| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*প্রথম ভালবাসার মৃত্যু*
-- বিষাদ বিদীর্ণ
.
অনেকদিন আকাশ থেকে আকাশে
দেখা হয় না প্রেম চোখ দিয়ে,প্রেম নেই
আমি শুকিয়ে গেছি,কাঠ হয়ে গেছি
অশ্বত্থও আমায় দেখে উপহাসের হাসি হাসে..
আমিও যৌবনা প্রেম দেখেছিলাম
দেখেছিলাম গদগদ ভালবাসা,আহ্লাদ
আমি প্রেম শুকিয়ে যাওয়ারও কষ্ট দেখেছিলাম
দেখেছি কিভাবে হয় ভালবাসার সুইসাইড।
আমাকে দেখিয়েছে প্রেম
কে বা দেখতে চায় না,কে বা দেখতে চায়
তারা ভরা রাতের মৃত্যুরূপ!
আমাকে ঠেলে দিয়েছে আকাশের নিচে
তুই মৃত্যু দেখ,তোর কঠিন হওয়া দরকার
তোর শুকিয়ে কাঠ হওয়া দরকার।
আমাকে আকাশের নিচে পণ করতে হবে
তারাদের কাষ্ঠ'র নিচে মজবুত পণ
আমি কখনো দ্বিতীয় প্রেমে পরবো না,
আবেগের লোভে।
২|
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪২
বিষাদ বিদীর্ণ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৩
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ধন্যবাদ কবি।