদিত প্রেম হারিয়ে
দিগন্তরেখায় ঢেউ খেলে,
অশান্ত মনে স্থায়ী মরীচিকা
ভাসমান পাপড়িতে পদ্ম মেলে।
©somewhere in net ltd.