নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

খালি ইস্কুলে গেলে হইবে!

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪১

শুভ কাল তুমি ইস্কুলে আসো নাই কেন?

ইস্কুলে আইয়া কি অইবো স্যার? বাবায় কইলো হাল ধর, আমিতো খুজতে খুজতেই শেষ সারাটা দিন খুজলাম কিন্তু স্যার পাইলাম না। ধরার জন্য কতো চেষ্টা করেছি।



কি ধরতে কইলো স্যার জানবেননা............। হ্যা তাইতো। তোরে কি ধরতে কইলো....

সংসারের হাল।

এইটুকুন বয়সে ............কি কস!

হুম..........। বাবায় হালের গরু নিয়ে ক্ষেতে গেল আর আমারে কইলো খালি ইস্কুলে গেলে হইবেনা, একটু আধটু সংসারের হালও ধরতে হইবে।

কিন্তু স্যার আমগো তো ঐ একটাই হাল, তবুও আব্বায় নিয়ে গেছে... আর তো কোন হাল নেই। তবুও বাজান যে কইলো হাল ধরতে, হেইটা খুজতে খুজতেই তো দিন গেল।। আর ইস্কুলে আওনের সময়ই পাইলাম না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.