নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন গল্প,নতুন চরিত্র!!

বিষাদ বিদীর্ণ

নতুন গল্প,নতুন চরিত্র!

বিষাদ বিদীর্ণ › বিস্তারিত পোস্টঃ

২০)কবিতা

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৪

*বসন্ত (৯)(বসন্ত বিদায়)

--বিষাদ বিদীর্ণ


কোকিল প্রতারণার দায়ভার বোশেখের
আর কয়দিন থাকবে বলে ক্ষণিক মন ভার হয়,
তারপর সব স্থির হয়ে যায়,দেখা হবে আরেক বসন্তে।
এখন শুধু তুমুল বৈশাখের প্রতীক্ষা!
প্রতীক্ষা কিছু ঘন্টার,কিছু কৃষ্ণচূড়ার লাশ দাফনের
বিদায়,প্রেমিকার অতৃপ্ত প্রেমহীন চুম্বন,
খোপায় বসন্তের ডালী, আর কিছু কবিতার।
ফাগুনের পরই কাউন্টডাউন শুরু হয়
কবি-রা সব কিছু ভুলে যেতে থাকে
ভুলে যেতে থাকে
এক কালে প্রচুর কবিতা হত বসন্ত কনসেপ্ট নিয়ে
ভুলে যেতে থাকে,
সারারাত বসন্ত বাতাস গিলে মন শক্ত করেছিল
তারপর?
কিছু চৈত্রমুখী প্রপোজাল,কিছু ব্যর্থতা
তারপর দিন ছাব্বিশ কেটে যায়
আজ চৈত্রের ত্রিশ!
কাল বৈশাখ,নতুন মুখোশ, নতুন কনসেপ্ট
মানুষ ভুলে যাবে এই কদিন আগেই বসন্ত ছিল
মাঝে মাঝে কর্মব্যস্ত বসন্তহীনরা বিরক্ত হত
কোকিলের অহেতুক চেল্লাচেল্লিতে।
আমরা খুব সহযেই ভুলে যাই মুখে
নতুন বৈশাখের ইলিশ তুলে।
তুমরা হেঁটে যাও সামনের দিকে
পেছনে তাকালে দেখবে আমি হাসছি ঠিকই!
এখন,আয়োজন চলছে বৈশাখ অভিষেকের
আয়োজন চলছে বসন্ত বিদায়ের।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

রিপি বলেছেন:
ভালো লাগলো।


এখন,আয়োজন চলছে বৈশাখ অভিষেকের
আয়োজন চলছে বসন্ত বিদায়ের।


প্রকৃতির নিয়মই এটা।

২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাললাগা রইল।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২২

শুভ্র বিকেল বলেছেন: বসন্ত বিদায়ের দারুণ কবিতা। শুভ কামনা কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.