![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
আমি হরতালের দিন বাজারে গেলে বাজার থেকে বেগুন আনি। তো, বউ জিগায় কি ব্যাপার কিছুদিন ধরে দেখতাছি তুমি হরতালের দিনই বেগুন আনো। ঘটনাটা কি?
আরে কোন ঘটনা নাই। বেগুন বাজি খেতে খেতে হরতালের খবর দেখতে ভালোই লাগে।
বউ কয়" পাগল নাকি, কতো মানুষের গাড়ি গুড়ি পোড়ায়, মানুষ মরে আর উনি বেগুন বাজি খেতে খেতে আরাম আয়েশে হরতালের নিউজ দেখবে। আজ টিভিই বন্ধ।
বউ কও কি তুমি। টিভি বন্ধ থাকলে সারাদিন করুম কি।।
ঘাস কাটো গা । আরে ঢাকা শহরে ঘাস পামু কই?।। আর ঘাস দিয়া হইবে কি?
ঘাস কেটে বস্তা ভরে হরতাল ওলাগো দিয়া আসো।
বুঝলাম " বউ আমার হরতাল বিরোধি"।
২. আরেক দিন আমাদের একজন জনৈক নেত্রী (সঙ্গত কারণে নাম প্রকাশ করলাম না) টেলিভিশনে ভাষন দিচ্ছেন, আমি চ্যাণেল ঘুরিয়ে ভাষনটা দেখতে যামু এমন সময় বউ এসে টিভিটা বন্ধ করে দিলো। আমি কইলাম কি ব্যাপার "যারা হরতাল করে তাদেরকে ঘাস দিয়ে আসতে বললো" এখন দেখি তুমি তোমার নেত্রীর ভাষনও শুনতে দাওনা।।
শুনে কাম নাই। এসব শুনে কিছু হইবেনা।। জি বাংলা দাও "মীরাক্কেল দেখি"। বহুত কামে লাগবে। ঠাস করে রিমোট টা নিয়ে জি বাংলায় দিয়ে দিলো।।
বউয়েরে কইলাম দেশীয় সংস্কৃতির চর্চা করো।। বউ কয়" দেশিয় না বলো বাংলা সংস্কৃতির চর্চা করো" বুঝলাম বউ আমার চেয়েও এ্যাডভান্স।।
আমার বউ সবসময় বলে এদেশে নারীরা যতদিন দেশ চালাইবে ততদিন এমনই হবে।। পারলে একটা পুরুষ ক্ষমতায় আনো।। কেন আমাগো এরশাদ চাচা আছেন না?
বউ হেসে গদ গদ .....এরশাদ চাচা আর তুমি মানুষ পাইলেনা।।
রহস্য আন্দাজ করতে পেরে আর বাডাইলামনা।
সত্যিই কি আমাদের একজন পুরুষ নেতার দরকার? অনেকেকেই বলতে শুনি আসলে মাথায় ঢুকেনা।। বাংলাদেশের দুইজন মহিলা যদি এক হতো তবে দেশটা কতোই না সুন্দর হতো!
©somewhere in net ltd.