![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*একটি চরিত্র চাই*
--বিষাদ বিদীর্ণ
.
কবিতার একটি চরিত্র চাই
এক অদ্ভুত কাব্যের কাহিনী সাজাবো,
যে চরিত্রের কোনো পরিচয় নাই
তাকে নিয়ে গল্পের নেপথ্যে গা ভাসাবো।
চরিত্রের সৌন্দর্যে যেন ত্রুটি না থাকে
নইলে হয় যেন একেবারে কুৎসিত!
অপরূপ হলে ইন্দ্রজালিক ছোঁয়া রাখে
অরূপ ধূসরিমায় বসন্তেও হয় জড়াশীত।
কবিতার চরিত্রায়ন দেখে চারপাশ ঈর্ষান্বিত
একবার বসন্ত বানাই,আরেকবার যাই শীতে,
অদ্ভুত কবি বলে আমি নির্বাসনে প্রেরিত
ফাকা মাথায় কাব্য বুনি কি হয় বা তাতে।
ছন্দহীন শব্দমালায় চরিত্রের রাগ হয় বটে
সভ্যতা আজ কবিতা চায় না,সময় অপচয়,
হৃদয়হীনার খড়া মাস,শুকনো ঘাস তার মাঠে
কাব্যরসিক বেমানান, চরিত্র মরবে নিশ্চয়।
২| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৩
বিষাদ বিদীর্ণ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১১
মানবী বলেছেন: বাহ! সুন্দর কবিতা!
ভালো লেগেছে কবিতাটি পড়ে, ধন্যবাদ।