![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*জ্বালিয়ে দিব একদিন*
--বিষাদ বিদীর্ণ
একদিন আগুন লাগিয়ে দিব
গলে গলে পড়বি মোমের মত
মোমের পুতুলের মত,
ঘষে ঘষে রূপ দিয়েছিলাম তোকে
চোখ একেছিলাম
রবীন্দ্রনাথের পাণে চেয়ে! আর,
অনেকদিনের মায়া জমা করে
শিশির একে দিয়েছিলাম চোখের পাপড়িতে,যেন
আমার জন্য কাঁদতে না হয় তোকে।
তুই তো সেই শিশির মুছে দিলি..
চশমা পড়ে নিলি মনোমতো!
একদিন কেরোসিন ঢেলে দিব দেখিস
উঠে যাবি সব কবিতা থেকে
গলে গলে পড়বি
আর চারপাশ? ধোয়া উঠা দেখবে।
মেঘ দেখবে আমার মাথা বরাবর।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
তার আর পর নেই… বলেছেন: দারুণ!