![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*রোদ্দুর *
.
-বিষাদ বিদীর্ণ
,
রোদ্দুর,
ঘন মেঘের ভোল্টেজ, আহত মন
প্রাচীন গন্ধের কটেজ, একলা ক্ষণ।
আমি জেগে আছি,
তোমার সীমান্তের কাঁটা তাড় জুড়ে
আমি ভালো আছি,
তাল দিই এখনো তোমার সুরে।
রোদ্দুর,
মুগ্ধতার চালান শেষ, কটুত্ব দখলে
রোমান্টিকতা ছিল বেশ,আমাদের সেকেলে।
তুমি কেমন আছো?
নদীর বাঁক ঘুরেছে বোধকরি
আমি আগের মতই
একটানে নিকোটিনে শেষ করি।
গিটার এখন শুকনো বাতাসে কথা বলে,
আমার শীরায় এখন শীর্ণ রক্ত বয়ে চলে।
©somewhere in net ltd.