![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*গরম এসেছে*
.
-- বিষাদ বিদীর্ণ
.
.
আজ জোছনায় লোডশেডিং এর ক্লান্তি,
ভাপসা গরম বাতাসে চার্জ লাইটের ভ্রান্তি।
ঘাম টপ টপ বেয়ে চলে কপাল থেকে বুকে,
স্বাদ নষ্ট ভাই, খাবার রোচে না মুখে।
অতৃপ্ত চোখ বার বার চায় কোল্ড ড্রিংক্সের পানে,
কয়েলের গন্ধ হার মেনে যায় জংলি মশার গানে।
প্রেমিকার ফোন বার কয়েক,চলে ঠান্ডা ভালবাসা,
সিঙ্গেলদের জীবনে হাহাকার শুধু জোড় করে একটু হাসা।
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২১
বিষাদ বিদীর্ণ বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১২
রাজসোহান বলেছেন: জোর করে না হাসলেও চলে
৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২১
বিষাদ বিদীর্ণ বলেছেন: হ্যা চলে
৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতা ।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬
ফরিদ আহমাদ বলেছেন: সিঙ্গেলদের জীবনে হাহাকার শুধু জোড় করে একটু হাসা।
সত্যায়ন করলাম।