নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন গল্প,নতুন চরিত্র!!

বিষাদ বিদীর্ণ

নতুন গল্প,নতুন চরিত্র!

বিষাদ বিদীর্ণ › বিস্তারিত পোস্টঃ

১৪)কবিতা

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬

*উড়ে যাক কবিতা*

--বিষাদ বিদীর্ণ


উড়িয়ে দিলাম সব কবিতা
চিলতে চিলতে করে উড়িয়ে দিলাম,
সুখ,দুঃখ আর কিছু ঘন আবেগ
সব কিছু উড়ে যাচ্ছে মেঘের ওপারে
চিল,কপোতের পাশ দিয়ে...
জীবনানন্দের সাদা আকাশ পথে।
উড়িয়ে দিলাম কিছু কলমের কালি
আমার কলমে যদি আর কেও লেগে থাকে!
তাকেও,
আমার কবিতায় ঝলসানো রুটির মত
চাঁদ নেই
সুকান্ত ভট্টচাযের মায়া নেই কিনা!
শুধু ছিল আঠার বছর বয়সের কিছু পাগল পনা
কবিতা, তুমি উড়ে যাও
যেখানে খুশি,যেকোনো পাতায়...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭

তার আর পর নেই… বলেছেন: আহ্! দারুণ ভাল!
উড়ে যাক, উড়ে যাক,
শব্দ গুলো বর্ণ হয়ে যাক, ছড়িয়ে যাক,
তারপর উড়ুক …উড়তে উড়তে বসে যাক
অন্য কোন হৃদয়ে …হৃদয় বিদীর্ণ হয়ে যাক
নতুন করে …

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

বিষাদ বিদীর্ণ বলেছেন: কৃতজ্ঞতা রইল,মন্তব্য করে অনুপ্রেরিত করবেন।

২| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুকান্ত ভট্টাচার্য
টাইপোটা ঠিক করে নিয়েন।

বেশ ভালোই হয়েছে। আরো আরো কবিতা লিখুন। শুভকামনা।

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫

বিষাদ বিদীর্ণ বলেছেন: একটু চলিত ভাষার ব্যবহার করলাম, "সুকান্ত ভট্টাচার্য " কে 'সুকান্ত ভট্টচায লিখেছি, ধন্যবাদ, সবসময় মন্তব্য করবেন।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

নীল কপোট্রন বলেছেন: ভাল লাগল।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

সুমন কর বলেছেন: ভাল লাগল।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

বিষাদ বিদীর্ণ বলেছেন: ধন্যবাদ,মন্তব্য করবেন সবসময়।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

বিষাদ বিদীর্ণ বলেছেন: ধন্যবাদ,সবসময় মন্তব্য করে ত্রুটি ধরিয়ে দেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.