![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*আকাশী আকাশ*
--বিষাদ বিদীর্ণ
.
.
*আকাশী আকাশ*
আকাশী রঙের আকাশ চাই
উপরে,
আকাশী রঙের শাড়ী আর সাদা ব্লাউজে
মিশে থাকবে তুমি
আমি মিশে থাকব আকাশে,তোমাতে।
সবুজের ফাক দিয়ে আলো পড়বে
তুমি আচল মেলে ধরবে
আমার প্রৌঢ় রেখাঙ্কিত কপালে।
কয়েকটা বেলি ফুল গুঁজে দিতে পারি,
জীবনানন্দের দু লাইন শোনাতে পারি
আর তুমি রবীন্দ্রসুরে ক্ষণিক।
সেদিন কি আকাশ আকাশী রঙের থাকবে?
তুমি আর আমি থাকব তো?
আকাশী আকাশের নিচে?
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০
শুভ্র বিকেল বলেছেন: শব্দনীড়ে দেখলাম। অনেক সুন্দর। ধন্যবাদ।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪২
বিষাদ বিদীর্ণ বলেছেন: ধন্যবাদ, কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪
তার আর পর নেই… বলেছেন: সুন্দর!
এর আগে আপনার একটা কবিতা খুব ভাল লেগেছিলো।