![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--বিষাদ বিদীর্ণ
.
.
ভালবাসা কম পড়েছে
ভালবাসা কম পড়েছে
তাই আজ আমি অর্থহীন,
অর্থের সাথে তুমি এখন ঢোক গেলো
জোছনার কাছে আজ আমার ঋণ।
মাঝ রাত আর জোনাক মিছিল
বালিশ ভেজে,আমি নিদ্রাহীন,
বসন্তে ভিজছো তুমি
আমি এখন বর্ষায় লীন।
ভালবাসা কম পড়েছে
তাই আজ আআমি অর্থহীন,
অর্থের সাথে তুমি এখন ঢোক গেলো
জোছনার কাছে আজ আমার ঋণ।
ফাকা জানালায় ভালবাসা আর নেই
ভালবাসা এখন গাড়ির চারকোনা গ্লাসে,
তোমার কাছে রৌদ্দুরে ঝলমল দিন
আমার কাছে বিষণ্ণতা হাসে।
ভালবাসা কম পড়েছে
তাই আজ আমি অর্থহীন,
অর্থের সাথে তুমি এখন ঢোক গেলো
জোছনার কাছে আজ আমার ঋণ।
ভালো থেকো তুমি
ভালো থাকুক তুমার নতুন প্রেম,
কাল পরশু অথবা তিন দিন পর
শেষ হয়ে যাবে আমার গেম।
ভালবাসা কম পড়েছে
তাই আজ আমি অর্থহীন,
অর্থের সাথে এখন তুমি ঢোক গেলো
জোছনার কাছে আজ আমার ঋণ।
ভালবাসা কম পড়েছে...
©somewhere in net ltd.