| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*শ্রাবণ কদিন পর আসবে*
--বিষাদ বিদীর্ণ
কবি মরে যাচ্ছে,ভুলভাল ক্ষুদায়
শ্রাবণের কান্নার তাতে কি?
তার আসতে এখনো ঢের দেরি,
শ্রাবণ বলে,আমি কবিকে বুঝিয়েছি
এখন খানিক ফাগুনের ভেতর খুরে দেখ
চৈত্রের হাহাকারের সাথে ভাত খাও।
বসন্তেরও তো কবিকে পেতে ইচ্ছে হয়!
শ্রাবণের কাব্যখন্ড তো আমজনতার রোজভাত
আমি না হয় কদিন কবিহীনতায়...
বেড়িয়ে আসি, ধ্বংস করে আসি হাসিগুলো
কবি,
তুমি বরং ফাগুনের পাছায় তেল দিতে থাক
মুখভার কর চৈত্রের সাথে
চৌচিরের সাথে তলিয়ে দেখ আমাকে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯
আমি মিন্টু বলেছেন: অসাধারন কাব্য ।