![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
নিশ্চিন্তপুর গেছিলাম কিছুটা দিন নিশ্চিন্তে থাকার জন্য। ও মা ঐখানে দেখি আরেক ভেজাল।।
তারপর কমলাপুর আসলাম সস্তায় কমলা খামু বলে কিন্তু কমলাপুরের কোথাও কোন কমলা নাই। কিছু দোকানে পাওয়া গেলেও দাম আকাশচুম্বি।।
মহাখালিও গেছিলাম একটা খালি ভেবে কিছু ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য কিন্তু ভাইরে কি আর কমু মহাখালির কোথাও কোন খালি জায়গা নেই।। বিল্ডিং আর বিল্ডিং... আর মানুষ আর মানুষ।।
এ নামগুলো যে কারা রেখেছে তাই ভাবছি! এটা কোন কাম হইলো মামু।।
যা রিক্সা যা মিরপুরই যা।।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
কামাল। আহমেদ বলেছেন: হাহাহা মজা পাইলুম